বিষয়ঃ Other

51401. Which one in the correct indirect narration? “Why have you beaten my dog”? he said to me.

ক) He demanded me why had I beaten his dog
খ) He asked me why I have had beaten his dog
গ) He demanded of me why I had beaten his dog
ঘ) He enquired me why had I had beaten his dog

51402. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কোনটিকে?

ক) নৈতিকতাকে
খ) বিশ্বাসকে
গ) সাম্যকে
ঘ) স্বাধীনতাকে

51403. ‘নারী ও শিশু নির্যাতন’ আইন পাশ হয় কত সালে?

ক) ১৯৯৫ সালে
খ) ২০০০ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯৪ সালে

51404. কোনটির অভাবে মানুষ দুর্নীতি করে?

ক) শিক্ষা
খ) দেশপ্রেম
গ) বুদ্ধি
ঘ) জ্ঞান

51405. গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশে একান্ত অপরিহার্য কোনটি?

ক) সামাজিক ন্যায় বিচার
খ) শৃঙ্খলাবোধ
গ) সহমর্মিতা
ঘ) সহনশীলতা

51406. সভ্য সমাজের মানদণ্ড হলো-

ক) গণতন্ত্র
খ) বিচার ব্যবস্থা
গ) সংবিধান
ঘ) আইনের শাসন

51407. Choose the right passive form of " Who will pay him ?"

ক) Who will be paid him ?
খ) Who would be paid him ?
গ) Whom he will be paid ?
ঘ) By whom will he be paid ?

51408. Transform into passive voice - "I play football."

ক) Football is played by me.
খ) Football has been played by me.
গ) Football is being played by me.
ঘ) Football was played by me.

51409. Change the voice of 'Never tell a lie' ?

ক) Let not a lie ever be called
খ) Let a lie never be told
গ) Le a lie not ever be told
ঘ) Let never be told a lie

51410. Choose the correct sentence.

ক) You mistake hold this idea
খ) You mistake in holding this idea
গ) You are mistaken in holding this idea
ঘ) You are mistaken to hold this idea

51411. You will be helped by me, বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে ?

ক) I shall have helped you
খ) I should help you
গ) I shall help you
ঘ) I must help you

51412. Help your friend. বাক্যেটির Passive form হবে -----?

ক) Your friend is helped you
খ) Let you help your friend
গ) You are asked to helped your
ঘ) Let your friend be helped by you

51413. What is the passive form of the sentence 'He annoyed me' ?

ক) I was annoyed by him
খ) I was annoyed by himself
গ) I was annoyed to him
ঘ) I was annoyed with him

51414. 'Whom did they accuse? ' Choose the right passive voice ---

ক) Who was accused by them?
খ) Who had been accused by them?
গ) Who was being accused by them?
ঘ) Who has been accused by them?

51415. The correct passive form of the sentence " they laugh at us " is ----?

ক) we are laughed at them
খ) we are laughed at with them
গ) we are laughed by them
ঘ) we are laughed at by them

51416. He is writing a letter . বাক্যেটির Passive form হবে -----?

ক) A letter is written by him
খ) A letter was written by him
গ) A letter was being written by him
ঘ) A letter is being written by him

51417. Chapal has made tea. Make it passive voice.

ক) Tea is being made by Chapal
খ) Tea was being made by Chapal
গ) Tea has been made by Chapal
ঘ) Tea have been made by Chapal

51418. Change the voice of the sentence ' Shut the door' -

ক) The door should be shut
খ) The door should be shuttled
গ) Let the door be shut
ঘ) Let the door be shutted

51419. Who can do it . বাক্যেটির Passive form হচ্ছে -----?

ক) By whom can it be did
খ) By whom can it be do
গ) By whom could it be done.
ঘ) By whom can it be done

51420. "Who will help you ". বাক্যেটির Passive form হবে -----?

ক) By whom will you be helped ?
খ) By whom you will be helped ?
গ) By whom would you be helped ?
ঘ) By whom you would be helped ?

51421. I known him. বাক্যেটির Passive form হচ্ছে -----?

ক) He is known by me
খ) He was known to me
গ) He has been known by me
ঘ) He is known to me

51424. গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ক) নির্বাচন
খ) আইনের শাসন
গ) বহুদলীয় ব্যবস্থা
ঘ) সরকারের জবাদিহিতা

51425. ১৯৯৫ সালে বেজিং এ অনুষ্ঠিত ৪ র্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?

ক) নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
খ) বিশ্বের নারীরা এক হও
গ) নারীর অধিকার মানবাধিকার
ঘ) নারী নির্যাতন বন্ধ কর

51426. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে-

ক) আর্জেন্টিনা
খ) ব্রাজিল
গ) ইতালি
ঘ) ফ্রান্স

51427. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক) ব্রাজিল
খ) রাশিয়া
গ) যুক্তরাজ্য
ঘ) কাতার

51428. বিখ্যাত ফুটবলার 'পেলের' জন্ম হয়-

ক) আর্জেন্টিনা
খ) ব্রাজিল
গ) ইতালি
ঘ) উরুগুয়ে

51429. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে হ্যাট্রিক করা একমাত্র ক্রিকেটার কে?

ক) শেন ওয়ার্ন
খ) ওয়াসিম আকরাম
গ) তাইজুল ইসলাম
ঘ) ওয়াকার ইউনুস
Note : ক্রিকেট ইতিহাসে অভিষেকেই হ্যাট্রট্রিক করা একমাত্র ক্রিকেটার তাইজুল ইসলাম। ২০১৪ সালে ডিসেম্বর মাসে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি এই গৌরব অর্জন করেন।

51430. "If winter comes, can spring be far behind?" These lines were written by _.

ক) Keats
খ) Forst
গ) Eliot
ঘ) Shelley
Note : "If winter comes, can spring be far behind?"----Shelley

51431. If he runs fast, he—win the prize.

ক) Would
খ) will
গ) can
ঘ) could
Note : If যুক্ত clause টি যদি present indefinite tense হয়, তাহলে পরের clause টি future indefinite tense হয়। Do it vice-versa. (if needed).

51432. If I –a bicycle, I—ride it every day.

ক) Wish, will
খ) had been, would
গ) had, would
ঘ) wish, would

51433. If Napoleon had not invaded Russia, he---the rest of Europe.

ক) Had conquered
খ) would conquer
গ) conquered
ঘ) would have conquered
Note : If যুক্ত clause টি যদি past perfect tense হয়, অর্থাৎ if+sub+had+past participle থাকলে, অন্য clause টির subject এরপর would have/could have/might have বসে এবং verb এর past participle form হয়। Do it vice-versa. (if needed).

51434. It would be pleasant if we---where to go.

ক) Know
খ) knew
গ) known
ঘ) knows
Note : If যুক্ত clause টি past indefinite tense হলে, অন্য clause টির subject এরপর would/could/might বসবে এবং verb এর present form হবে। Do it vice-versa. (if needed).

51435. Had I known in advance, I---enough money.

ক) Would take
খ) will take
গ) took
ঘ) would have taken
Note : Had+sub+past participle থাকলে, অন্য clause টির subject এরপর would have/could have/might have বসবে এবং verb এর past participle form হবে।

51436. Water boils---you heat it to 100 degree Centigrade.

ক) Unless
খ) until
গ) although
ঘ) if
Note : Structure of zero conditional: If+present simple+present simple. সাধারণত চিরন্তন সত্য (universal truth), Scientific Truth, অভ্যাসগত সত্য অর্থ প্রকাশের ক্ষেত্রে এবং নিশ্চয়তামূলক অর্থ প্রকাশ করে।

51437. If my brother was here, he—what to do.

ক) Has known
খ) will known
গ) knew
ঘ) would know

51438. I’ll write down the phone number---I forget.

ক) If
খ) unless
গ) even though
ঘ) in case

51440. The ____ you worry. the better.

ক) much
খ) more
গ) little
ঘ) less

51441. Complete the following sentence: "Had I known you were waiting outside,I_____

ক) would be inviting you to come in
খ) would have invited you to come in
গ) had invited you to come in
ঘ) would invite you to come in

51443. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক কে ছিলেন?

ক) জেনারেলআইসেনহাওয়ার
খ) লর্ড চার্চিল
গ) জেনারেল ম্যাকআর্থার
ঘ) থিওডোর রুজভেল্ট

51445. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

ক) ১৯১৪
খ) ১৯১৬
গ) ১৯৪৫
ঘ) ১৯১৮
Note : ১১ নভেম্বর ১৯১৮ প্যারিস চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় । আর এ যুদ্ধ শুরু হয়েছিল ২৮ জুলাই ১৯১৪-এ।

51447. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহনকারী বহুল আলোচিত 'রেড আর্মি' কোন দেশের?

ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানি
গ) রাশিয়া
ঘ) জাপান
Note : দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহনকারী বহুল আলোচিত 'রেড আর্মি' জাপানের গেরিলা সংঘটন।

51448. পলিসি অব ব্লাড এন্ড আয়রন নীতির প্রবর্তক কে?

ক) এডলফ হিটলার
খ) লিও ভন ব্যাঙ্গরিভি
গ) ফ্রান্স ভন পাপেন
ঘ) অটোভন বিসমার্ক
Note : পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন হলো সামরিক শক্তির উপর নির্ভরশীলতা। অটোভন বিসমার্ক ১৮৬২ সালে প্রশিয়ার (বর্তমান জার্মানি) প্রধানমন্ত্রী ও ১৮৭১ সালে চ্যান্সেলর নিযুক্ত হয়ে সামরিক শক্তিপ্রয়োগ তথা যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানির ঐক্য গড়তে সচেষ্ট হন। আর এটিই পলিসি অব ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত।

51449. মৈত্রী আতাতে ছিল না কোন দেশ?

ক) ফ্রান্স
খ) তুরস্ক
গ) ইংল্যান্ড
ঘ) রাশিয়া
Note : ফ্রান্স,ইংল্যান্ড,রাশিয়া মৈত্রী আতাত তথা মিত্র শক্তির দেশ। আর তুরস্ক মৈত্রী বা অক্ষ শক্তির দেশ।

51450. যুক্ত্ররাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়

ক) ১৯১৭
খ) ১৯১৮
গ) ১৯১৬
ঘ) ১৯১৫
Note : আটলান্টিক মহাসাগরে মার্কিন জাহাজ কে ব্রিটিশ জাহাজ মনে করে জার্মান নৌ বাহিনী ১৯১৭ সালের ৬ এপ্রিল আক্রমন করলে ঐ দিনই যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore