বিষয়ঃ Other

52102. ১২ এর কত শতাংশ ১৮ হবে ?

ক) ১১০
খ) ১৫০
গ) ১২৫
ঘ) ১৬০

52103. ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) পটল গাছ হতে পটল তোলা
খ) পটল খাওয়া
গ) পরীক্ষায় ফেল করা
ঘ) মারা যাওয়া

52104. জয় করিবার ইচ্ছা---

ক) জিঘাংসা
খ) বিজিগীষা
গ) জিতেন্দ্রিয়
ঘ) জিগীষা

52105. 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

ক) আরবি
খ) জাপানি
গ) তুর্কি
ঘ) ফারসি

52106. কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-

ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ) শক্ত ধাতব অংশ
ঘ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

52109. অ্যাবাকাস কি?

ক) এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ) এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ) এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র
ঘ) এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান

52111. লজিক গেটে আউটপুট থাকে--

ক) একটি
খ) তিনটি
গ) দুইটি
ঘ) একটিও না

52112. ১ মেগাবাইট = কত কিলোবাইট?

ক) ১০০০
খ) ৫১২
গ) ১০২৬
ঘ) ১০২৪

52113. ইন্টারনেট কবে চালু হয়?

ক) ১৯৮১ সালে
খ) ১৯৭০ সালে
গ) ১৯৬০ সালে
ঘ) ১৯৬৯ সালে

52114. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক) প্রিন্টার
খ) স্ক্যানার
গ) মনিটর
ঘ) ওপরের কোনটিই নয়

52115. প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?

ক) অ্যালটেয়ার ৮৮৮৮
খ) অ্যালটেয়ার ৮৮০০
গ) অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ) অ্যালটেয়ার ৮০৮০

52116. ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে, তাকে কি বলে ?

ক) ধ্বনি
খ) ক্রিয়া বিশেষণ
গ) ধাতু
ঘ) উপসর্গ

52118. কোনগুলো দিয়ে লিপষ্টিক তৈরি হয়?

ক) গ্রীজ এবং গ্লিসারিন
খ) গ্রীজ এবং দ্রাবক
গ) গ্লিসরিন ও রঞ্জক
ঘ) গ্রীজ, রঞ্জক এবং একটি দ্রাবক

52119. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) পানি যোজন

52121. জলজ শামুক, ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?

ক) কার্বনেট
খ) সালফেট
গ) ফসফেট
ঘ) নাইট্রেট

52122. টেলিভিশন আবিষ্কার করেন-

ক) এডিসন
খ) ফ্যারাডে
গ) এফ বি মোর্স
ঘ) জন এল বেয়ার্ড

52123. শব্দের একক কি?

ক) ডেসিবল
খ) ওহম
গ) নিউটন
ঘ) ডাইন

52125. একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

ক) রেজিস্টেন্স হিসাবে
খ) ক্যাপাসিটর হিসাবে
গ) ট্রান্সফর্মার হিসাবে
ঘ) রেক্টিফায়ার হিসাবে

52126. আকাশে রংধনু সৃষ্টির কারণ

ক) ধুলিকণা
খ) বায়ুস্তর
গ) বৃষ্টির কণা
ঘ) অতিবেগুনি রশ্মি

52127. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?

ক) আলট্রা-ভায়োলেট রশ্মি
খ) বিটা রশ্মি
গ) আলফা রশ্মি
ঘ) গামা রশ্মি

52128. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়?

ক) বেকেরেল রশ্মি
খ) x- রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) বিটা রশ্মি

52129. লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে

ক) ধমনীর মাধ্যমে
খ) শিরার মাধ্যমে
গ) লসিকা নালীর মাধ্যমে
ঘ) কৈশিক নালিকার মাধ্যমে

52130. নিচের কোনটি একবীজপত্রী

ক) ছোলা
খ) ভুট্টা
গ) মটর
ঘ) সীম

52131. নিচের কোনটি একবীজপত্রী

ক) ছোলা
খ) ভুট্টা
গ) মটর
ঘ) সীম

52132. কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে

ক) ব্রায়োফাইটা
খ) টেরিডোফাইটা
গ) শৈবাল
ঘ) ছত্রাক

52133. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো --

ক) অর্থ সাশ্রয়
খ) সময় সাশ্রয়
গ) স্থানের সাশ্রয়
ঘ) উপরের সবকটি

52134. এপিকালচার বলতে কি বুঝায়?

ক) রেশম চাষ
খ) মৎস্য চাষ
গ) মৌমাছি পালন
ঘ) পাখি পালন বিদ্যা

52135. কোষ আবিষ্কার করেন কে?

ক) রবার্ট হুক
খ) রবার্ট ব্রাউন
গ) রবার্ট চার্লস
ঘ) রবার্ট সেইডন

52139. কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের--

ক) পরিধিতে অবস্থিত হবে
খ) কেন্দ্র ও পরিধির মধ্যস্থানে অবস্থিত হবে
গ) কেন্দ্রে অবস্থিত হবে
ঘ) ব্যাস ভিন্ন জ্যায়ে অবস্থিত হবে

52141. একটি সমকোণে থাকে---

ক) ৬০°
খ) ৯০°
গ) ১৮০°
ঘ) ১২০°

52142. A = {2,e} হলে P(A) কোনটি?

ক) { {2}, {e} }
খ) { {2}, {e}, {2,e} }
গ) {}
ঘ) { {2}, {e}, {2,e}, {∅} }

52145. কোন শর্তে log 1/a = 0?

ক) a > 0, a ≠ 1
খ) a ≠ 0, a > 1
গ) a > 0, a = 1
ঘ) a ≠ 1, a < 0

52146. ১ + ৩ + ৫ + ............... + ২১ সমান কত হবে?

ক) ১২২
খ) ১১৯
গ) ১২০
ঘ) ১২১

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore