বিষয়ঃ Other
52151. একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
52153. এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব---
52154. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
52155. ৩০০০০০ টাকা মূল্যের একটি কার ২৭৯০০০ টাকায় বিক্রয় করা হল। ছাড়ের হার কত?
52156. পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
52158. ৪২ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ৪ : ৩। এতে আর কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ৫ : ৩ হবে?
52161. শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরী?
52162. সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়'- উক্তিটি কার?
52164. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
52165. 'সুবর্ণ মধ্যক' হলো--
52166. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
52167. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
52169. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-
52171. মঙ্গলগ্রহে অবতরণকারী খেয়াযানটির নাম কি?
52175. মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
52177. মালাক্কা প্রণালীর অবস্থান?
52180. ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী 'ব্যাবিলন' কোন নদীর তীরে অবস্থিত?
52182. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?
52183. জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
52184. গ্রিসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
52187. কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
52194. Man is the measure of all things, উক্তিটি কার?
52197. টুয়োন্টি ২০ ক্রিকেট বিশ্বকাপে কে প্রথম হ্যাট্রিক করেন?