বিষয়ঃ Other

51401. ”পদ্ধতি”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পদ + ধতি
খ) পদ্‌ + হতি
গ) পৎ + ধতি
ঘ) পথ + ধতি

51402. ”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?

ক) করণে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) কর্তৃকারকে ৭মী
ঘ) অপাদানে ৭মী

51403. কোন বানানটি শুদ্ধ?

ক) নিঢরহ
খ) নীরিহ
গ) নীরীহ
ঘ) নিরীহ

51404. যা নিন্দার যোগ্য নয়---

ক) নিন্দনীয়
খ) প্রশংসনীয়
গ) অনিন্দ্য
ঘ) প্রশংসার যোগ্য

51405. . ভুল বানান কোনটি?

ক) সমিতি
খ) প্রতীতি
গ) জামিতি
ঘ) প্রকৃতি

51406. ”যার বাসস্থান নেই”--- বাক্যের এক কথায় প্রকাশ কি?

ক) অনিকেতন
খ) উদ্বাস্তু
গ) অনুজ
ঘ) একাহারী

51407. ”মুখ তোলা” বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?

ক) নিজের মুখ উপরে তোলা
খ) অন্যের মুখ তুলে ধরা
গ) প্রসন্ন হওয়া
ঘ) নষ্ট করা

51408. ”গুড়ে বালি” কথাটির অর্থ কি?

ক) বাতাসে বালি
খ) আশায় নৈরাশ্য
গ) ভালোতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল

51409. f নির্মল-এর বিপরীতার্থক শব্দ কি?

ক) প্রফুল্ল
খ) বিশুদ্ধ
গ) পঙ্কিল
ঘ) কোনোটিই নয়

51410. ”মনীষা” শব্দের বিপরীত অর্থ---

ক) নির্বোধ
খ) প্রভা
গ) মনস্বিতা
ঘ) স্থিরতা

51411. ”বামেতর” শব্দটির অর্থ

ক) বামচোখ
খ) ইতর
গ) বামদিক
ঘ) ডান

51412. ”পয়জার” এর সমার্থক শব্দ কোনটি?

ক) ছুতার
খ) পাদুকা
গ) উন্মাদ
ঘ) দাঁড়িপাল্লা

51414. ”মহর্ষি” কোন সমাস?

ক) কর্মধারয়
খ) দ্বন্দ্ব
গ) তৎপুরুষ
ঘ) দ্বিগু

51415. বাংলাদেশের প্রথম সংবাদপত্র-

ক) আজাদ
খ) সমাচার দর্পন
গ) বঙ্গদর্শন
ঘ) বেঙ্গল গেজেট
Note : ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।

51416. ”প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা--

ক) আহসান হাবিব
খ) মহাদেব সাহা
গ) আলাউদ্দীন আল আজাদ
ঘ) শামসুর রাহমান

51417. জসীমউদ্‌দীনের নাটক--

ক) বেদের মেয়ে
খ) রাখালী
গ) মাটির কান্না
ঘ) বোবা কাহিনী

51418. "A search for identity"- বইটি কার লেখা?

ক) কবির চৌধুরী
খ) মেজর আব্দুল জলিল
গ) মেজর রফিকুল ইসলাম
ঘ) সিরাজুল ইসলাম

51419. "দৃষ্টিহীন” কার ছদ্মনাম?

ক) প্যারিচাঁদ মিত্র
খ) মধুসূদন দত্ত
গ) মধুসূদন মজুমদার
ঘ) বিহারীলাল চক্রবর্তী

51420. I would like --- information , please .

ক) some
খ) few
গ) a
ঘ) an

51422. Synonym for 'Magnificent" ?

ক) Impressive
খ) Splendid
গ) Beautiful
ঘ) Interesting

51423. রুপান্তরিত পাতার উদাহরণ কোনটি?

ক) নারিকেল পাতা
খ) আকর্ষী
গ) জবা পাতা
ঘ) গোল পাতা

51424. আকাশে চাঁদ উঠেছে এখানে 'আকাশে ' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে সপ্তমী
খ) সম্প্রদানে চতুর্থী
গ) করণে ষষ্ঠী
ঘ) কর্মে শুন্য

51425. 'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) সমঃ + লাপ
খ) সম্ + লাপ
গ) সং + লাপ
ঘ) সং + আলাপ

51426. কোনটি Present Perfect tense - এর উদাহরণ?

ক) I had the news.
খ) I shall have the news
গ) I have had the news.
ঘ) I have the news.

51427. log²₈=কত?

ক) 1/2
খ) 2/3
গ) 1/3
ঘ) 1

51430. কোনটি অর্থ-তৎসম শব্দ?

ক) গেঞ্জি
খ) গিন্নী
গ) লুঙ্গি
ঘ) হস্তী

51431. I have no pen to write-

ক) in
খ) smooth
গ) well
ঘ) with

51432. "The Captain ordered the soldiers to march on " বাক্যটির direct speech:

ক) The captain asked, "Soldiers, march on ".
খ) The Captain said, to the solders, "Please march on ".
গ) The Captain said, "Soldiers, I asked you to march on ".
ঘ) The Captain said to the soldiers, " March on ".

51434. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক) বাংলা ১২৭৬ সালে
খ) বাংলা ১০৭৬ সালে
গ) বাংলা ১১৭৬ সালে
ঘ) বাংলা ১৯৬৬ সালে

51435. "আবার আসিব ফিরে" কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক) রুপসী বাংলা
খ) ঝরা পালক
গ) বনলতা সেন
ঘ) ধূসর পাণ্ডুলিপি

51436. (-1)×(-1)×(-1)_+(-1)(-1)=কত?

ক) 0.
খ) 2
গ) 1
ঘ) -2

51438. Fifty kg -- really a heavy weight to carry.

ক) is
খ) were
গ) are
ঘ) was

51440. log5x=3 হলে x = কত?

ক) 120
খ) 125
গ) 225
ঘ) 375

51443. IMF .

ক) International Maritime Federation
খ) International Monetary Fund
গ) International Marketing Forum
ঘ) International Management Federation

51444. What is the plural form of

ক) they
খ) these
গ) those
ঘ) Try your self

51445. 'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মৃত + ময়
খ) মৃন + ময়
গ) ম্রত + ময়
ঘ) মৃৎ + ময়

51446. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) আভাস
খ) গরমিল
গ) অজানা
ঘ) বেমালুম

51448. কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়?

ক) অন্তরীক্ষ
খ) বারিদ
গ) জলদ
ঘ) জীমূত

51450. Choose the correct sentence :

ক) We were discussing totally about the matter.
খ) We were discussing about the matter
গ) We were discussing about the whole matter .
ঘ) We were discussing the matter.

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore