বিষয়ঃ Other

50951. ”জঙ্গম”-এর বিপরীতার্থক শব্দ কি?

ক) স্থাবর
খ) অরণ্য
গ) সমুদ্র
ঘ) পর্বতই

50952. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?

ক) নরসিংদী
খ) নারায়ণগঞ্জ
গ) মুন্সীগঞ্জ
ঘ) দাউদকান্দি

50953. ”গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?

ক) গবে + ষণা
খ) গো + এষণা
গ) গ + এষণা
ঘ) গব + এষণা

50954. . মৃতের মত অবস্থা যার---

ক) মৃতবৎ
খ) আনমনা
গ) জীবন্মৃত
ঘ) মুমূর্ষ

50955. "The baby is always smiling" এর বাংলা অনুবাদ হলে--

ক) শিশুটি সবসময় হাসছে
খ) শিশুটি সবসময় হাসে
গ) শিশুটির মুখ হাসিতে ভরা
ঘ) শিশুটির মুখে হাসি লেগেই আছে

50956. কোন বানানটি শুদ্ধ?

ক) সুশ্রুষা
খ) শুশ্রূষা
গ) সুশ্রুসা
ঘ) শুশ্রুষা

50957. ”জায়া ও পতি” সমাস করলে কি হয়?

ক) স্বামী-স্ত্রী
খ) পতি-পত্নী
গ) দম্পতি
ঘ) জায়া-পতি

50958. কোনটি বাংলা ধাতু?

ক) কৃ
খ) মাগ্‌
গ) গম্‌
ঘ) কাট্‌

50959. ”আটকপালে” এর অর্থ কোনটি?

ক) জ্ঞানী
খ) কারারুদ্ধ
গ) হতভাগ্য
ঘ) সৌভাগ্যবান

50960. . কর্ম সম্পাদনে পরিশ্রমী- কোনটি বাক্যের সংক্ষিপ্ত রূপ--

ক) কর্মনিষ্ঠ
খ) কর্মোদ্যমী
গ) কর্মঠ
ঘ) কর্মী

50961. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) মূহর্ত
খ) মুহূর্ত
গ) মুহুর্ত
ঘ) মুহর্ত

50962. ”নির্মল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অনির্মল
খ) পঙ্কিল
গ) অপরিস্কার
ঘ) নোংরা

50963. শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

ক) লাহোর
খ) দিল্লী
গ) আগ্রা
ঘ) ইয়াংগুন

50964. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক) আভাস
খ) অজানা
গ) গরমিল
ঘ) বেমালুম

50965. তালব্যবর্ণ কোনগুলো?

ক) এ, ঐ
খ) ই, ঈ
গ) উ, ঊ
ঘ) ও, ঔ

50966. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক) জাহান্নাম হইতে বিদায়
খ) জননী
গ) কর্ণফুলী
ঘ) সূর্য দীঘল বাড়ি

50967. বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) অপাদানে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) করণে ১মা

50968. . ”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?

ক) আরবি
খ) বাংলা
গ) পর্তুগিজ
ঘ) ফারসি

50969. ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?

ক) রশীদ করিম
খ) শওকত ওসমান
গ) জহির রায়হান
ঘ) শহীদুল্লা কায়সার

50970. শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?

ক) চাঁদ
খ) খরগোস
গ) সমুদ্র
ঘ) সূর্য

50971. নিচের কোন শব্দটি ভুল?

ক) স্বায়ত্তশাসন
খ) শ্রদ্ধাঞ্জলি
গ) অভ্যন্তরীণ
ঘ) মুহর্মুহূ

50972. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম-

ক) সংগ্রাম
খ) অসমাপ্ত আত্মজীবনী
গ) বাংলাদেশ ও আমি
ঘ) আমার জীবনী

50973. কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?

ক) ক্ষুধা + আর্ত
খ) ক্ষুৎ + ঋর্ত
গ) ক্ষুধ +আর্ত
ঘ) ক্ষুধা + ঋত

50974. . "He was taken to task"-এর বাংলা হলো-

ক) সে কাজ নিয়েছিল
খ) তাকে তিরস্কার করা হয়েছিল
গ) তাকে কাজ দেয়া হয়েছিল
ঘ) তাকে কাজের জন্য বলা হয়েছিল

50975. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক) বর্ণ
খ) শব্দ
গ) অক্ষর
ঘ) ধ্বনি

50976. . কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

ক) ৫/৬
খ) ১২/১৫
গ) ১১/১৪
ঘ) ১৭/২১

50980. (০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ = ?

ক) ০.৪
খ) ০.০৪
গ) ০.০০৪
ঘ) কোনোটিই নয়

50981. ১৬.৫ এর ১.৩% কত?

ক) ২.১৪৫
খ) ২১.৪৫
গ) ০.০২১৪৫
ঘ) ০.২১৪৫

50982. অনুপাত কী?

ক) একটি পূর্ণ সংখ্যা
খ) একটি মৌলিক সংখ্যা
গ) একটি ভগ্নাংশ
ঘ) একটি জোড় সংখ্যা

50990. ২৫৩ ডিগ্রী কোণকে কি কোণ বলে?

ক) সূক্ষ্মকোণ
খ) স্থুলকোণ
গ) পূরককোণ
ঘ) প্রবৃদ্ধকোণ

50996. চিন্তার সঙ্গে মস্তিস্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়---

ক) সেরিব্রাম
খ) সেরিবেলাম
গ) মেডুলা
ঘ) স্পাইনাল কর্ড

50997. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?

ক) ৭ মার্চ ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১০ এপ্রিল ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
Note : বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয় ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল। আর স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১।

50998. GIS এর অর্থ কি?

ক) Geographic Information Service
খ) Geographic Information System
গ) Global Information Service
ঘ) Global Information System

50999. ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?

ক) সুইজারল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ব্রাজিল

51000. নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?

ক) নাসের হুসেইন
খ) এলান বর্ডার
গ) রিচার্ড হ্যাডলী
ঘ) গ্যারি কারেস্টেন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore