বিষয়ঃ Other
52452. 60 kg ভরের একজন দৌড়বিদ 12.5 sec এ 100 m দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত জুল হবে ?
52454. কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় সংখ্যাটি কত?
52455. কোন কিছু (ধরা যাক, জনসংখ্যা) বৃদ্ধির ধারা যদি ২, ৪, ৮, ১৬, ৩২ ইত্যাদি এই হারে বৃদ্ধি হতে থাকে তাহলে ঐ বৃদ্ধির হারকে কি বলা হয়?
52456. 1 - 1 + 1 - 1 + ------------------ এর ধারাটির (2n + 1) পদের সমষ্টি হবে?
52458. 1³ + 2³ + 3³ + 4³ + ............... + 20³ = কত?
52464. 'The Spirit of Islam' বইটির লেখক কে ?
52465. এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হলেন -
52468. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
52469. ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
52471. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
52472. কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
52473. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
52475. চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
52476. বস্তুর ভর বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন ঘটে?
52479. x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?
52482. সমীকরণমালাঃ x + 2y - z = 5; 2x + 3y + z = 11; 3x - y + 3z = 7
52485. 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান-
52488. এক ব্যক্তির ১২০ দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন এবং এজন্য তাকে ৬% হার সুদে ৩৬০ টাকা পরিশোধ করতে হল। তিনি কত টাকা ধার নিয়েছিলেন?
52489. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ১৯/৪% হওয়ায় এক ব্যক্তির ৮০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত ছিল?
52490. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
52492. কোন আসল ৩ বছরে সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদ আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার কত?
52494. সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬৫০ টাকার ছয় বছরের সুদ হবে?
52495. ২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
52497. বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
52498. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
52500. বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?