বিষয়ঃ Other

52201. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে

ক) হাওয়াই দ্বীপপুঞ্জ
খ) ফিজি দ্বীপ
গ) সেন্টমার্টিন
ঘ) ঘানা

52202. ভূ-পৃষ্ঠ থেকে গর্ত করে নিচে যেতে থাকলে

ক) শুধু তাপ বাড়বে
খ) শুধু চাপ বাড়বে
গ) তাপ ও চাপ উভয়ই বাড়বে
ঘ) তাপ ও চাপ অপরিবর্তিত থাকবে

52204. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন

52205. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?

ক) পানি দূষণ
খ) মাটি দূষণ
গ) বায়ু দূষণ
ঘ) শব্দ দূষণ

52207. বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?

ক) অ্যাটমস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) আয়নোস্ফিয়ার
ঘ) ওজোন

52208. বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি-

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন ডাই অক্সাইড

52209. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক ?

ক) শুক্র
খ) পৃথিবী
গ) মঙ্গল
ঘ) বুধ

52210. জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?

ক) অমাবস্যায়
খ) একাদশীতে
গ) অষ্টমীতে
ঘ) পঞ্চমীতে

52211. জাতীয় গ্রন্থাগার দিবস কবে?

ক) ১০ ফেব্রুয়ারি
খ) ১৫ ফেব্রুয়ারি
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ৫ ফেব্রুয়ারি

52212. BARD কোথায় অবস্থিত ?

ক) মাদারীপুর
খ) কুমিল্লা
গ) গাজীপুর
ঘ) নোয়াখালী

52213. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৬০ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৪ সালে

52214. 'কেয়ার' একটি -

ক) বাংলাদেশী এনজিও
খ) আমেরিকান এনজিও
গ) কানাডিয়ান এনজিও
ঘ) ড্যানিশ

52215. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?

ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) সামরিক বাহিনী প্রধান
ঘ) জাতীয় সংসদ

52217. বাংলাদেশের কোন দুটি স্থান UNICEF WORLD HERITAGE এর অন্তর্ভুক্ত ?

ক) টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন
খ) কক্সবাজার ও কুয়াকাটা সৈকত
গ) লালমাই ও ময়নামতি
ঘ) মহাস্থানগড় ও পাহাড়পুর

52218. বঙ্গবন্ধু 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের -

ক) ১৫ জানুয়ারী
খ) ৭ মার্চ
গ) ১০ অক্টোবর
ঘ) ১৮ অক্টোবর

52219. গাড়ী চলে না, চলে না, নারে --------, গানের গীতিকার কে ?

ক) সজীব চৌধুরী
খ) বাপ্পা মজুমদার
গ) শাহ আব্দুল করিম
ঘ) দাশরথি রায়

52220. 'The Spirit of Islam' বইটির লেখক কে ?

ক) তিতুমীর
খ) হাজী শরীয়তউল্লাহ
গ) সৈয়দ আহমেদ
ঘ) সৈয়দ আমীর আলী

52221. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম -

ক) অপারেশন ক্লোজ ডোর
খ) অপারেশন সার্চ লাইট
গ) অপারেশন ক্লিন হার্ট
ঘ) অপারেশন ব্লু স্টার

52222. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -

ক) ১৭ এপ্রিল, ১৯৭১
খ) ২৫ মার্চ, ১৯৭১
গ) ১১ এপ্রিল, ১৯৭১
ঘ) ১০ জানুয়ারী, ১৯৭২

52223. মুজিবনগর কোথায় অবস্থিত?

ক) সাতক্ষীরায়
খ) মেহেরপুরে
গ) চুয়াডাঙ্গায়
ঘ) নবাবগঞ্জে

52224. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

ক) সিলেট জেলায়
খ) ঢাকা জেলায়
গ) রংপুর জেলায়
ঘ) ভোলা জেলায়

52225. বাংলাদেশের উপজাতি কোনটি ?

ক) হস্
খ) রাখাইন
গ) হটেনটট
ঘ) না

52226. 'ফাল্গুনী পূর্ণিমা' কাদের ধর্মীয় উৎসব ?

ক) চাকমাদের
খ) হিন্দুদের
গ) খ্রিস্টানদের
ঘ) বৌদ্ধদের

52228. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

ক) জানুয়ারি
খ) ফেব্রুয়ারি
গ) ডিসেম্বর
ঘ) নভেম্বর

52229. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

ক) জিকা
খ) ইউ. এন.ডি.পি
গ) বিশ্বব্যাংক
ঘ) আই.এম.এফ

52230. বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বৃহত্তম বাজার কোন দেশ?

ক) সৌদি আরব
খ) জাপান
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন

52231. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

ক) .৩১ জানুয়ারী ১৯৫২
খ) ২ ফেব্রুয়ারী ১৯৫২
গ) ১৮ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ) ২০ জানুয়ারী ১৯৫২

52232. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?

ক) গোপাল
খ) ধর্মপাল
গ) দেবপাল
ঘ) রামপাল

52233. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?

ক) ক্লাইভ
খ) ডালহৌসি
গ) ওয়েলেসলী
ঘ) জব চার্নিক

52234. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?

ক) জানুয়ারি,১৯৬৮
খ) মার্চ,১৯৬৮
গ) এপ্রিল,১৯৬৮
ঘ) মে,১৯৬৮

52235. ঢাকা জেলার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে?

ক) নাজমা সুলতানা
খ) জেসমিন আরা বেগম
গ) বেগম ফয়জুননেসা
ঘ) জেসমিন আরা সুলতানা

52236. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম -

ক) এ.এন. হামিদুল্লাহ
খ) এ.কে.এন. আহমদ
গ) নূরুল ইসলাম
ঘ) এস. বি. চৌধুরী

52237. যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে -

ক) সামরিক অভ্যুত্থান
খ) আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
গ) স্থলমাইন উদ্ধার
ঘ) মানবকল্যাণ কার্যক্রম

52238. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

ক) মালদ্বীপ
খ) শ্রীলংকা
গ) নেপাল
ঘ) ভুটান

52239. কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?

ক) ১৮৫৫ সালে
খ) ১৮৪০ সালে
গ) ১৮৪৬ সালে
ঘ) ১৮৪৮ সালে

52240. বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?

ক) বরিশাল
খ) চট্টগ্রাম
গ) খুলনা
ঘ) সিলেট

52241. 'To err is human , to forgive is divine' --- is written by -

ক) A. Tennyson
খ) W. Blake
গ) J. Milton
ঘ) Alexander Pope

52242. The meaning of the word 'Euphemism'?

ক) Vague idea
খ) In offensive expression
গ) a sonnet
ঘ) Wise saying

52243. Who compiled the first English Dictionary ?

ক) Adam Smith
খ) Dr. Johnson
গ) Edmund Burke
ঘ) Edward Gibbon

52244. Who wrote Madame Bovary ?

ক) Leo Tolstoy
খ) James Joyce
গ) E . M . Forster
ঘ) Gustave Flaubert

52245. 'Child is the father of a man' is taken from the poem of--

ক) W. Wordsworth
খ) S.T. Coleridge
গ) P.B. Shelley
ঘ) A.C. Swinburne

52246. Author of 'The Time Machine' is -

ক) T.S. Eliot
খ) Thomas Kdy
গ) Robert Herrick
ঘ) H.G. Wells

52247. "A Passage to India" is written by--

ক) E.M. Forster
খ) Rudyard Kipling
গ) Galls Worthy
ঘ) A.H. Auden

52248. Charles Dickens is a great ---?

ক) Poet
খ) Critic
গ) Play-Wright
ঘ) Novelist

52249. 'Phoenix' is --

ক) a mythological bird
খ) a kind of eagle
গ) a God of Greek mythology
ঘ) a leopard

52250. 'Into the --- of death rode the six hundred.'

ক) city
খ) tunnel
গ) mad
ঘ) valley

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore