বিষয়ঃ Other

51751. ‘Maiden speech’ means-

ক) Late speech
খ) Early speech
গ) Final speech
ঘ) First speech

51752. ‘Out and out’ means-

ক) Not at all
খ) Not at all
গ) Thoroughly
ঘ) Whole heartedly

51753. He divided the money ___ the two children .

ক) over
খ) in between
গ) among
ঘ) between

51754. No one can ___ that he is clever.

ক) deny
খ) defy
গ) denounce
ঘ) discard

51755. Do not make a noise while your father____.

ক) is sleeping
খ) has slept
গ) asleep
ঘ) is being asleep

51756. He gave up ____ football when he got married.

ক) of playing
খ) to play
গ) playing
ঘ) play

51757. He has been ill ___ Friday last.

ক) from
খ) on
গ) in
ঘ) since

51758. শুষ্ক বরফ বলা হয়-

ক) হিমায়িত অক্সিজেনকে
খ) হিমায়িত কার্বন মনোঅক্সাইডকে
গ) হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
ঘ) ক্যালসিয়াম ডাইঅক্সাইডকে

51759. আকাসে বিজলী চমকায়-

ক) দুইখণ্ডমেঘপরপরএলে
খ) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
গ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

51760. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয় না, কারণ-

ক) পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
খ) পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
গ) বিদ্যুৎপৃষ্ট হলেও পাখি মরে না
ঘ) মটির সঙ্গে সংযোগ হয়না

51761.

ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

ক) এল ই ডি
খ) আইসি
গ) এল সি ডি
ঘ) সিলিকন চিপ
Note :

সিলিকন চিপ হচ্ছে অর্ধ - পরিবাহী সিলিকনের তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয় । অন্যদিকে LED (Light Emitting Diode) হচ্ছে আলোক নিঃসরক ডায়োড এবং IC (Integrated Circuit ) হচ্ছে ইলেক্ট্রনিক যন্ত্রাংশে ব্যবহৃত সার্কিট। পক্ষান্তরে LCD (Liquide Crystal Display ) বর্তমানে উন্নতমানের কম্পিউটারের মনিটরে ব্যবহৃত হয়।

51762. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয়-

ক) সবুজ আলোতে
খ) নীল আলোতে
গ) লাল আলোতে
ঘ) বেগুনি আলোতে

51763. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?

ক) ভিটামিন সি
খ) ভিটামিন বি
গ) ভিটামিন বি-২
ঘ) ভিটামিন কে

51764. স্যালিক এসিড-

ক) আমলকীতে পাওয়া যায়
খ) কমলালেবুতে পাওয়া যায়
গ) আঙ্গুরে পাওয়া যায়
ঘ) কোনটিই নয়

51765. হাড় ও দাঁত কে মজবুত করে-

ক) আয়োডিন
খ) আয়রন
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস

51766. নিউমোনিয়া রোগে আক্রন্ত হয় মানব দেহের-

ক) ফুসফুস
খ) যকৃত
গ) কিডনি
ঘ) প্লীহা

51768. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৫ জোড়া
খ) . ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৪জোড়া

51769. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-

ক) টিএসপি
খ) সবুজ সার
গ) পটাস
ঘ) ইউরিয়া

51770. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-

ক) টাংস্টেনতার
খ) নাইক্রোম তার
গ) এন্টিমনিতার
ঘ) কপার তার

51771. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

ক) অডিও মিটার
খ) অ্যামিটার
গ) অডিও ফোন
ঘ) অলটিমিটার

51772. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-

ক) ৫ কি মি
খ) ১০ কি মি
গ) ২৭ কি মি
ঘ) ১০ নিউটন

51786. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে ----

ক) একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
খ) দুটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
গ) কোনো ত্রিভুজ আঁকা যায় না
ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়

51793. নাইট্রোজেনের প্রধান উৎস--

ক) উদ্ভিদ
খ) প্রাণীদেহ
গ) মাটি
ঘ) বায়ুমন্ডল

51794. উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের ব্যবধান হল

ক) চাঁদের তিথি অনুসারে
খ) ২৪ ঘন্টা
গ) ১২ ঘন্টা
ঘ) ৬ ঘন্টা

51795. ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?

ক) ১৭৯৫ সালে
খ) ১৭৯৩ সালে
গ) ১৭৮৯ সালে
ঘ) ১৭৮৫ সালে

51796. আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়---

ক) যার গতি শব্দের গতি থেকে কম
খ) যার গতি শব্দের গতি থেকে বেশি
গ) যে শব্দ সাধারণভাবে মানুষ শুনতে পায়
ঘ) যে শব্দ কোনো কোনো জীবজন্তু শুনতে পায়

51797. Natural protein-এর কোড নাম--

ক) P-49
খ) P 51
গ) P 53
ঘ) P 54

51798. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?

ক) সালফার
খ) জিপসাম
গ) খনিজ লবণ
ঘ) সোডিয়াম

51800. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে?

ক) জাপান
খ) যুক্তরাজ্য
গ) কানাডা
ঘ) যুক্তরাষ্ট্র

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore