বিষয়ঃ Other

52151.

পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে--

ক) নিউট্রন ও প্রোটেনের সংখ্যা সমান
খ) প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ) নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ঘ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
Note :

ইলেকট্রন , প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে একটি পরমাণু গঠিত । নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে গঠিত হয় পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে থাকে। নিউক্লিয়াসের প্রোটন ধনাত্মক চার্জযুক্ত , নিউট্রন চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সর্বদা যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে। তাই ঋণাত্মক ও ধনাত্মক চার্জ সমান থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।

52152. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল --

ক) জিপসাম
খ) বালি
গ) সাজিমাটি
ঘ) চুনাপাথর

52153. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

ক) অপবর্তনে
খ) আলোর বিচ্ছুরণে
গ) বায়ুমন্ডলের প্রতিসরণে
ঘ) দৃষ্টিভ্রমে

52154. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

ক) ৬ ঘন্টা ১৩ মিনিট
খ) ৮ ঘন্টা
গ) ১২ ঘন্টা ২০ মিনিট
ঘ) ১৩ ঘন্টা ১৫ মিনিট

52155. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?

ক) আইবিএম, ১৯৮৩
খ) এপসন, ১৯৮১
গ) অ্যাপল, ১৯৭৭
ঘ) কম্প্যাক, ১৯৮৫

52156. বিলুরুবিন তৈরি হয়--

ক) পিত্ত থলিতে
খ) কিডনীতে
গ) প্লীহায়
ঘ) যকৃতে

52157. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?

ক) সোডিয়াম বাই-কার্বনেট
খ) পটাশিয়াম বাই-কার্বনেট
গ) মনো সোডিয়াম গ্লুটামেট
ঘ) সোডিয়াম গ্লুামেট

52158. বৈদ্যুতিক ক্ষমতার একক--

ক) এম্পেয়ার
খ) ওহম
গ) ভোল্ট
ঘ) ওয়াট

52159. শব্দ তরঙ্গ চলতে পারে না--

ক) শূন্য মাধ্যমে
খ) কঠিন মাধ্যমে
গ) তরল মাধ্যমে
ঘ) বায়বীয় মাধ্যমে

52160. গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ--

ক) সাদা কাপড়ের তাপ বিকিরণ বেশি
খ) সাদা কাপড় তাপ শোষণ করে না
গ) সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
ঘ) সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি

52161. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?

ক) লাল আলো
খ) হুলদ আলো
গ) বেগুনী আলো
ঘ) নীল আলো

52162. ”তাসের ঘর” এর অর্থ কি?

ক) বিশৃঙ্খলা
খ) এলোমেলো
গ) তাস খেলা ঘর
ঘ) ক্ষণস্থায়ী

52163. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

ক) সারদা দেবী
খ) চন্দ্রাবতী
গ) স্বর্ণকুমারী দেবী
ঘ) সুফিয়া কামাল

52164. কোন ভাষার সাহিত্যে গম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

ক) কথ্য ভাষায়
খ) আঞ্চলিক ভাষায়
গ) সাধু ভাষায়
ঘ) চলিত ভাষায়

52165. বিশুদ্ধ বানান কোনটি?

ক) দূষণীয়
খ) দোষণীয়
গ) দূষণিয়া
ঘ) দোষণিয়

52166. . কোন বানানটি শুদ্ধ?

ক) অহংকার
খ) অহঙ্কার
গ) অহঞ্ঝার
ঘ) ক ও খ দুটিই

52167. ”চাঁদ মুখ” কোন সমাস?

ক) অব্যয়ীভাব
খ) রূপক
গ) উপমিত
ঘ) উপমান

52168. ”অর্ধম” শব্দের সমস্যমান পদ কোনটি?

ক) নয় ধর্ম
খ) ধর্ম নেই যার
গ) ধর্মহীন যে
ঘ) ধর্মের অভাব

52169. পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে--

ক) অলুক সমাস
খ) রূপক সমাস
গ) নিত্য সমাস
ঘ) প্রাদি সমাস

52170. ”ঘোটক” শব্দের অর্থ কি?

ক) ঘটক
খ) ঘোড়া
গ) উপদেশ
ঘ) গতি

52171. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

ক) অমাবষ্যার চাঁদ, আকাশ কুসুম
খ) আকাশে তোলা, আষাঢ়ে গল্প
গ) অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
ঘ) অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস

52172. ”কুল কাঠের আগুন” এর প্রকৃত অর্থ কি?

ক) কাঠের পুতুল
খ) কৃপমন্ডুক
গ) তীব্র জ্বালা
ঘ) কেতাদুরস্ত

52173. ”নন্দিত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) খারাপ
খ) ভালো
গ) নিন্দিত
ঘ) মন্দ

52174. ”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?

ক) করণ কারকে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) কর্তৃকারকে সপ্তমী
ঘ) অপাদানে পঞ্চমী

52176. ”বিদিত” শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অজ্ঞাত
খ) গৃহীত
গ) বিদীর্ণ
ঘ) বিসর্জন

52177. পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে---

ক) পিতা + আলয়
খ) পিত্রা + লয়
গ) পিত্রি + লয়
ঘ) পিতৃ + আলয়

52178. ”বাঙ্গালীর ইতিহাস” বইটির লেখক কে?

ক) আর সি মজুমদার
খ) আবদুল করিম
গ) নীহার রঞ্জন রায়
ঘ) অধ্যাপক সুনীত

52179. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিতি লেখা কোনটি?

ক) মুক্তি
খ) বাউন্ডেলের আত্মকাহিনী
গ) হেনা
ঘ) বিদ্রোহী

52180. মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?

ক) রামায়ণ
খ) মহাভারত
গ) ভগবৎ
ঘ) কুমারসম্ভব

52181. "নীলদর্পণ” নাটকটি কার লেখা?

ক) ইব্রাহীম খাঁ
খ) ডি. এল. রায়
গ) মীর মোশাররফ হোসেন
ঘ) দীনবন্ধু মিত্র

52182. Choose the correct sentence:

ক) He gave the examination
খ) He appeared at the examination
গ) He want for examination
ঘ) he passed at the examination

52183. Antonym of the word 'futile' is-

ক) Useful
খ) Useless
গ) Idle
ঘ) Comical

52184. কোন বানানটি শুদ্ধ?

ক) Commission
খ) Commision
গ) Comission
ঘ) Comision

52185. The adjective took place long ago. Here the word 'ago' is a/an

ক) Adjective
খ) Adverb
গ) Noun
ঘ) Pronoun

52186. Who wrote 'Beauty is truth, truth is beauty'?

ক) Shakespeare
খ) Wordsworth
গ) Keats
ঘ) Eliot

52188. Choose the correct sentence :

ক) Go to featch some water
খ) Go and fetch some water for me.
গ) Fetch and bring some water for me
ঘ) Fetch some water for me.

52189. None of the word 'rely' is-

ক) reliment
খ) reliance
গ) rely
ঘ) None

52190. Which one is the correct sentence?

ক) I injsist on your goint there.
খ) I insist you to go there
গ) I insist upon your to go there.
ঘ) I insist yourself to go there.

52191. he synonym of 'Tedious' is-

ক) Amusing
খ) Quick
গ) Dull
ঘ) Exciting

52192. 'To keep the wolf away from the door' means

ক) to keep away from extreme poverty.
খ) To keep off an unwanted and undesirable person.
গ) to keep alive.
ঘ) to keep the difficulties and dangers in check.

52193. 'Throw cold water on' means-

ক) Damp the spirits
খ) Throwing of cold water
গ) lee water
ঘ) None

52196. Identify the correct passive form of "He is going to open a shop".

ক) He is being gone to open a shop.
খ) A shop is being gone opened by him.
গ) A shop will be opened by him.
ঘ) A shop is going to be opened by him.

52197. "What is wanted by him"? বাক্যের পরিবর্তিত voice হবে----

ক) What do he want?
খ) What did he want?
গ) What does he want?
ঘ) What is he wants?

52198. Report the following in indirect speech : Nafisa said, "I must write a letter."

ক) Nafisa said that she had to write a letter.
খ) Nafisa said that she had been to write a letter.
গ) Nafisa said that she has to write a letter.
ঘ) None of these

52199. A rolling stone gathers no moss. What "rolling" is?

ক) Gerund
খ) Verbal noun
গ) Participle
ঘ) Adjective

52200. What is the noun form of "Accept"

ক) Acceptable
খ) Acceptably
গ) Acceptance
ঘ) Acceptablying

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore