বিষয়ঃ Other

51851. অনাচার ও অনাদর শব্দ দুটি কোন উপসর্গযোগে গঠিত ?

ক) বিদেশী উপসর্গ
খ) খাঁটি বাংলা উপসর্গ
গ) তৎসম উপসর্গ
ঘ) ফারসি উপসর্গ

51852. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক) ১০ টি
খ) ১৫ টি
গ) ২১ টি
ঘ) ২০ টি

51853. কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?

ক) ভর
খ) পরা
গ) দুর
ঘ) উৎ

51854. ফারসি ভাষার উপসর্গ কোনটি?

ক) কম
খ) উৎ
গ) উন
ঘ) সু

51855. ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি?

ক) প্রতি
খ) পর্যন্ত
গ) অভাব
ঘ) বিশিষ্ট
Note : পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।

51856. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না :

ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) মাওলানা ভাসানী
ঘ) নবাব স্যার সলিমুল্লাহ

51857. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী-

ক) লিয়াকত আলী খান
খ) মুহাম্মদ আলী জিন্নাহ
গ) খাজা নাজিমুদ্দিন
ঘ) এদের কেউ নয়

51858. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?

ক) ঢাকায়
খ) লাহোরে
গ) করাচীতে
ঘ) নারায়ণগঞ্জে

51859. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) এ কে ফজলুল হক
গ) খাজা নাজিমউদ্দীন
ঘ) আবুল হাশেম
Note : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী । ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (২৪ এপ্রিল ১৯৪৭ - ১৪ আগস্ট ১৯৪৭) । আর অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক (১৯৩৭) । আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

51860. মুজিবনগর কোথায় অবস্থিত?

ক) সাতক্ষীরায়
খ) মেহেরপুরে
গ) চুয়াডাঙ্গায়
ঘ) নবাবগঞ্জে

51861. নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে -

ক) বাংলাদেশ ও যুক্তরাজ্য
খ) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
গ) বাংলাদেশ ও ফ্রান্স
ঘ) যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া

51862. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -

ক) ৩৩০ টি আসন
খ) ১৬৭ টি আসন
গ) ১৭২ টি আসন
ঘ) ৩০০ টি আসন

51863. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?

ক) মুসলিম লীগ
খ) কংগ্রেস
গ) ন্যাপ
ঘ) যুক্তফ্রন্ট

51864. ৬ দফা দাবী পেশ করা হয়ঃ

ক) ১৯৭০ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৯ সালে

51865. কে ভাষা শহীদ নন?

ক) রফিক
খ) নূর হোসেন
গ) সালাম
ঘ) জব্বার

51866. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক) ৩১ জানুয়ারী ১৯৫২
খ) ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ) ২০ জানুয়ারী ১৯৫২

51867. 'চলন্ত' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

ক) চলন + ত
খ) চল + ন্ত
গ) চল + অন্ত
ঘ) চলন + অ

51868. সিক্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) √সিচ + ক্ত
খ) √সিচ্‌ + ক্ত
গ) √শিচ্‌ + ক্ত
ঘ) √শিচ + ইক্ত

51869. প্রকৃতি বলতে কি বোঝায়?

ক) ধাতুর মূল
খ) শব্দের মূল
গ) প্রত্যয়যুক্ত শব্দ
ঘ) শব্দ ও ধাতুর মূল

51870. নিচের কোনটি 'মানব' এর সঠিক প্রত্যয় ?

ক) মনু + ষ্ণ
খ) মনু + ষ্ণু
গ) মানব + অ
ঘ) মানুষ + ষ্ণ

51871. ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) ভূগোল + ষিক
খ) ভূগোল + ষ্ণিক
গ) ভূগোল + ষীক
ঘ) ভূগোল + ষ্ণীক

51872. 'মানব' কোন ধরনের প্রত্যয় ?

ক) বাংলা কৃৎ প্রত্যয়
খ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
গ) সংস্কৃত কৃৎ প্রত্যয়
ঘ) বাংলা তদ্ধিত প্রত্যয়

51873. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ?

ক) সান্ধ্য প্রকৃতি
খ) ক্রিয়া প্রকৃতি
গ) নাম প্রকৃতি
ঘ) নৈশ প্রকৃতি

51874. “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-

ক) সর্বঙ্গ + ঈন
খ) সর্ব + আঙ্গীন
গ) সর্ব + ঙ্গীন
ঘ) সর্বাঙ্গ + ঈন

51875. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় ?

ক) জন + অক
খ) রাঁধ + উনি
গ) কাঁদ + না
ঘ) ছাপা + খানা
Note : BCS Target Apps দিয়ে খুব সহজে পরিক্ষা দিন । মনে রাখবেন BCS Target website / apps এর সকল কোর্স একদম ফ্রি । BCS Target ইউটিউব চ্যানেলে চাকরির প্রস্তুতির জন্য গণিত সহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে

51876. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির--

ক) পূরক কোণ বলে
খ) সম্পূরক কোণ বলে
গ) সন্নিহিত কোণ বলে
ঘ) প্রবৃদ্ধ কোণ বলে

51879. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) উত্তর আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া

51880. সমুদ্রে পানির গভীরতা মাপার একক ---

ক) মিটার
খ) ফুট
গ) কিলোমিটার
ঘ) ফ্যাদম

51881. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

ক) পটাশিয়াম
খ) ম্যাগনেশিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) আয়রন

51882. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

51884. কোন বানানটি শুদ্ধ ?,,,

ক) Accesible
খ) Accessible
গ) Accesibal
ঘ) Acsecible

51885. 'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun?

ক) Common noun
খ) Collective noun
গ) Material noun
ঘ) Abstract noun
Note : BCS Target Apps দিয়ে খুব সহজে পরিক্ষা দিন । মনে রাখবেন BCS Target website / apps এর সকল কোর্স একদম ফ্রি । BCS Target ইউটিউব চ্যানেলে চাকরির প্রস্তুতির জন্য গণিত সহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে

51886. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

ক) ১৪ ডিসেম্বর
খ) ১৪ মার্চ
গ) ১৪ এপ্রিল
ঘ) ১৪ অক্টোবর
Note : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

51887. বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?

ক) ফরিদপুর
খ) রংপুর
গ) জামালপুর
ঘ) শেরপুর

51888. অ্যাটর্নি জেনারেল নিয়ােগ দেন :

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) প্রধান বিচারপতি
ঘ) স্পীকার

51889. সেতারা বিবির বাড়ি কোথায়?

ক) ঢাকায়
খ) শরীয়তপুরে
গ) ফেনীতে
ঘ) কিশোরগঞ্জে

51891. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করা হয় কোন সালে ?

ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৭৯৩ সালে
ঘ) ১৯৬৫ সালে
Note : চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সনে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের (সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি।

51892. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক) ১৯০৬
খ) ১৯১১
গ) ১৯১৬
ঘ) ১৯৪৫

51893. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

ক) তিতুমীর
খ) সৈয়দ আহমদ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরিয়তউল্লাহ
Note : ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরিয়তউল্লাহ

51894. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?

ক) ১২১২
খ) ১২০০
গ) ১২০৪
ঘ) ১২১১
Note : বখতিয়ার খিলজি বাংলা জয় করেন ১২০৪ সালে

51895. মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?

ক) মৌর্য বংশ
খ) পাল বংশ
গ) সেন বংশ
ঘ) গুপ্ত বংশ
Note : BCS Target Apps দিয়ে খুব সহজে পরিক্ষা দিন ।

51896. কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

ক) লর্ড মাউন্টব্যাটেন
খ) লর্ড কর্নওয়ালিস
গ) লর্ড বেন্টিং
ঘ) লর্ড ডালহৌসী

51897. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক) বাংলা ১১৭৬ সালে
খ) বাংলা ১০৭৬ সালে
গ) ইংরেজি ১৮৭৬ সালে
ঘ) বাংলা ১৩৭৬ সালে

51898. ঢাকায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান--

ক) রমনা পার্ক
খ) ন্যাশনাল পার্ক
গ) গুলশান পার্ক
ঘ) বাহাদুর শাহ পার্ক

51899. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হিস্টিংস

51900. পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন-

ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore