বিষয়ঃ Other

51652. বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত ?

ক) ৫৭ বছর
খ) ৬০ বছর
গ) ৬২ বছর
ঘ) ৬৭ বছর

51654. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি -

ক) স্বায়ত্তশাসিত সংস্থা
খ) সাংবিধানিক সংস্থা
গ) কর্পোরেট সংস্থা
ঘ) আধাস্বায়ত্তশাসিত সংস্থা

51656. বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?

ক) ১ অক্টোবর, ১৯৭২
খ) ৪ নভেম্বর, ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ) ২৬ মার্চ,১৯৭৩

51657. ‘উন্নীত’ -এর বিপরীতার্থক শব্দ-

ক) অবনতি
খ) রসাতল
গ) অবনত
ঘ) উন্নয়নশীল

51658. 'মনীষী' শব্দের বিপরীত শব্দ কী?

ক) নির্বোধ
খ) প্রভা
গ) মনস্বিতা
ঘ) কোনটিই না

51659. ‘বিশ্রী’-এর বিপরীতার্থক শব্দ কি?

ক) শ্রীত
খ) সুন্দর
গ) শ্রী
ঘ) কৃশ

51660. 'মুক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) স্বাধীন
খ) বাহির
গ) বদ্ধ
ঘ) মুক্তি

51661. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ--

ক) শৈত্য
খ) শীতল
গ) উত্তাপ
ঘ) হিম

51662. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

ক) ঐচ্ছিক-অনাবশ্যিক
খ) কুটিল-সরল
গ) কম-বেশী
ঘ) কদাচার-সদাচার

51663. ‘সৌম্য’ এর বিপরতি শব্দ-

ক) শান্ত
খ) কঠিন
গ) উদ্ধত
ঘ) উগ্র

51664. ‘বিলীন’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অন্তর্হিত
খ) অস্তিত্ব
গ) নিমগ্ন
ঘ) নিঃশেষ

51665. 'উৎকর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) অনুন্নত
খ) অবনত
গ) বিকর্ষ
ঘ) অপকর্ষ

51666. 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) প্রতিগ্রহ
খ) বিগ্রহ
গ) দয়া
ঘ) নিগ্রহ

51667. 'ঢাকা গেইট' কে নির্মাণ করেন?

ক) শায়েস্তা খান
খ) ইসলাম খান
গ) মীর জুমলা
ঘ) খিযির হায়াত খান

51668. উওরা গণভবন কোথায় অবস্থিত?

ক) রাজশাহী
খ) নওগাঁ
গ) বগুড়া
ঘ) নাটোর

51669. 'সোমপুর বিহার' কোন জেলায় অবস্থিত?

ক) রাজশাহী
খ) রংপুর
গ) কুমিল্লা
ঘ) নওগাঁ

51670. ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাস্কর্য কোনটি?

ক) অপরাজেয় বাংলা
খ) অঙ্গীকার
গ) মোদের গরব
ঘ) দুরন্ত

51671. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?

ক) বগুড়া
খ) রাজশাহী
গ) নাটোর
ঘ) রংপুর

51672. 'আনন্দ বিহার' কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) পাহাড়পুরে
গ) মহাস্থানগড়ে
ঘ) সোনারগাঁওয়ে

51673. প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

51674. 'সাত গম্বুজ' মসজিদের নির্মাতা কে ?

ক) আলাউদ্দিন হোসেন শাহ্‌
খ) মুর্শিদ কুলি খান
গ) সুবেদার ইসলাম খান
ঘ) শায়েস্তা খান

51675. মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

ক) গৌড়ে
খ) ময়নামতিতে
গ) মহাস্থানগড়ে
ঘ) সোনারগাঁওয়ে

51676. Intellectual শব্দের বাংলা অর্থ-

ক) বুদ্ধিমান
খ) মননশীল
গ) বুদ্ধিজীবি
ঘ) মেধাবী

51677. Wisdom শব্দের বাংলা অর্থ কি?

ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) প্রজ্ঞা
Note : wisdom = বিজ্ঞতা , জ্ঞান , বিদ্যা

51678. ‘Morphology’এর বাংলা পরিভাষা-

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) অর্থতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব

51679. ‘Anthropology ’এর সঠিক পরিভাষা কোনটি?

ক) প্রত্নতত্ত্ব
খ) নৃ-তত্ত্ব
গ) জ্যোতির্বিদ্যা
ঘ) অ্যানথ্রাক্স

51680. ‘Good Offices’এর সঠিক পরিভাষা-

ক) ভালো ব্যবহার
খ) ভালো অফিসসমূহ
গ) উপকারী
ঘ) মধ্যস্ততা

51681. ‘শুদ্ধিপত্র’এর ইংরেজি পরিভাষা কোনটি?

ক) Constipation
খ) Correction paper
গ) Consule
ঘ) Corrigendum
Note : Constipation-কোষ্ঠকাঠিন্য ,Correction paper-সংশোধনপত্র , Consule-পরামর্শ

51682. ‘জ্ঞাপনপত্র’ এর ইংরেজি পরিভাষা কোনটি?

ক) Hand Bill
খ) Handout
গ) Handy
ঘ) Stigma
Note : Hand Bill-ইশতিহার;Handy-সুবিধাজনক; Stigma-পাংশু

51683. ‘Plagiarism’এর বাংলা পরিভাষা -

ক) জলদস্যুতাবৃত্তি
খ) গণকাবৃত্তি
গ) কুম্ভিলকবৃত্তি
ঘ) বাস্তববাদ
Note : অর্থাৎ অন্যের করা কাজ/লেখা ইত্যাদি নিজের নামে ব্যবহার করা

51684. ‘Etiquette’ শব্দের পারিভাষিক অর্থ কোনটি?

ক) শিষ্টাচার
খ) প্রদশনী
গ) শুদ্ধিপত্র
ঘ) শেষ নিঃশ্বাস ত্যাগ

51685. Filing শব্দের পারিভাষিক অর্থ -

ক) শূন্যস্থান পূরণ
খ) নথি
গ) নথিভুক্ত করা
ঘ) কোনটি নয়

51686. Manuscript এর বাংলা পারিভাষিক অর্থ কোনটি?

ক) হস্তলিপি
খ) স্মারকলিপি
গ) পাণ্ডুলিপি
ঘ) নাট্যচিত্র

51687. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?

ক) ৬২৭ কি. মি.
খ) ৫২৯ কি. মি.
গ) ৪২০ কি. মি.
ঘ) ৩০৭ কি. মি.

51688. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) ঢাকা
ঘ) রাজশাহী

51689. বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?

ক) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
খ) সুন্দরবন
গ) মধুপুর
ঘ) সিলেট

51690. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

ক) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
খ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
গ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহ

51692. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত?

ক) পললগঠিত সমভূমি
খ) বরেন্দ্রভূমি
গ) উত্তর বঙ্গ
ঘ) মহাস্থানগড়

51693. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?

ক) সাতক্ষীরা
খ) নোয়াখালী
গ) ফেনী
ঘ) লালমনিরহাট

51694. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে-

ক) একটি খেলার মাঠ
খ) একটি প্লাবন ভূমির নাম
গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম

51695. তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?

ক) দিনাজপুর
খ) পঞ্চগড়
গ) জয়পুরহাট
ঘ) লালমনিরহাট

51696. ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?

ক) কিরণ
খ) দিবস
গ) অগ্নি
ঘ) বাতাস

51697. 'সন্ন্যাসী' শব্দের সমার্থক শব্দ কোনটি ?

ক) গৃহী
খ) সাধু
গ) বৈষ্ণবী
ঘ) বৈরাগী

51698.

‘বিদ্যুৎ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) ক্ষণপ্রভা
খ) দিবাকর
গ) প্রভাকর
ঘ) কুলিন
Note :

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ হলো ক্ষণপ্রভা।

প্রদত্ত বাক্যে 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ হলো ক্ষণপ্রভা। ক্ষণপ্রভা ছাড়া 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ হলো- বিজলী, তড়িৎ, সৌদামিনী, চপলা, চঞ্চলা, শম্পা ইত্যাদি।

51699. 'অসার' শব্দের অর্থ কি ?

ক) মাস বিশেষ
খ) জলাধার
গ) প্রবল বৃষ্টিপাত
ঘ) অন্তঃসার শুন্য

51700. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore