বিষয়ঃ Other

51801. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?

ক) নীল আলোতে
খ) বেগুনী আলোতে
গ) লাল আলোতে
ঘ) সবুজ আলোতে
Note : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস হলো আলো। লাল আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। উদ্ভিদের সবুজ অংশে বিশেষ করে পাতায়, কচি সবুজ কান্ডে এবং সবুজ বীজপত্রে সালোক সংশ্লেষণ হয়। কিন্তু উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষণ হয় না। সালোক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা 22-35° C।

51802. পৃথিবীতে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?

ক) পাহাড়ের উপর
খ) মেরু অঞ্চলে
গ) বিষুব অঞ্চলে
ঘ) খনির অভ্যন্তরে

51803. ”মিউকর” কি?

ক) একটি ছত্রাক
খ) একটি শৈবাল
গ) ব্যাকটেরিয়া
ঘ) ভাইরাস

51804. "Dead Sea" কোথায় অবস্থিত?

ক) ইরাক এবং জর্ডান এর মধ্যে
খ) মিসর ও জর্ডানের মধ্যে
গ) ইরাক ও তুরস্কের মধ্যে
ঘ) ইসরাইল ও জর্ডানের মধ্যে

51805. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?

ক) ১০টি
খ) ৯টি
গ) ৭টি
ঘ) ৫টি

51806. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত?

ক) প্রথম ভার্সাই চুক্তি
খ) বার্লিন চুক্তি
গ) স্বাধীনতা চুক্তি
ঘ) ওয়াশিংটন চুক্তি

51807. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?

ক) ৭ মার্চ
খ) ৭ এপ্রিল
গ) ১২ এপ্রিল
ঘ) ৭ মে

51808. ANZUS কোন ধরনের সংগঠন?

ক) অর্থনৈতিক
খ) রাজনৈতিক
গ) সামরিক
ঘ) আঞ্চলিক

51809. বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?

ক) মেহগনি
খ) ইউক্যালিপটাস
গ) নারিকেল
ঘ) বৈলাম

51810. উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন?

ক) ডা. জোহরা বেগম কাজী
খ) মনজুলা ময়মুন
গ) ডা. মমতাজ বেগম
ঘ) ডা. ফিরোজা বেগম

51811. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?

ক) ফ্রান্স
খ) চীন
গ) জাপান
ঘ) কানাডা

51813. ”ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) সরল
খ) বঙ্কিম
গ) বেঁটে
ঘ) ভঙ্গুর

51814. সঠিক উত্তর কোনটি?

ক) হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
খ) গম্ভীর ধ্বনি = বুক্কন
গ) হয়ত হবে = সম্ভাব
ঘ) যা লাফিয়ে চলে = তুরগ

51815. . অশুদ্ধ শব্দ কোনটি?

ক) প্রত্যুষ
খ) বীণাপানি
গ) মূঢ়
ঘ) চরিত্র

51816. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ---

ক) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
খ) ভবিষ্যত, ভৌগলিক, যক্ষা
গ) যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
ঘ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

51817. নিচের কোনটি শুদ্ধ?

ক) সৌজন্নতা
খ) সৌজন্যতা
গ) সৌজন্ন
ঘ) সৌজন্য

51818. ”ঝাঁকের কই” বাগধারাটির অর্থ-

ক) অসম্ভব চালাক
খ) একই দলের লোক
গ) একতাই বল
ঘ) বর্ষাকালীন মাছ

51819. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?

ক) বকধার্মিক, ভিজা বেড়াল
খ) রুই-কাতলা, কেউকেটা
গ) বকধার্মিক, বিড়াল তপস্বী
ঘ) অমাবশ্যার চাঁদ, আকাশ কুসুম

51820. ”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?

ক) অগভীর সতর্ক নিদ্রা
খ) কাকের নিদ্রার ন্যায়
গ) অনিষ্ট চিন্তা
ঘ) কপট নিদ্রা

51821. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

ক) আরবি
খ) ফারসি
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত

51822. কোন শব্দটি তৎপুরুষ শব্দ?

ক) কালি-কলম
খ) মধুমাখা
গ) দশানন
ঘ) মাতাপিতা

51823. জসীমউদ্‌দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?

ক) নকশী কাঁথার মাঠ
খ) সোজনবাদিয়ার ঘাট
গ) সকিনা
ঘ) রাখালী

51824. ”কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে?

ক) ১৩টি
খ) ৯৬টি
গ) ১০২টি
ঘ) ১১৮টি

51825. ”অপরাজিত” উপন্যাসের লেখক--

ক) বিভুতিভূষণ বন্দোপাধ্যায়
খ) মানিক বন্দোপাধ্যায়
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

51826. ”ক্রীতদাসের হাসি” উপন্যাসের লেখক--

ক) আহসান হাবীব
খ) সৈয়দ ওয়ালী উল্লাহ
গ) শওকত ওসমান
ঘ) আবুল ফজল

51827. ”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?

ক) করণ কারক
খ) অপাদান কারক
গ) সম্প্রদান কারক
ঘ) অধিকরণ কারক

51828. ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় দ্বিতীয়া
খ) অপাদানে ৭মী
গ) কর্মে দ্বিতীয়া
ঘ) অধিকরণে ৭মী

51829. ঐতিহাসিক নাটক কোনটি?

ক) নূরজাহান
খ) রাবণবধ
গ) সধবার একাদশী
ঘ) ডাকঘর

51830. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?

ক) কবর
খ) শর্মিষ্ঠা
গ) ভদ্রার্জুন
ঘ) নীল দর্পণ

51831. সন্ধির উদ্দেশ্য কোনটি?

ক) শব্দের মিলন
খ) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
গ) শব্দগত মাধুর্য সৃষ্টি
ঘ) বর্ণের মিল

51832. ”বাগাড়ম্বর” শব্দের সন্ধি-বিচ্ছেদ ---

ক) বাগ + আম্বর
খ) বাগ + আড়ম্বর
গ) বাক + অম্বর
ঘ) বাক্‌ + আড়ম্বর

51833. A synonym for 'mischievous' is-

ক) vicious
খ) kind
গ) serious
ঘ) well-behaved

51834. The antonym of 'indifference' is --

ক) anxiety
খ) concern
গ) compassion
ঘ) ardour

51835. The synonym of the word 'pitfall' is-

ক) opportunity
খ) artistic
গ) shortcoming
ঘ) enduring

51836. What is the antonym of 'queer'?

ক) integrated
খ) abnormal
গ) odd
ঘ) orderly

51839. Noun of the word 'brief' is-

ক) brevity
খ) shortness
গ) briefly
ঘ) None of these

51840. What is the adjective of the word 'tax'?

ক) taxation
খ) taxing
গ) taxably
ঘ) taxable

51841. "He please us" বাক্যটির Passive form হবে---

ক) We were pleased with him
খ) We are pleased with him
গ) We are pleased by him
ঘ) By whom can it be did

51842. "Who can do it" বাক্যটির Passive form হবে---

ক) By whom it can be done
খ) By whom can it be do
গ) By whom can it be done
ঘ) By whom can it be did

51843. "I will have a cup of tea" my father said "because I'm not hungry." Which one is the correct indirect speech?

ক) My father said that the will have a cup of tea because be was not hungry
খ) My father said that he would have a cup of tea because he has not hungry
গ) My father said that he would have had a cup of tea because he was not hungry
ঘ) My father said that he had a cup of tea because he was not hungry

51844. Put the following sentence into indirect narration: "You had better not leave your room unlocked" said my friends.

ক) My friends asked me not to leave my room unlocked
খ) My friends reminded me to lock my room
গ) My friends advised me to lock my room
ঘ) My friends warned me not to leave my room unlocked

51845. "He asked me when the next letter would come" বাক্যের direct speech হচ্ছে-

ক) He said to me,"When would the next letter come?"
খ) He asked me,"When will the next letter come ?"
গ) He said to me,"When will the next letter come?"
ঘ) He said to me,"When the next letter will come?"

51846. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) I felt his pulse
খ) I found his pulse
গ) I examined his pulse
ঘ) I saw his pulse

51847. Choose the correct sentence--

ক) The matter was informed in the police
খ) The matter had been informed of the police
গ) The police were informed of the matter
ঘ) The police was informed of the matter

51848. Identify the correct sentence

ক) She had faith and hopes for the future
খ) She had faith in and hopes for the future
গ) She had faith and hopes in the futrue
ঘ) She had faith and hope in future

51849. Which of the following words is wrong in spelling?

ক) Pneumonia
খ) Dyspepsia
গ) Diarrhoea
ঘ) Chalera

51850. Choose the correctly spelt word---

ক) accelerate
খ) accilerate
গ) accelerrate
ঘ) accilarate

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore