বিষয়ঃ Other

51251. প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে ?

ক) গুপ্তযুগ
খ) মৌর্য যুগ
গ) পাল যুগ
ঘ) সেন যুগ

51252. কোনটি প্রাচীন নগরী নয় ?

ক) কর্ণসুবর্ণ
খ) উজ্জয়িনি
গ) বিশাখাপত্তম
ঘ) পাটলিপুত্র

51253. চন্দ্রগুপ্ত এর রাজধানী কোনটি ?

ক) পাটলিপুত্র
খ) গৌড়
গ) অবন্তি
ঘ) দিল্লী

51255. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?

ক) বারের যুদ্ধ
খ) কলিঙ্গের যুদ্ধ
গ) পানিপথের যুদ্ধ
ঘ) হিদাস্পিসের যুদ্ধ

51256. অশোক কোন বংশের সম্রাট ছিলেন?

ক) মৌর্য
খ) গুপ্ত
গ) কুশান
ঘ) সেন

51257. অর্থশাস্ত্র এর রচয়িতা কে ?

ক) বানভত্ত
খ) মেগাস্থিনিস
গ) কৌটিল্য
ঘ) আনন্দভট্ট

51258. মেগাস্থিনিস কার রাজসভায় গ্রীক দূত ছিলেন ?

ক) ধর্মপাল
খ) চন্দ্রগুপ্ত
গ) অশক
ঘ) শমুদ্রগুপ্ত

51259. বরেন্দ্রভূমি নামে পরিচিত----

ক) ময়নামতি ও লালমাই পাহার
খ) মধুপুর ও ভাওয়াল গর
গ) সুন্দরবন
ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

51260. সমতট জনপদ কোথায় অবস্থিত?

ক) রংপুর অঞ্চল
খ) খুলনা অঞ্চল
গ) সিলেট অঞ্চল
ঘ) কুমিল্লা অঞ্চল

51261. প্রাচীন কালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হত?

ক) বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল
গ) ঢাকা ও ময়মনসিংহ
ঘ) বৃহত্তম সিলেট অঞ্চল

51262. কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে ?

ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক

51264. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

ক) গিয়াসউদ্দীন আযম শাহ
খ) আলাউদ্দীন হুসেন শাহ
গ) ফখরুদ্দীন মোবারক শাহ
ঘ) ইলিয়াস শাহ

51265. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?

ক) ফকরুদ্দিন মুবারক শাহ
খ) শামসুদ্দিন ইলিয়াস শাহ
গ) আকবর
ঘ) ঈশা খান
Note : শামসুদ্দিন ইলিয়াস শাহ এর সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে পরিচিত হয়।

51266. ইলিয়াস শাহ সোনারগাঁও জয় করেন-

ক) ১৩২৪ সালে
খ) ১৩০৪ সালে
গ) ১৩৪২ সালে
ঘ) ১৩৫২ সালে

51267. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম -

ক) সমতট
খ) পুণ্ড্র
গ) বঙ্গ
ঘ) হরিকেল

51268. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?

ক) আকবরনামা
খ) আলমগীরনামা
গ) আইন-ই-আকবরী
ঘ) তুজুক-ই-আকবর

51269. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?

ক) শের শাহ
খ) আকবর
গ) জাহাঙ্গীর
ঘ) আওরঙ্গজেব

51270. বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?

ক) মীর জুমলা
খ) ইসলাম খান
গ) মান সিংহ
ঘ) শায়েস্তা খাঁ

51271. ২ এর কত শতাংশ ৮ হবে?

ক) ২০০
খ) ৪০০
গ) ৩৪৫
ঘ) ৩০০

51275. শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক) বর্ণদ্বিত্ব
খ) বিষমীভবন
গ) অভিশ্রুতি
ঘ) বর্ণবিকৃতি

51276. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?

ক) স্বরসঙ্গতি
খ) অভশ্রুতি
গ) সপ্রকর্ষ
ঘ) বিপ্রকর্ষ

51277. টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?

ক) অসমীভবন
খ) সমীভবন
গ) বর্ণচ্যুতি
ঘ) বিষমীভবন

51278. অপিনিহিত শব্দ পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে?

ক) নামধাতু
খ) অন্তর্হতি
গ) অভিশ্রুতি
ঘ) যোগরূঢ় শব্দ
Note : BCS Target Apps দিয়ে খুব সহজে পরিক্ষা দিন । মনে রাখবেন BCS Target website / apps এর সকল কোর্স একদম ফ্রি । BCS Target ইউটিউব চ্যানেলে চাকরির প্রস্তুতির জন্য গণিত সহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে

51279. বরেন্দ্রভূমি নামে পরিচিত----

ক) ময়নামতি ও লালমাই পাহার
খ) মধুপুর ও ভাওয়াল গর
গ) সুন্দরবন
ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

51280. কৌটিল্য কার নাম ?

ক) প্রাচীন রাজনিতিবিদ
খ) রাজ কবি
গ) প্রাচীন অর্থনীতিবিদ
ঘ) পণ্ডিত

51281. কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে ওঠেছে ?

ক) নেগ্রিটো
খ) ভোটচীন
গ) দ্রাবিড়
ঘ) অস্ট্রিক

51285. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?

ক) ২ টি
খ) ৪ টি
গ) ৩ টি
ঘ) ৫ টি

51287. ত, থ, দ, ধ, ন হচ্ছে-

ক) তালব্যবর্ণ
খ) কণ্ঠবর্ণ
গ) দন্ত্যবর্ণ
ঘ) মূর্ধন্যবর্ণ

51289. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ?

ক) ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ) হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ) ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ) আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়

51290. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ-

ক) মঙ্গোলয়েড
খ) সেমাটিড
গ) অস্ট্রোলয়েড
ঘ) ককেশীয়

51291. সমতট জনপদ কোথায় অবস্থিত?

ক) রংপুর অঞ্চল
খ) খুলনা অঞ্চল
গ) সিলেট অঞ্চল
ঘ) কুমিল্লা অঞ্চল

51292. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?

ক) সোনারগাঁও
খ) বিক্রমপুর
গ) পুণ্ড্র
ঘ) গোপালগঞ্জ

51295. ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি

51296. ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?

ক) মনোএল-দ্য-আসসুম্পসাঁও
খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ) জন বিমস
ঘ) উইলিয়াম কেরি

51297. বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?

ক) উইলিয়াম কেরি
খ) এডওয়ার্ড ডিমোক
গ) শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
ঘ) প্রমথ চৌধুরী

51298. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?

ক) বঙ্গকামরূপী
খ) সংস্কৃতি
গ) হিন্দি
ঘ) উড়িয়া

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore