বিষয়ঃ Other

52301. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is: A stone that rolls gathers no moss.

ক) Since a stone is rolling, it gathers no moss
খ) Though a stone rolls, it gathers no moss
গ) A stone what rolls gathers no moss
ঘ) A stone that rolls gathers no moss

52302. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?

ক) উত্তর আমেরিকা
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) দক্ষিন আমেরিকা

52303. 'আবু মুসা দ্বীপ' যে জলাশয়ে অবস্থিত?

ক) আরব সাগর
খ) বঙ্গোপসাগর
গ) পারস্য উপসাগর
ঘ) ক্যারিবিয়ান সাগর

52304. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa' তে কোন দেশটি অবস্থিত

ক) ইথিওপিয়া
খ) নাইজেরিয়া
গ) কেনিয়া
ঘ) সুদান

52305. জাপানের সবচেয়ে বড় দ্বীপ----

ক) হোক্কাইডো
খ) কিয়ুসু
গ) হনসু
ঘ) হিককু

52306. কিউবা কোন সমুদ্রে অবস্থিত?

ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভূ-মধ্যসাগর
ঘ) উত্তর মহাসাগর

52307. ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত?

ক) আফ্রিকা
খ) ইউরোপ
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) এশিয়া

52308. 'হার্মবুগ' কোন দেশের সমুদ্র বন্দর?

ক) ইংল্যান্ড
খ) সুইজারল্যান্ড
গ) লুক্সেমবার্গ
ঘ) জার্মানি

52309. He took shelter under a tree. Here the verb 'took' is -----?

ক) Transitive
খ) Intransitive
গ) Both 'a' and 'b'
ঘ) Neither 'a' nor 'b'

52310. Adverb of the word object ---?

ক) Objection
খ) Objective
গ) Objectable
ঘ) Objectively

52311. নিচের কোনটি Material Noun ?

ক) Ring
খ) River
গ) Book
ঘ) Paper

52312. Nobody ----- Alam knew the way.

ক) without
খ) but
গ) that
ঘ) beside

52313. Change the verb 'Lose' into noun -----?

ক) lost
খ) loose
গ) loss
ঘ) losing

52315. A bodyguard provides one --- protection.

ক) with
খ) for
গ) of
ঘ) to

52316. Which of the following words is a verb ?

ক) intention
খ) intellect
গ) interim
ঘ) interest

52317. Which one is Common Noun ?

ক) Truth
খ) Bank
গ) Victory
ঘ) Length

52318. Noun of the 'poor' is ---?

ক) Poorify
খ) Poority
গ) Poorness
ঘ) Poverty

52320. Which of the following is not an adjective ?

ক) humble
খ) humane
গ) humid
ঘ) humor

52321. It is --- acceptable to begin a sentence with and or but .

ক) always
খ) sometimes
গ) rarely
ঘ) no hard and fast rule

52322. কিউবা কোন সমুদ্রে অবস্থিত?

ক) প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর
গ) ভূ-মধ্যসাগর
ঘ) উত্তর মহাসাগর

52323. ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?

ক) ইউরোপ
খ) দক্ষিণ আমেরিকা
গ) উত্তর আমেরিকা
ঘ) এশিয়া

52324. বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?

ক) ক্রোয়েশিয়া
খ) লাটভিয়া
গ) পর্তুগাল
ঘ) কোনটিই না

52325. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa' তে কোন দেশটি অবস্থিত

ক) ইথিওপিয়া
খ) নাইজেরিয়া
গ) কেনিয়া
ঘ) সুদান

52326. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে--

ক) ইউরোপ ও আফ্রিকা
খ) এশিয়া ও ইউরোপ
গ) এশিয়া ও আস্ট্রেলিয়া
ঘ) আফ্রিকা ও এশিয়া

52327. ককেশাস অঞ্চলটি অবস্থিত--

ক) এশিয়া মহাদেশে
খ) আফ্রিকা মহাদেশে
গ) উত্তর আমেরিকায়
ঘ) ইউরোপ

52328. কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?

ক) আফগানিস্তান
খ) ভুটান
গ) মালদ্বীপ
ঘ) মায়ানমার

52329. ভূ-মধ্যসাগরীয় দেশ কোনটি?

ক) আলজেরিয়া
খ) সুদান
গ) ইরান
ঘ) ওমান

52330. নিচের কোন দেশটি আফ্রিকার নয়?

ক) আলবেনিয়া
খ) তিউনিসিয়া
গ) নাইজেরিয়া
ঘ) আলজেরিয়া

52331. ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) টেকচাঁদ ঠাকুর

52332. বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক) আলালের ঘরের দুলাল
খ) দুর্গেশনন্দিনী
গ) বিষাদসিন্ধু
ঘ) বাঁধনহারা

52333. একুশের প্রথম সংকলন করেন--

ক) শামসুর রাহমান
খ) সৈয়দ শামসুল হক
গ) মুনীর চৌধুরী
ঘ) হাসান হাফিজুর রহমান

52335. ‘কীর্তিনাশা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) আবুল হাসান
খ) নির্মলেন্দু গুণ
গ) শহীদ কাদরী
ঘ) মোহাম্মদ রফিক

52336. নিচের কোনটি মহাদেব সাহা রচিত নয়?

ক) এই গৃহ এই সন্ন্যাস
খ) মানব এসেছি কাছে
গ) এক যে ছিল নেংটি
ঘ) চাই বিষ অমরতা

52337. ‘রাজা যায় রাজা আসে’- কাব্যগ্রন্থের রচয়িতা-

ক) আবুল হুসেন
খ) নির্মলেন্দু গুণ
গ) আবুল হাসান
ঘ) শামসুর রাহমান

52338. বেগম সুফিয়া কামালের কবিতা কোনটি?

ক) বঙ্গসুন্দরী
খ) উর্ব্বসী
গ) চক্রবাক
ঘ) সাঁঝের মায়া

52339. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’-উক্তিটি কার?

ক) নির্মলেন্দু গুণ
খ) মোহাম্মদ মনিরুজ্জামান
গ) মহাদেব সাহা
ঘ) শামসুর রাহমান

52340. ‘মানুষের মানচিত্র’ কাব্যগ্রন্থটি কার রচনা?

ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ) শহীদ কাদরী
গ) সৈয়দ শামসুল হক
ঘ) নির্মলেন্দু গুণ

52341. কেরী সাহেবের মুনশী বলা হয়-

ক) রাম রাম বসুকে
খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ) চণ্ডীকরণ মুনশীকে
ঘ) গোলকনাশ শর্মাকে

52342. ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?

ক) জুলিয়াস সিজার
খ) হাম্বুরাবি
গ) সম্রাট আলেকজান্ডার
ঘ) এরিস্টটল

52343. পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়?

ক) গ্রীসে
খ) রোমে
গ) ব্যাবিলনে
ঘ) আনাতোলিয়ায়

52344. মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?

ক) চীন
খ) পেরু
গ) মেক্সিকো
ঘ) চিলি

52345. গনতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?

ক) ইংল্যান্ড
খ) গ্রীস
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ইতালি

52346. নারা সভ্যতা কোথায় উদ্ভব ঘটেছিলো?

ক) জাপান
খ) মঙ্গোলীয়া
গ) গ্রীস
ঘ) চীন

52347. 'মহেঞ্জোদারো' কোন সভ্যতার অংশ?

ক) মিসর
খ) সিন্ধু
গ) রোমান
ঘ) মেসোপটেমিয়া

52348. সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল?

ক) পিতৃতান্ত্রিক
খ) মাতৃতান্ত্রিক
গ) সমাজ কেন্দ্রিক
ঘ) এ ও বি উভয়ই

52349. রোমান সভ্যতা গড়ে উঠেছিল যে নদীর তীরে-----

ক) টাইগার
খ) টাইবার
গ) টাইগ্রিস
ঘ) দজলা

52350. পৃথিবীর প্রথম মানচিত্র অংকন করেন কারা?

ক) মিশরীয়রা
খ) গ্রিকরা
গ) রোমানরা
ঘ) চীনারা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore