বিষয়ঃ Other

52051. "শাহনামা" গ্রন্থটি কার রচিত?

ক) আলাওল
খ) শাহ মুহম্মদ সগীর
গ) ফেরদৌসী
ঘ) বাহরাম খা

52053. "মেঘলা" কি ধরনের শব্দ ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) বিশেষ্যের বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ

52054. "He came of with flying colours" মানে -

ক) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
খ) তিনি উড়ন্ত রঙ নিয়ে এসছিলেন
গ) তিনি রং ছিটাতে ছিটাতে এসছিলেন
ঘ) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসছিলেন ।

52055. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

ক) হরমুজ
খ) বসফরাস
গ) জিব্রাল্টার
ঘ) দার্দানেলিস

52057. What is the verb of word 'shortly '?

ক) shorter
খ) shorten
গ) shortness
ঘ) short

52058. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

ক) ইয়াংসিকিয়াং
খ) ইউফ্রেটিস
গ) ব্রহ্মপুত্র
ঘ) হোয়াংহো

52061. Solicit means .

ক) Legal
খ) Give
গ) Bright
ঘ) Seek

52063. The plural form of 'mouse' is -

ক) mousse
খ) mices
গ) mice
ঘ) mouses

52064. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) মস্কো
খ) সাংহাই
গ) ওয়াশিংটন
ঘ) দিল্লী

52065. I wish I -- the wings of a bird .

ক) have
খ) had
গ) owned
ঘ) put on

52066. বাংলায় 'স্বাধীন সুলতানী'শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
খ) নবাব সিরাজউদ্দৌলা
গ) ফখরুদ্দিন মোবারক শাহ
ঘ) নবাব আলীবর্দী খান

52068. "সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচণ্ডালী দোষ
খ) বিদেশী শব্দ দোষ
গ) দুর্বোধ্যতা দোষ
ঘ) বাহুল্য দোষ

52069. কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?

ক) ১৯৯০ সালের ৩রা আগস্ট
খ) ১৯৯০ সালের ৩রা মে
গ) ১৯৯০ সালের ৩ রা জুলাই
ঘ) ১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর

52070. Choose the correct spelling-

ক) Definetion
খ) Difination
গ) Definition
ঘ) Defination

52071. The opposite of "optimism" is -

ক) pestilence
খ) opportunities
গ) pessimism
ঘ) opulence

52073. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৬৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?

ক) ৩৫, ৪০,৬৫,১১০,৩১৫
খ) ৩৫,৪৫,৭০,১০৫,৩১৫
গ) ৩৫, ৪৫, ৬৩,১১০ ,৩১৫
ঘ) ৩৫, ৪৫,৬৩,১০৫ ৩১৫

52074. There is no royel road --- learning.

ক) from
খ) to
গ) for
ঘ) by

52076. আমি , তুমি ও সে -

ক) সবাই
খ) আমরা
গ) আমাদের
ঘ) সকলে

52078. "Sanction " means -

ক) Prohibit
খ) Authorization
গ) Verify
ঘ) Devaluating

52079. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

ক) তামা
খ) দস্তা
গ) অ্যালুমিনিয়াম
ঘ) পারদ

52081. √0.000009=?

ক) 0.0003
খ) 0.03
গ) 0.3
ঘ) 0.003

52082. Three-Fourths of the work --- finished .

ক) have been
খ) had
গ) has been
ঘ) were

52083. The synonym of " Subsequent " is -

ক) Aurrent
খ) Antecedent
গ) Recent
ঘ) Consequent

52084. অসমাপ্ত 'অদ্ভুত সাগর' গ্রন্থটি কে সমাপ্ত করেন?

ক) লক্ষণ সেন
খ) বল্লাল সেন
গ) আলাউদ্দিন খিলজি
ঘ) সম্রাট আকবর

52085.

'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহী
গ) দ্বিগু
ঘ) অব্যয়ীভাব
Note :

'তেপান্তর' দ্বিগু সমাসের উদাহরণ।

সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।

দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধার‍য় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।

ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)।

52086. "বর্ণ" হচ্ছেঃ -

ক) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রুপ
খ) ধ্বনি নির্দেশক প্রতীক
গ) একইসঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
ঘ) শব্দের ক্ষুদ্রতম অংশ

52087. 'তুমি না বলেছিলো এখানে আসবে"- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে ?

ক) প্রশ্নবোধক
খ) না-বোধক
গ) বিস্ময়সূচক
ঘ) 'হ্যা' বোধক

52089. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই?

ক) সাঁওতাল
খ) গারো
গ) চাকমা
ঘ) মারমা

52090. Light : Blind

ক) Speech : Dumb
খ) Tongue : Sound
গ) Language: Deaf
ঘ) Voice : Vibration

52091. ০.০০১/০.১×০.১=?

ক) ১.১
খ) ০.০০১
গ) ০.০১
ঘ) ০.১

52092. শশব্যস্ত কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

52093. What is the adjective of the word ' Heart"?

ক) Heartful
খ) Heartening
গ) Heartly
ঘ) Heart

52094. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

ক) দ্বিজাতি তত্ত্ব
খ) অসাম্প্রদায়িক মনোভাব
গ) স্বজাত্যবোধ
ঘ) বাঙালি জাতীয়তাবাদ

52097. 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো- সঠিক ইংরেজি কী?

ক) The authority took him to task
খ) The authority criticised him
গ) The authority took him to book
ঘ) The authority gave reins to him

52098. কোন গুলো ওষ্ঠ্য ধ্বনি?

ক) প,ফ,ভ,ব,ম
খ) ত,থ,দ,ধ,ন
গ) ক,খ,গ,ঘ,ঙ
ঘ) চ,ছ,জ,ঝ,ঞ

52099. মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা দেয়?

ক) খলজি শাসন আমলে
খ) সেন শাসন আমলে
গ) মোগল শাসন আমলে
ঘ) পাল তাম্র শাসন আমলে

52100. নিচের কোনটি প্রবাল দ্বীপ

ক) কুতুবদিয়া
খ) মহেশখালি
গ) মনপুরা
ঘ) সেন্ট মার্টিন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore