বিষয়ঃ Other

51901. ১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?

ক) ব্যামফিল্ড ফুলার
খ) লর্ড মিন্টো
গ) লর্ড কার্জন
ঘ) ওয়ারেন হেস্টিংস

51902. উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড ওয়্যাভেল

51903. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করা হয় কোন সালে ?

ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৭৯৩ সালে
ঘ) ১৯৬৫ সালে

51905. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক) ১৯০৬
খ) ১৯১১
গ) ১৯১৬
ঘ) ১৯৪৫

51906. ‘উচ্ছাস’ শব্দটি কোন্ সন্ধির অন্তর্গত?

ক) নিপাতনে সিদ্ধ সন্ধির
খ) স্বরসন্ধির
গ) বিসর্গ সন্ধির
ঘ) ব্যঞ্জন সন্ধির

51907. 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি--

ক) গৈ + অক
খ) গৌ + অক
গ) গায় + অক
ঘ) গায় + অক

51908. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক) বাক + দান = বাগদান
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর
ঘ) সম + সার = সংসার

51909. 'অন্বেষণ' এর সন্ধি বিচ্ছেদ -

ক) অনু + ষণ
খ) অনু + এষণ
গ) অন্বে + ষণ
ঘ) অন্বে + এষণ

51910. একচ্ছত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

ক) এক + চ্ছত্র
খ) এক + ছত্র
গ) এক + চত্র
ঘ) একা + চত্র

51911. 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) দ্বীপ+আয়ন
খ) দ্বীপ+অয়ন
গ) দ্বিপ+অনট
ঘ) দ্বীপ+অনট

51912. দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে?

ক) সন্ধি
খ) সমাস
গ) পদ
ঘ) বচন

51913. ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অন্য+আন্য
খ) অন্যা+অন্য
গ) অন্য+অন্য
ঘ) অন্যা+অন্যা

51914. 'কথামৃত' শব্দটি কোন সুত্রানুযায়ী হয়েছে ?

ক) আ-কারের পর অ-কার যুক্ত হয়ে
খ) অ-কারের পর অ -কার যুক্ত হয়েছে
গ) আ-কারের পর আ-কার যুক্ত হয়ে
ঘ) অ-কারের পর আকার যুক্ত হয়ে

51915. ‘পর্যন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পর+যন্ত
খ) পরি+অন্ত
গ) পর্য+অন্ত
ঘ) পর্য+ন্ত
Note : BCS Target Apps দিয়ে খুব সহজে পরিক্ষা দিন । মনে রাখবেন BCS Target website / apps এর সকল কোর্স একদম ফ্রি । BCS Target ইউটিউব চ্যানেলে চাকরির প্রস্তুতির জন্য গণিত সহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে

51916. x-1/x=√5 হলে x³-1/x³ = কত ?

ক) 8√5
খ) 10 √2
গ) 5
ঘ) 8

51918. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ---

ক) চট্টগ্রামে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়
গ) কুষ্টিয়ার মুজিবনগরে
ঘ) কলকাতার বাংলাদেশ মিশনে

51919. মাকড়সার পা আছে ---

ক) ৪টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ১০টি

51920. 'ঢেউ' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) বারি
খ) অম্বু
গ) বীচি
ঘ) বারিধি

51921. 'শেষের কবিতা' উপন্যাসটির রচয়িতা কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জহির রায়হান

51922. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' কবিতাংশটুকু কার লেখা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান
ঘ) শেখ ফজলুল করিম

51923. "To break the ice"--- phrase --টির অর্থ কি?

ক) To start a conversation
খ) To end the hostility
গ) To end up partnership
ঘ) to start quarreling

51924. 'I shall do the work'--- বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে----

ক) The work is to be done by you.
খ) The work will be done by you.
গ) The work will be done by me.
ঘ) The work has been done by you.

51925. He was only a yard off me এখানে ' off ' শব্দটি--

ক) Adverb
খ) Preposition
গ) Conjunction
ঘ) Adjective
Note : BCS Target Apps দিয়ে খুব সহজে পরিক্ষা দিন । ৬০ দিনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির রুটিন প্রকাশ হয়েছে । ১৫০ দিনে ১৫০ টি পরিক্ষার মাধ্যমে বিসিএস সিলেবাস সম্পন্ন করা হবে। মনে রাখবেন BCS Target website / apps এর সকল কোর্স একদম ফ্রি ।

51926. বক্সারের যুদ্ধ হয়-

ক) ১৭৬৪ সালে
খ) ১৭৭০ সালে
গ) ১৬৫০ সালে
ঘ) ৬৫০ সালে

51927. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?

ক) ফকির মজনু শাহ্‌
খ) দুদু মিয়া
গ) তিতুমীর
ঘ) মীর কাশিম

51928. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলান্দাজর
ঘ) পর্তুগীজরা

51929. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষনা?

ক) তিতুমীর
খ) ফকির মজনু শাহ
গ) হাজী শরীয়ত উল্লাহ
ঘ) দুদু মিয়া
Note : পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯- ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা।বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন এক অন্যতম মহানায়ক।জমি থেকে খাজনা আদায় আল্লহর আইনের পরিপন্থি- এটি দুদু মিয়ার ঘোষনা

51930. প্রথম বার কত সালে বাংলা বিভক্ত হয়?

ক) ১৭৫৪
খ) ১৭৫৭
গ) ১৯০৫
ঘ) ১৮৫৭

51931. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ইংরেজি কত সালে ঘটে?

ক) ১৯৭৬
খ) ১৯০৪
গ) ১৭৭০
ঘ) ১৭৭৬
Note : ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুভির্ক্ষ ইংরেজি ১৭৭০ সালে ঘটে

51932. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?

ক) লর্ড কর্নওয়ালিস
খ) রাজা রামমোহন রায়
গ) লর্ড বেণ্টিক
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note : সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন লর্ড বেণ্টিক

51933. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড কার্জন
খ) লর্ড মাউন্টব্যাটেন
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) লর্ড ওয়াভেল
Note : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন

51934. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করা হয় কোন সালে ?

ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৭৯৩ সালে
ঘ) ১৯৬৫ সালে
Note : চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সনে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের (সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি।

51935. উপমহাদেশের সর্বশেষ গভর্নর কে ছিলেন?

ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড ওয়্যাভেল

51936. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?

ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলান্দাজর
ঘ) পর্তুগীজরা
Note : BCS Target YouTube channel এ নিয়মিত গণিতের উপর ভিডিও আপলোড হচ্ছে যাদের গণিতে সমস্যা তারা ভিডিও গুলো দেখতে পারেন।

51937. কোনটি সঠিক ?

ক) ঘণ্টা
খ) কাণ্ড
গ) তৃন
ঘ) বর্ন

51939. ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?

ক) ণ-ত্ব বিধান
খ) স্বাভাবিক নিয়ম
গ) ষ-ত্ব বিধান
ঘ) ণ-ত্ব ও ষ-ত্ব বিধান

51940. নিচের কোন উক্তিটি সঠিক?

ক) ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
খ) বিস্ময়, বিস্মিত, সুস্বপ্ন ইত্যাদি শব্দের ‘স’ ‘ষ’ হয়
গ) দেশী ও বিদেশী শব্দে ‘ষ’ হয়
ঘ) তদ্ভব, দেশী ও বিদেশী শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়

51941. ঋ, র, ষ এর পরে কি হয় ?

ক) ণ
খ) ন্ন
গ) ন
ঘ) ন্য

51942. কোন বানানটি শুদ্ধ নয় ?

ক) ব্রাহ্মন
খ) উষ্ণ
গ) কঙ্কন
ঘ) বাণ

51943. 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?

ক) ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
খ) ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
গ) ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
ঘ) স্বাভাবিক নিয়মনুযায়ী

51946. 2x²-xy-6y² এর উৎপাদক -

ক) (2x+3y) (x-2y)
খ) (2x-3y) (x+2y)
গ) (x+3y) (2x-2y)
ঘ) (2x-3y) (2x + 2y)

51948. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ) ১২ অক্টোবর, ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
ঘ) ১২ অক্টোবর, ১৯৭৩

51949. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক) ছেড়া দ্বীপ
খ) নিঝুম দ্বীপ
গ) মহেশখালী
ঘ) সেন্টমার্টিনস

51950. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) ওলকপি
খ) কবিগুরু
গ) আটঘাট
ঘ) ঊনপাঁজুরে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore