বিষয়ঃ Other

52159. এক বর্গমাইল=কত একর?

ক) ৬৪০
খ) ৬৪২
গ) ৪৬০
ঘ) ৬৪৮

52160. ০.৪ × ০.০২ × ০.০৮ =?

ক) ০.৬৪
খ) ০.০৬৪
গ) ০.০০০৬৪
ঘ) ৬.৪০

52161. শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরী?

ক) স্বীকৃতি
খ) স্নেহ
গ) সাফল্য
ঘ) উল্লেখিত সব কটি

52163. মূল্যবোধের চালিকা শক্তি-

ক) উন্নয়ন
খ) গণতন্ত্র
গ) সংস্কৃতি
ঘ) সুশাসন

52164. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

ক) রাজনীতি
খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
গ) সংবাদ মাধ্যম
ঘ) যুবশক্তি

52165. 'সুবর্ণ মধ্যক' হলো--

ক) গাণিতিক মধ্যমান
খ) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
গ) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
ঘ) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

52166. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ) আইনের শাসন
গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

52167. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-

ক) দুর্নীতি দুর হয়
খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
গ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
ঘ) কোনটিই নয়

52168. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো--

ক) স্বাধীনতা
খ) ক্ষমতা
গ) কর্মদক্ষতা
ঘ) জনকল্যাণ

52169. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো-

ক) সরকার পরিচালনায় সাহায্য করা
খ) নিজের অধিকার ভোগ করা
গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
ঘ) নিয়মিত কর প্রদান করা

52170. সভ্য সমাজের মানদণ্ড হলো-

ক) গণতন্ত্র
খ) বিচার ব্যবস্থা
গ) সংবিধান
ঘ) আইনের শাসন

52171. মঙ্গলগ্রহে অবতরণকারী খেয়াযানটির নাম কি?

ক) ডিসকভারি
খ) ক্যাসিনি
গ) চ্যালেঞ্জার
ঘ) পাথফাইন্ডার

52172. কোন বছর আমেরিকা আবিস্কৃত হয়?

ক) ১৪৮৭
খ) ১৪৫৮
গ) ১৫৫৭
ঘ) ১৪৯২

52174. কোনটি নদীমাতৃক সভ্যতা নয়?

ক) সিন্ধু
খ) ব্যবিলনীয়
গ) রোমান
ঘ) চৈনিক

52175. মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?

ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) রাশিয়া
ঘ) ইংল্যান্ড

52176. বিশ্বে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে?

ক) ভারত
খ) চীন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) মালয়েশিয়া

52177. মালাক্কা প্রণালীর অবস্থান?

ক) পশ্চিম এশিয়া
খ) দক্ষিণ এশিয়া
গ) পূর্ব এশিয়া
ঘ) দক্ষিণ - পূর্ব এশিয়া

52178. প্রথম মহাযুদ্ধ কোন সনে শুরু হয়?

ক) ১৯১৪
খ) ১৯১৮
গ) ১৯৪০
ঘ) ১৯৪৪

52179. ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?

ক) স্পেন
খ) আর্জেন্টিনা
গ) পর্তুগাল
ঘ) ইংল্যান্ড

52180. ইরাকের প্রাচীন ঐতিহাসিক নগরী 'ব্যাবিলন' কোন নদীর তীরে অবস্থিত?

ক) শাত-ইল-আরব
খ) নীলনদ
গ) ইউফ্রেটিস
ঘ) টাইগ্রিস

52181. ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?

ক) নাগাসাকি
খ) নিউইয়র্ক
গ) টরন্টো
ঘ) হিরোশিমা

52182. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?

ক) ইয়াসির আরাফাত
খ) কফি আনান
গ) ওসামা বিল লাদেন
ঘ) অ্যারিয়েল শ্যারন

52183. জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-

ক) অ্যাম্বাসেডর
খ) হাইকমিশনার
গ) অ্যাটাশে
ঘ) সেক্রেটারী

52184. গ্রিসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

ক) ইতিকা দাচ্চি
খ) হেলেন ক্লার্ক
গ) মারিও দ্রামি
ঘ) ভাসিলিকি থানৌ

52185. 'ইন্ডিয়া হাউস' কোথায় অবস্থিত?

ক) দিল্লি
খ) লন্ডন
গ) নিউইয়র্ক
ঘ) সিমলা

52186. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?

ক) ক্যালিফর্নিয়া
খ) ওয়াশিংটন
গ) নিউইয়র্ক
ঘ) টেক্সাসে

52188. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?

ক) হেলভেটিয়া
খ) রোডেশিয়া
গ) ডয়েল্যান্ড
ঘ) সলসবেরি

52189. P5 + 1 এর পূর্বনাম কি?

ক) P5 + 2
খ) EU2
গ) P5
ঘ) EU3

52190. 'ইমাদ' কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?

ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) ইরান
ঘ) ইসরাইল

52192. লিথুয়ানিয়ার আইনসভার নাম কি?

ক) মজলিস
খ) পার্লামেন্ট
গ) স্টেট অ্যাসেম্বলি
ঘ) সীম

52193. ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়-

ক) উম্মে হাফিজা
খ) উম্মে কুলসুম
গ) উম্মে সাদিয়া
ঘ) উম্মে মারিয়ম

52194. Man is the measure of all things, উক্তিটি কার?

ক) পাথাগােরাস।
খ) জাজয়াস
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) আল্লামা ইকবাল

52195. হ্যালোইন কি?

ক) ধর্মীয় উৎসব
খ) রাজনৈতিক উৎসব
গ) বিজয় উৎসব
ঘ) স্বাধীনতা উৎসব

52196. আন্তর্জাতিক 'রেডক্রস দিবদ' কবে পালিত হয়?

ক) ১ ডিসেম্বর
খ) ১ মে
গ) ৮ মে
ঘ) ৮ মার্চ

52197. টুয়োন্টি ২০ ক্রিকেট বিশ্বকাপে কে প্রথম হ্যাট্রিক করেন?

ক) শন পোলক
খ) মোহাম্মদ আসিফ
গ) শ্রীশান্ত
ঘ) ব্রেটলি

52199. টেকসই উন্নয়ন লক্ষ্য কত বছর মেয়াদি?

ক) ১৫ বছর
খ) ১৩ বছর
গ) ১০ বছর
ঘ) ১২ বছর

52200. শ্রীলঙ্কার মুদ্রার নাম--

ক) ডলার
খ) পাউন্ড
গ) টাকা
ঘ) রুপী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore