বিষয়ঃ Other

51751. বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?

ক) জাপান
খ) দক্ষিন কোরিয়া
গ) যুক্তরাষ্ট্র
ঘ) মালয়শিয়া

51752. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা কত ভাগ আসে?

ক) প্রায় ৫০ ভাগ
খ) প্রায় ৫৪ ভাগ
গ) প্রায় ৫৬ ভাগ
ঘ) প্রায় ৬০ ভাগ

51753. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত-

ক) নোয়াখালির ছাগলনাইয়া
খ) চট্টগ্রামের বাঁশখালি
গ) খুলনার মংলা
ঘ) পটুয়াখালির কুয়াকাটা

51754. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

ক) অ্যামোনিয়া
খ) সুপার ফসফেট
গ) টি এস পি
ঘ) ইউরিয়া

51755. কৃপণের ধন --- এটা কোন ধরণের সম্বন্ধ কোথায় ?

ক) করণ সম্বন্ধ
খ) হেতু
গ) আধাররের
ঘ) অধিকরণ

51756. ‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ -এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?

ক) কর্মকারকে শূন্য
খ) সম্প্রদানে সপ্তমী
গ) অধিকরণে শূন্য
ঘ) কর্তৃকারকে শূন্য

51757. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ -‘বাঘে মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

ক) মুখ্য কর্তা
খ) প্রযোজক কর্তা
গ) ব্যতিহার কর্তা
ঘ) ভাববাচ্যের কর্তা

51759. ‘মেঘে বৃষ্টি হয়’ -এখানে কারক হল-

ক) অধিকরণ
খ) অপাদান
গ) করণ
ঘ) কর্ম

51760. ‘তিলে তৈল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) অপাদান কারকে তৃতীয়া
গ) সম্প্রদান কারকে চতুর্থী
ঘ) অধিকরণ কারকে সপ্তমী

51761. ‘অহঙ্কার পতনের মূল’ -বাক্যে অহঙ্কার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) অধিকরণে শূন্য

51762. ডাক্তার ডাক বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে শূন্য
খ) কর্তৃকারকে ২য়া
গ) কর্মকারকে শূন্য
ঘ) কর্মকারকে সপ্তমী

51763. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে -

ক) কর্তাকারক
খ) করণকারক
গ) অপাদান কারক
ঘ) কর্মকারক

51764. ‘রাজায় রাজায় লড়াই হয়।’ রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি হয়?

ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ) কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
গ) কর্মকারকে ৭মী বিভক্তি
ঘ) সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি

51765. ‘ব্যায়ামে শরীর ভাল হয়’ -বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন্ বিভক্তি?

ক) কর্মকারকে সপ্তমী
খ) করণ কারকে সপ্তমী
গ) অপাদান কারকে সপ্তমী
ঘ) অধিকরণ কারকে সপ্তমী

51766. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

ক) তিনি ঢাকায় গেছেন
খ) বাবা বাড়ি নেই
গ) সকালে সূর্য উঠে
ঘ) ভোরে মোরগ ডাকে
Note : পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।

51767. শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভূক্ত?

ক) মুদ্রাবাজার
খ) মূলধনবাজার
গ) বৈদেশিক মুদ্রা বাজার
ঘ) অর্থ বাজার

51768. "বেইল আউট" শব্দটি কিসের সাথে জড়িত?

ক) বেসবল
খ) অর্থনীতি
গ) ক্রিকেট
ঘ) ধর্মঘট

51770. বাংলাদেশের ব্যাংকের প্রথম গভর্ণরের নাম-

ক) এ এন হামিদুল্লাহ
খ) এ কে এন আহমদ
গ) নূরুল ইসলাম
ঘ) এস বি চৌধুরি

51771. বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

ক) চা
খ) পাট ও পাটজাত দ্রব্য
গ) তৈরি পোষাক
ঘ) চিংড়ি মাছ

51772. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস?

ক) খনিজ তৈল
খ) প্রাকৃতিক গ্যাস
গ) পাহাড়ী নদী
ঘ) উপরের সবগুলোই

51773. বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

ক) বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
খ) অর্থ মন্ত্রণালয়
গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ) বাংলাদেশ ব্যাংক

51774. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

ক) জাইকা
খ) ইউএনডিপি
গ) বিশ্বব্যাংক
ঘ) আইএমএফ

51775. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?

ক) দ্বন্দ্ব সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) কর্মধারয় সমাস

51776. ‘কোলাকুলি’ কোন সমাসের উদাহরণ?

ক) মধ্যপদলোপী বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) সমানাধিকরণ বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

51777. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

ক) অনুতাপ
খ) আপাদমস্তক
গ) আটচালা
ঘ) আমরা

51778. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) গায়ে হলুদ
খ) চালকুমড়া
গ) ছয়নি
ঘ) ছায়াছবি

51779. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) ইন্দ্রজিৎ
খ) একরোখা
গ) কালান্তর
ঘ) ইহকাল

51780. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

ক) পরপদ
খ) পূর্বপদ
গ) উভয়পদ
ঘ) অন্যপদ

51781. 'নির্দয়' কোন সমাসের উদাহরণ ?

ক) নঞ বহুব্রীহি সমাস
খ) কর্মধারয় সমাস
গ) নঞ তৎপুরুষ সমাস
ঘ) নিত্য সমাস

51782. দ্বিগু সমাসে পূর্বপদ কি হয় ?

ক) নামবাচক বিশেষ্য
খ) সংখ্যাবাচক বিশেষ্য
গ) সমস্যমান পদ
ঘ) সমস্তপদ

51783. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস ?

ক) তেমাথা
খ) প্রতিকূল
গ) নির্জল
ঘ) পকেটমার

51785. ‘গায়ে হলুদ’ কোন সমাস?

ক) অলুক দ্বন্দ্ব
খ) অলুক তৎপুরুষ
গ) অলুক বহুব্রীহি
ঘ) ব্যতিহার বহুব্রীহি

51786. সমাস কত প্রকার

ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৬ প্রকার
ঘ) ৮ প্রকার

51788. অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রকাশিতব্য বইয়ের নাম কী?

ক) হোম ইন দ্য ওয়ার্ল্ড
খ) আইডিয়া অব জাস্টিস
গ) ফার্স্টবয়দের দেশে
ঘ) পরিচয় এবং সংকট

51789. আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক) ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)
খ) সাউথ ইস্ট ব্যাংক
গ) ব্র্যাক ব্যাংক
ঘ) ডাচ-বাংলা ব্যাংক

51790. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক) ২০৩১ সাল
খ) ২০৪১ সাল
গ) ২০৫০ সাল
ঘ) ২০৭১ সাল

51791. বর্তমানে UNICEF - এর শুভেচ্ছাদূত হলেন-

ক) তামিম ইকবাল
খ) সাকিব আল হাসান
গ) মুশফিকুর রহিম
ঘ) মোহাম্মদ আশরাফুল
Note : মুশফিকুর রহিম। ৪ অক্টোবর,২০২০ সালে যোগদান করেছেন।

51792. প্রথমবারের মত ঘোষিত ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার পেল

ক) UNESCO
খ) এমওটিআইভি ক্রিয়েশন্স লিমিটেড
গ) প্রধানমন্ত্রী শেখ হাসিন
ঘ) .

51796. সম্প্রতি কোন দেশ মরক্কোর সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে-

ক) তিউনিশিয়ার
খ) আলজেরিয়া
গ) আলবেনিয়া
ঘ) ফ্রান্স
Note : আলজেরিয়া, মরক্কোর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রী রামদানে লামামরা ২৪ আগস্ট ২০২১ এই ঘোষণা দিয়েছেন।

51797. 'সূর্যকন্যা' বলা হয়--

ক) পাট গাছকে
খ) ধান গাছকে
গ) তুলা গাছকে
ঘ) তাল গাছকে

51798. বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন গুরু হয়েছে -

ক) পঞ্চগড়ে
খ) রাজশাহীতে
গ) মৌলভীবাজারে
ঘ) সিলেটে

51799. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর -

ক) অক্সিজেন
খ) কার্বন ডাই অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন

51800. ডাল ও তেলজাতীয় ফসল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

ক) নাটোর
খ) রাজশাহী
গ) নওগাঁ
ঘ) জামালপুর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore