বিষয়ঃ Other

51201. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) এ কে ফজলুল হক
গ) খাজা নাজিমউদ্দীন
ঘ) আবুল হাশেম
Note : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী । ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (২৪ এপ্রিল ১৯৪৭ - ১৪ আগস্ট ১৯৪৭) । আর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক (১৯৩৭) । আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

51205. প্রকৃতি বলতে কি বোঝায়?

ক) ধাতুর মূল
খ) শব্দের মূল
গ) প্রত্যয়যুক্ত শব্দ
ঘ) শব্দ ও ধাতুর মূল

51206. ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) ভূগোল + ষিক
খ) ভূগোল + ষ্ণিক
গ) ভূগোল + ষীক
ঘ) ভূগোল + ষ্ণীক

51207. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ?

ক) সান্ধ্য প্রকৃতি
খ) ক্রিয়া প্রকৃতি
গ) নাম প্রকৃতি
ঘ) নৈশ প্রকৃতি

51208. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় ?

ক) জন + অক
খ) রাঁধ + উনি
গ) কাঁদ + না
ঘ) ছাপা + খানা

51209. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক) বাংলা ১১৭৬ সালে
খ) বাংলা ১০৭৬ সালে
গ) ইংরেজি ১৮৭৬ সালে
ঘ) বাংলা ১৩৭৬ সালে

51210. উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড ওয়্যাভেল

51212. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক) ১৯০৬
খ) ১৯১১
গ) ১৯১৬
ঘ) ১৯৪৫

51216. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক) বাক + দান = বাগদান
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর
ঘ) সম + সার = সংসার

51217. ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অন্য+আন্য
খ) অন্যা+অন্য
গ) অন্য+অন্য
ঘ) অন্যা+অন্যা

51218. ‘পর্যন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পর+যন্ত
খ) পরি+অন্ত
গ) পর্য+অন্ত
ঘ) পর্য+ন্ত

51219. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?

ক) লর্ড কর্নওয়ালিস
খ) রাজা রামমোহন রায়
গ) লর্ড বেণ্টিক
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

51220. উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড ওয়্যাভেল

51221. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলান্দাজর
ঘ) পর্তুগীজরা

51226. ঋ, র, ষ এর পরে কি হয় ?

ক) ণ
খ) ন্ন
গ) ন
ঘ) ন্য

51229. ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয়?

ক) ১২০১ সালে
খ) ১৩২০ সালে
গ) ১৫২৬ সালে
ঘ) ১৬১০ সালে

51230. প্রথম ডিজিটাল জেলা-

ক) ঢাকা
খ) সিলেট
গ) গোপালগঞ্জ
ঘ) যশাের

51231. বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার-

ক) মাহবুবে আলম
খ) বিচারপতি এম ইদ্রিস
গ) সৈয়দ মাহমুদ হােসেন
ঘ) এ.এস.এম সায়েম

51232. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?

ক) ০৭ মার্চ, ১৯৭৩
খ) ০৫ মার্চ, ১৯৭৩
গ) ০৬ এপ্রিল, ১৯৭৩
ঘ) ১১ এপ্রিল, ১৯৭৩

51233. বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন-

ক) যুগােশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
খ) শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান
গ) মালদ্বীপের রাষ্ট্রপ্রধান
ঘ) ভারতীয় রাষ্ট্রপ্রধান

51234. বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?

ক) জয়া চাকমা
খ) সালমা আক্তার
গ) সাবিনা খাতুন
ঘ) মাসুরা পারভীন

51235. কে ভাষা শহীদ নন?

ক) নূর হোসেন
খ) রফিক
গ) জব্বার
ঘ) সালাম

51236. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক) ৩১ জানুয়ারী ১৯৫২
খ) ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ) ২০ জানুয়ারী ১৯৫২

51239. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়-

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫১ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫২ সালে

51240. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -

ক) সম্রাট আকবর
খ) শেরশাহ্‌
গ) লক্ষন সেন
ঘ) বাদশাহ্‌ শাজাহান

51241. সরকারি মুদ্রায় কার স্বাক্ষর থাকে?

ক) প্রধানমন্ত্রীর
খ) প্রেসিডেন্টের
গ) অর্থমন্ত্রীর
ঘ) অর্থসচিবের

51242. বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত ?

ক) ধানমন্ডি
খ) সেগুনবাগিচা
গ) মিরপুর
ঘ) বেইলি রোড

51243. জাতীয় শোক দিবস -

ক) ২৬ মার্চ
খ) ১৫ আগস্ট
গ) ২৪ সেপ্টেম্বর
ঘ) ২১ ফেব্রুয়ারি

51244. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রথম শহীদ--

ক) আব্দুস সালাম
খ) আব্দুল জাব্বার
গ) রফিক উদ্দিন
ঘ) উপরের কেউ না

51245. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৭ সালে

51246. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন ?

ক) র‍্যাডক্লিফ
খ) কামরুল হাসান
গ) জেমস রেনেল
ঘ) শিব নারায়ণ

51247. জাতীয় গ্রন্থাগার দিবস কবে?

ক) ১০ ফেব্রুয়ারি
খ) ১৫ ফেব্রুয়ারি
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ৫ ফেব্রুয়ারি

51248. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

ক) গরু
খ) ছাগল
গ) গয়াল
ঘ) রয়েল বেঙ্গল টাইগার

51249. জাতীয় সংহতি দিবস কোনটি ?

ক) ১৬ ডিসেম্বর
খ) ২৬ মার্চ
গ) ১ বৈশাখ
ঘ) ৭ নভেম্বর

51250. বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীতের রচয়িতা যথাক্রমে -

ক) কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম
গ) কাজী নজরুল ইসলাম ও শামসুর রহমান
ঘ) শামসুর রহমান ও কাজী নজরুল ইসলাম

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore