বিষয়ঃ Other

51051. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে?

ক) রফিক আজাদ
খ) শঙ্খ ঘোষ
গ) শক্তি চট্রোপাধ্যায়
ঘ) শামসুর রহমান

51052. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি' - এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

ক) অসহায়ত্ব
খ) বিরক্তি
গ) কালের বিস্তার
ঘ) পৌনঃপুনিকতা

51053. 'Attested' শব্দের বাংলা পরিভাষা কি?

ক) প্রত্যায়িত
খ) সত্যায়িত
গ) প্রত্যয়িত
ঘ) সত্যয়িত

51054. ঐ খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে' - কে এই দামাল ছেলে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) কালাম পাশা
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) সুভাষ বসু

51055. . 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা? Created: 1 year ago | Updated: 1 week ago

ক) এস. ওয়াজেদ আলী
খ) আবুল হাসেম
গ) আবুল মনসুর আহমেদ
ঘ) আবুল হোসেন

51056. 'সপ্তকাণ্ড রামায়ন' বাগধারার অর্থ কি?

ক) রামায়নের সাত পর্ব
খ) রামায়নে বর্ণিত বৃক্ষ
গ) রামায়নে বর্ণিত সাতিটি সমুদ্র
ঘ) বৃহৎ বিষয়

51057. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?

ক) বিসমীভবন
খ) সমীভবন
গ) ব্যঞ্জনদ্বিত্ব
ঘ) ব্যঞ্জন বিকৃতি

51058. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?

ক) কাঁদো নদী কাঁদো
খ) নেকড়ে অরণ্য
গ) রাঙা প্রভাত
ঘ) প্রদোষে প্রাকৃতজন

51059. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

ক) বাংলাদেশ
খ) নেপাল
গ) উড়িষ্যা
ঘ) ভুটান

51060. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্টপোষকতা লাভ করেন?

ক) সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ
খ) কোরেশী মাগন ঠাকুর
গ) সুলতান বরবক শাহ
ঘ) জমিদার নিজাম শাহ

51061. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?

ক) মাওলানা ভাসানী
খ) আবুল ফজল
গ) শহীদুল্লা কায়সার
ঘ) শেখ মুজিবুর রহমান

51062.

মানসী দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?

ক) মনসামঙ্গল
খ) মনসাবিজয়
গ) পদ্মাপুরাণ
ঘ) পদ্মাবতী
Note :

মনসামঙ্গলের একজন সর্বাধিক প্রচারিত কবি হিসাবে বিজয়গুপ্ত - এর খ্যাতি। তার মনসামঙ্গল (বা পদ্মাপুরাণ) বাংলার জনপ্রিয় কাব্যগুলির মধ্য অন্যতম। গল্পরস সৃজনে, করুণরস ও হাস্যরসের প্রয়োগে, সামাজিক ও রাষ্ট্রিক জীবনের পরিচয়ে, চরিত্র চিত্রণে এবং পাণ্ডিত্যের গুণে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ একটি জনপ্রিয় কাব্য।

51063. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

ক) বেগম রোকেয়া
খ) কাদম্বরী দেবী
গ) স্বর্ণকুমারী দেবী
ঘ) নুরুন্নাহার ফয়জুননেসা

51065. 'রুখের তন্তুলি কুমীরে খাই' - এর অর্থ কী?

ক) তেজি কুমিরকে রুখে দেওয়া
খ) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গ) গাছের তেঁতুল কুমিরে খায়
ঘ) ভুল থেকে শিক্ষা নিতে হয়

51066. কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

ক) হিত্তিক ও তুখারিক
খ) তামিল ও দ্রাবিড়
গ) আর্য ও অনার্য
ঘ) মাগধী ও গৌড়

51067. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

ক) করণ কারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

51068. 'নীল লোহিত' কোন লেখকের ছদ্মনাম?

ক) অরুণ মিত্র
খ) সমরেশ বসু
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ) সমররেশ মজুমদার

51069. ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?

ক) 'তেইশ নম্বর তৈলচিত্র'
খ) 'ক্ষুধা ও আশা'
গ) 'কর্ণফুলি'
ঘ) 'ধানকন্যা'

51070. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী

ক) পণ্ডিত
খ) বিদ্যাসাগর
গ) শাস্ত্রজ্ঞ
ঘ) মহামহোপাধ্যায়

51072. 'তাতে সমাজজীবন চলে না ।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?

ক) তাতে সমাজজীবন চলে ।
খ) তাতে না সমাজজীবন চলে ।
গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে ।
ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে ।

51074. কোনটি নামধাতুর উদাহরণ?

ক) চল্‌
খ) কর্‌
গ) বেতা
ঘ) পড়্‌

51075. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-

ক) ১৯ ফেব্রুয়ারী ১৯২২
খ) ১৯ জানুয়ারী ১৯২৬
গ) ১৯ মার্চ ১৯২৬
ঘ) ২৬ মার্চ ১৯২৭

51076. 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ?

ক) পর্তুগিজ
খ) ফরাসি
গ) আরবি
ঘ) ফারসি

51077. ‘অধিত্যকা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) উপত্যকা
খ) ধিত্যকা
গ) পার্বত্য
ঘ) সমতল

51078. ‘ঐহিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ঈদৃশ
খ) পারত্রিক
গ) মাঙ্গলিক
ঘ) আকস্মিক

51079. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

ক) পদাবলী
খ) গীতগোবিন্দ
গ) চর্যাপদ
ঘ) চৈতন্যজীবনী

51080. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে

ক) বাক-প্রতঙ্গ
খ) অঙ্গধ্বনি
গ) স্বরতন্ত্রী
ঘ) নাসিকাতন্ত্র

51081. ‘আমার জ্বর জ্বর লাগছে’ এখানে ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-

ক) দ্বিরুক্ত শব্দ
খ) সমার্থক শব্দ
গ) যুগ্নশব্দ
ঘ) শব্দদ্বিত্ব

51082. ‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়

ক) কৃষ্ + তি
খ) কৃষ্ + টি
গ) কৃ + ইষ্টি
ঘ) কৃষ্ + ইষ্টি

51083. ‘উলুবনে মুক্তা ছড়ানো’ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে

ক) প্রবাদ প্রবচন
খ) এককথায় প্রকাশ
গ) ভাবসম্প্রসারণ
ঘ) বাক্য সংকোচন

51084. ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো

ক) ন্যায়বাগীশ
খ) নৈয়ায়িক
গ) ন্যায়পাল
ঘ) ন্যায়ঋদ্ধ

51086. কোনটি শুদ্ধ নয়?

ক) যন্ত্রনা
খ) শূদ্র
গ) সহযোগিতা
ঘ) স্বতঃস্ফূর্ত

51087. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?

ক) দক্ষিণ তালপট্টি
খ) সেন্টমার্টিন
গ) নিঝুম দ্বীপ
ঘ) ভোলা

51088. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
খ) মহান যে পুরুষ = মহাপুরুষ
গ) কুসুমের মতো কোমল = কুসুমকোমল
ঘ) জায়া ও পতি = দম্পতি

51089. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?

ক) অনুচ্ছেদ ২২
খ) অনুচ্ছেদ ২৩
গ) অনুচ্ছেদ ২৪
ঘ) অনুচ্ছেদ ২৫

51090. ‘Notification’ এর বাংলা পরিভাষা কোনটি?

ক) বিজ্ঞাপন
খ) বিজ্ঞপ্তি ফলক
গ) বিজ্ঞপ্তি
ঘ) প্রজ্ঞাপন

51091. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) মোহাম্মদ উল্লাহ
গ) তাজউদ্দিন আহমেদ
ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী

51093. মহাকবি আলাওল রচিত কাব্য-

ক) চন্দ্রবতী
খ) পদ্মাবতী
গ) মধুমালতী
ঘ) লাইলী মজনু

51094. লাহোরে অনুষ্ঠিত OIC সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?

ক) ২০ - ২১ ফেব্রুয়ারি ১৯৭৪
খ) ২৩ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
গ) ২৫ - ২৬ ফেব্রুয়ারি ১৯৭৪
ঘ) ২৭ - ২৮ ফেব্রুয়ারি ১৯৭৪

51095. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?

ক) বাংলা
খ) সংষ্কৃত
গ) হিন্দি
ঘ) অস্ট্রিক

51096. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?

ক) রাঙ্গামাটি
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) সিলেট

51097. ‘উদ্বাসন’ শব্দের অর্থ কী?

ক) বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি
গ) অজ্ঞাত বিষয় প্রকাশ করা
ঘ) বিকাশ

51098. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?

ক) ৭ মার্চ ১৯৭৩
খ) ১৭ মার্চ ১৯৭৩
গ) ২৭ মার্চ ১৯৭৩
ঘ) ৭ মার্চ ১৯৭৪

51099. ‘কীত্তনখোলা’ নাটকটির বিষয়

ক) যন্ত্রণাদগ্ধ শহরজীবন
খ) স্নিগ্ধ-শ্যামল প্রকৃতি রূপ
গ) লোকায়ত জীবন-সংস্কৃতি
ঘ) দেশ বিভাগজনিত জীবন যন্ত্রণা

51100. কে বীরশ্রেষ্ঠ নন?

ক) হামিদুর রহমান
খ) নূর মোহাম্মদ শেখ
গ) মুন্সী আব্দুর রহিম
ঘ) মোস্তফা কামাল

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore