বিষয়ঃ Other

51953. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষ কখন থেকে চালু করা হয়?

ক) ১ জানুয়ারি ১৯৮৯
খ) ১ জানুয়ারি ১৯৯০
গ) ১ জানুয়ারি ১৯৯১
ঘ) ১ জানুয়ারি ১৯৯২

51954. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?

ক) ব্যাডেন পাওয়েল
খ) পল পি হ্যারিস
গ) আলফ্রেড নোবেল
ঘ) হিনরি ডুনান্ট

51955. ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?

ক) কায়রো
খ) জেদ্দা
গ) তেহরান
ঘ) ইসলামাবাদ

51956. বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?

ক) চাঁপাইনবাবগঞ্জ
খ) নওগাঁ
গ) জয়পুরহাট
ঘ) সিলেট

51957. উপমাহদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্টব্যাটেন
ঘ) লর্ড ওয়াভেল

51958. স্বাধীনতার পর প্রকাশিত প্রথশ ডাকটিকিটে কোন ছবি ছিল?

ক) জাতীয় স্মৃতিসৌধ
খ) লালবাগের কেল্লাহ
গ) সোনা মসজিদ
ঘ) শহীদ মিনার

51960. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?

ক) রাঙামাটি
খ) দিনাজপুর
গ) জয়পুরহাট
ঘ) কুমিল্লা

51961. শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি?

ক) লি ডাক থো
খ) মার্টিন লুথার কিং জুনিয়র
গ) স্যার স্যামুয়েলসন
ঘ) হেরগোবিন্দ খোরানা

51962. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?

ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ) মেমোরি চিপ হিসেবে
গ) চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে

51963. ভাঙ্গা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়-

ক) গামা রশ্মি
খ) আলফা রশ্মি
গ) বিটা রশ্মি
ঘ) রঞ্জন রশ্মি

51964. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক) পারদ
খ) ব্রোমিন
গ) আয়োডিন
ঘ) জেনন

51965. রেকটিফাইড স্পিরিট হল--

ক) ৯০% ইথানল + ১০% পানি
খ) ৮০% ইথানল + ২০% পানি
গ) ৯৫% ইথানল + ৫% পানি
ঘ) ৯৮% ইথানল + ২% পানি

51966. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম---

ক) রাজ কাঁকড়া
খ) গন্ডার
গ) পিপীলিকাভুক ম্যানিস
ঘ) স্লো লোরিস

51967. কোথায় দিন রাত্রি সর্বদা সমান?

ক) উত্তর গোলার্ধে
খ) দক্ষিণ গোলার্ধে
গ) নিরক্ষ রেখায়
ঘ) মেরু অঞ্চলে

51968. উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল--

ক) প্রায় ৬ ঘন্টা
খ) প্রায় ১২ ঘন্টা
গ) প্রায় ২৪ ঘন্টা
ঘ) চাঁদের তিথি অনুসারে ভিন্ন

51969. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

ক) ধ্রুবতারা
খ) প্রক্সিমা সেন্টারাই
গ) লুব্ধক
ঘ) জুলহ

51970. IUCN এর কাজ হল বিশ্বব্যাপী--

ক) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ) মানবাধিকার সংরক্ষণ করা
গ) পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ) আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা

51971. কোনটি রক্তের কাজ নয়-

ক) কলা থেকে ফুসফুসে বর্জ পদার্থ গ্রহণ করা
খ) ক্ষুদ্রান্ত থেকে কলাতে কাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
ঘ) জারক রস বিতরণ করা

51972. Natural protien এর কোড নাম

ক) Protien P-53
খ) Protien-51
গ) Protien P-49
ঘ) Protien-54

51973. পারমানবিক বোমার আবিষ্কারক কে?

ক) আইনস্টাইন
খ) অটোহ্যান
গ) রোজেনবার্গ
ঘ) ওপেন হাইমার

51974. শওকত ওসমানের রচনা কোনটি?

ক) উত্তম পুরুষ
খ) শেষ রজনীর চাঁদ
গ) জননী
ঘ) চৌচির

51975. কোন বানানটি শুদ্ধ?..

ক) সংসপ্তক
খ) সংশপ্তক
গ) শংসপ্তক
ঘ) শংশপ্তক

51976. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?

ক) হাতি/হাতী
খ) নারি/নারী
গ) জাতি/জাতী
ঘ) দাদি/দাদী

51977. ”নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ--

ক) তীরে পৌছোর ঝুঁকি
খ) আসন্ন বিপদ
গ) সঞ্চয়ের প্রবৃত্তি
ঘ) মুমূর্ষু অবস্থা

51978. ”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?

ক) কাকের নিদ্রার ন্যায়
খ) অগভীর সতর্ক নিদ্রা
গ) অনিষ্ট চিন্তা
ঘ) কপট নিদ্রা

51979. ”চপল” এর বিপরীত শব্দ-

ক) স্তব্ধ
খ) রাশভারী
গ) ঠান্ডা
ঘ) গম্ভীর

51980. ”শীকর” শব্দের অর্থ কি?

ক) শিশির
খ) নীহারিকা
গ) জলকণা
ঘ) পদ্মফুল

51981. ক্ষুধিত পাষাণ কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) তৎপুরুষ
ঘ) দ্বন্দ্ব

51982. কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?

ক) আজীবন
খ) আলুনী
গ) আরক্তিম
ঘ) আগাছা

51983. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-

ক) করণ কারক
খ) কর্ম কারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃ কারক

51984. ”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অধিকরণে পঞ্চমী
ঘ) সম্প্রদানে সপ্তমী

51985. সাপের খোলসকে এক কথায় বলা হয়?

ক) অজিন
খ) নির্মোক
গ) আঁইস
ঘ) ছলম

51986. খেয়াপার করে যে তাকে বলা হয়--

ক) মাঝি
খ) ঘাটাল
গ) পাটনী
ঘ) কর্ণধার

51987. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল--

ক) নৌ + ইক
খ) নবৌ + ইক
গ) নবো + ইক
ঘ) ন + ইক

51988. বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-

ক) বহ্ন্য + উৎসব
খ) বহ্ন্যু + সব
গ) বহ্ন্য + উৎসব
ঘ) বহ্নি + উৎসব

51989. বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-

ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্যারীচাঁদ মিত্র
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

51990. ”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?

ক) সুরেশ ও অচলা
খ) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
গ) মধুসূদন ও কুমুদিনী
ঘ) গোবিন্দলাল ও রোহিনী

51991. বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-

ক) কাজী নজরুল ইসলাম
খ) আব্দুল করিম সাহিত্য বিশারদ
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মোহিতলাল মজুমদার

51992. সামাজিক নাটক কোনটি?

ক) ডাকঘর
খ) সধবার একাদশী
গ) নূরজাহান
ঘ) রাবন বধ

51993. কোনটি শুদ্ধ বানান?

ক) Griveance
খ) Grievence
গ) Grievance
ঘ) Greivance

51994. "Mishap" means-

ক) Danger
খ) Disease
গ) Accident
ঘ) Theft

51995. What is the passive voice of " Fortune favours the brave"

ক) The brave is favoured by fortune
খ) The brave was favoured by fortune
গ) The brave are favoured by fortune
ঘ) The brave were favoured by fortune

51996. What is the indirect speech of the sentence: He said, "What a pity!"

ক) He said that it was a great pity
খ) He exclaimed that it is a great pity
গ) Hew exclaimed that it is great pity
ঘ) He exclaimed that it was a great pity

51997. What is the indirect speech of the sentence: He said, "Good morning sir"?

ক) He respectfully wished good morning to the person spoken to
খ) He respectfully wishes good morning to the person spoken to
গ) He respectfully wish good morning to the person spoken to
ঘ) He respectfully wished good morning to the person spoke to

51998. Which of the following is a correct sentence?

ক) He was too clever not to miss the point.
খ) He was so clever to miss the point
গ) He was too clever to miss the point
ঘ) he was too clever to grasp the point

51999. Choose the correct sentence?

ক) A new cabinet has been sworn in in Dhaka
খ) A new cabinet has been sworn in Dhaka
গ) A new cabinet has been sworn by in Dhaka
ঘ) A new cabinet has sworn in Dhaka

52000. কোনটি শুদ্ধ বানান?

ক) Addulatration
খ) Adultration
গ) Adultaration
ঘ) Adulteration

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore