বিষয়ঃ Other

51551. ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) টেকচাঁদ ঠাকুর

51552. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক) আলালের ঘরের দুলাল
খ) দুর্গেশনন্দিনী
গ) বিষাদসিন্ধু
ঘ) বাঁধনহারা

51553. একুশের প্রথম সংকলন করেন--

ক) শামসুর রাহমান
খ) সৈয়দ শামসুল হক
গ) মুনীর চৌধুরী
ঘ) হাসান হাফিজুর রহমান

51555. ‘কীর্তিনাশা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) আবুল হাসান
খ) নির্মলেন্দু গুণ
গ) শহীদ কাদরী
ঘ) মোহাম্মদ রফিক

51556. নিচের কোনটি মহাদেব সাহা রচিত নয়?

ক) এই গৃহ এই সন্ন্যাস
খ) মানব এসেছি কাছে
গ) এক যে ছিল নেংটি
ঘ) চাই বিষ অমরতা

51557. ‘রাজা যায় রাজা আসে’- কাব্যগ্রন্থের রচয়িতা-

ক) আবুল হুসেন
খ) নির্মলেন্দু গুণ
গ) আবুল হাসান
ঘ) শামসুর রাহমান

51558. বেগম সুফিয়া কামালের কবিতা কোনটি?

ক) বঙ্গসুন্দরী
খ) উর্ব্বসী
গ) চক্রবাক
ঘ) সাঁঝের মায়া

51559. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’-উক্তিটি কার?

ক) নির্মলেন্দু গুণ
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
গ) মহাদেব সাহা
ঘ) শামসুর রাহমান

51560. ‘মানুষের মানচিত্র’ কাব্যগ্রন্থটি কার রচনা?

ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ) শহীদ কাদরী
গ) সৈয়দ শামসুল হক
ঘ) নির্মলেন্দু গুণ

51561. কেরী সাহেবের মুনশী বলা হয়-

ক) রাম রাম বসুকে
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ) চণ্ডীকরণ মুনশীকে
ঘ) গোলকনাশ শর্মাকে

51562. ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?

ক) জুলিয়াস সিজার
খ) হাম্বুরাবি
গ) সম্রাট আলেকজান্ডার
ঘ) এরিস্টটল

51563. পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়?

ক) গ্রীসে
খ) রোমে
গ) ব্যাবিলনে
ঘ) আনাতোলিয়ায়

51564. মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?

ক) চীন
খ) পেরু
গ) মেক্সিকো
ঘ) চিলি

51565. গনতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?

ক) ইংল্যান্ড
খ) গ্রীস
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ইতালি

51566. নারা সভ্যতা কোথায় উদ্ভব ঘটেছিলো?

ক) জাপান
খ) মঙ্গোলীয়া
গ) গ্রীস
ঘ) চীন

51567. 'মহেঞ্জোদারো' কোন সভ্যতার অংশ?

ক) মিসর
খ) সিন্ধু
গ) রোমান
ঘ) মেসোপটেমিয়া

51568. সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল?

ক) পিতৃতান্ত্রিক
খ) মাতৃতান্ত্রিক
গ) সমাজ কেন্দ্রিক
ঘ) এ ও বি উভয়ই

51569. রোমান সভ্যতা গড়ে উঠেছিল যে নদীর তীরে-----

ক) টাইগার
খ) টাইবার
গ) টাইগ্রিস
ঘ) দজলা

51570. পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেন কারা?

ক) মিশরীয়রা
খ) গ্রিকরা
গ) রোমানরা
ঘ) চীনারা

51571. চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?

ক) ভারতচন্দ্র
খ) মুকুন্দরাম
গ) মানিক দত্ত
ঘ) ঘনরাম চক্রবর্তী

51572. কোন ধরনের কাব্যকে 'জঙ্গনামা' বলা হয়?

ক) নীতি কাব্য
খ) প্রণয় কাব্য
গ) শোকগাঁথা
ঘ) যুদ্ধকাব্য

51573. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?

ক) শাহ মুহম্মদ সাগীর
খ) আলাওল
গ) কোরেশী মাগন ঠাকুর
ঘ) দৌলত কাজী

51574. দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?

ক) সৈয়দ হামজা
খ) ফকীর গরীবুল্লাহ
গ) দৌলত কাজী
ঘ) গোঁজলা গুই

51575. Ballad কি?

ক) লোকগীতি
খ) লোকগাথা
গ) গীতিকা
ঘ) গাথা

51576. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

ক) ব্রজধামে কথিত ভাষা
খ) এক রকম কৃত্রিম কবিভাষা
গ) বাংলা ও হিন্দির যোগফল
ঘ) মৈথিলি ভাষার একটি উপাভাষা

51577. 'টপ্পা' কি?

ক) এক ধরনের গান
খ) নাচের মুদ্রা
গ) এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ) বিশেষ ধরনের খেলা

51578. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?

ক) শেখ ফয়জুল্লাহ
খ) মুহম্মদ খান
গ) হায়াৎ মামুদ
ঘ) সৈয়দ সুলতান

51579. বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?

ক) চৈতন্য মঙ্গল
খ) শ্রী চৈতন্য-চরিতামৃত
গ) শ্রী চৈতন্যভাগবত
ঘ) কড়চা

51580. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?

ক) মৈথিলী ও বাংলা
খ) মৈথিলী ও হিন্দি
গ) বাংলা ও হিন্দি
ঘ) বাংলা ও সংস্কৃত

51581. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?

ক) বাল্মীকি
খ) কাশীরাম দাস
গ) কৃত্তিবাস
ঘ) কবীন্দ্র পরমেশ্বর

51582. খাদ্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের স্বীকৃতি পেয়েছে -

ক) হক ফুড এন্ড বেভারেজ লিমিটেড
খ) অলিম্পিক ফুড এন্ড বেভারেজ লিমিটেড
গ) স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড
ঘ) প্রান ফুড এন্ড বেভারেজ লিমিটেড

51583. বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?

ক) যুক্তরাজ্য
খ) পূর্ব জার্মানী
গ) স্পেন
ঘ) গ্রীস

51584. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

ক) ভারত
খ) ভুটান
গ) মায়ানমার
ঘ) রাশিয়া

51585. শীতল পাটিকে ইউনেস্কো স্পর্শকাতর সংস্কৃতির ঐতিহ্যের স্বীকৃতি দেয়-

ক) ১২ তম অধিবেশনে
খ) ২৯ তম অধিবেশনে
গ) ১৯ তম অধিবেশনে
ঘ) ২২ তম অধিবেশনে
Note : শীতল পাটি বুনন শিল্পের বিখ্যাত- বৃহত্তর সিলেটের চারটি জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ)

51586. পানি জাদুঘর এর অবস্থান-

ক) পটুয়াখালী
খ) বরিশাল
গ) পাবনা
ঘ) খুলনা

51587. প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায়?

ক) চট্টগ্রাম
খ) ঢাকা
গ) খুলনা
ঘ) বরিশাল

51588. সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?

ক) ৬০ ভাগ
খ) ৫০ ভাগ
গ) ৭৫ ভাগ
ঘ) ৭০ ভাগ

51589. সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে "স্বাধীনতা দিবস পুরস্কার" কোন সাল হতে চালু হয়?

ক) ১৯৭৪সালে
খ) ১৯৭৬সালে
গ) ১৯৭৭সালে
ঘ) ১৯৭৯সালে
Note : সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে "স্বাধীনতা দিবস পুরস্কার" ১৯৭৭সাল হতে চালু হয়

51590. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?

ক) হামিদুর রহমান
খ) ফজলুর রহমান খান
গ) নভেরা আহমেদ
ঘ) জুলফিকার আলী খান
Note : স্থপতিদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ফজলুর রহমান খান

51591. ম্যাগসেসে পুরস্কার বিজয়ী ১ম বাংলাদেশী -

ক) সাইফুল ইসলাম
খ) ড. হাসান শহীদ
গ) শুভ রায়
ঘ) তাহেরুন্নেসা আব্দুল্লাহ

51592. চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?

ক) তিব্বত
খ) বাংলাদেশ
গ) নেপাল
ঘ) চীন

51593. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?

ক) পদাবলি
খ) চর্যাপদ
গ) প্রেমগীতি
ঘ) পদাবলি

51594. ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--

ক) চর্যাপদ
খ) ডাকার্ণব
গ) দোঁহাকোষ
ঘ) খ ও গ উভয়ই

51595. চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?

ক) একান্নটি
খ) ছেচল্লিশটি
গ) সাড়ে ছেচল্লিশটি
ঘ) পঞ্চাশটি

51596. চর্যাপদ আবিস্কৃত হয়--

ক) নেপালের রাজ-দরবার থেকে
খ) কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ) ভুটানের রাজ-দরবার থেকে
ঘ) মুর্শিদাবাদ থেকে

51597. বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দু'ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

51598. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?

ক) বাংলা ও উর্দু
খ) বাংলা ও অসমিয়া
গ) বাংলা ও হিন্দি
ঘ) বাংলা ও সংস্কৃত

51599. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?

ক) ১০ নং পদ
খ) ১৬ নং পদ
গ) ১৮ নং পদ
ঘ) ২৩ নং পদ

51600. চর্যার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন--

ক) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) ডক্টর সুকুমার সেন
গ) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) হরপ্রাসাদ শাস্ত্রী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore