বিষয়ঃ Other

51801. কোন জেলায় তুলা চাষের জন্য বেশী উপযোগী?

ক) রাজশাহী
খ) ফরিদপুর
গ) রংপুর
ঘ) যশোর

51802. যে সকল কৃষক নিজেদের জমির পরিমাণ এক একরের নিচে তাদেরকে কি বলে ?

ক) প্রান্তিক চাষী
খ) মধ্যম চাষী
গ) ভূমিহীন চাষী
ঘ) ছোট চাষী

51803. দেশের সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান পাওয়া যায় কোথায়?

ক) কয়রা, খুলনা
খ) বদলগাছি, নওগাঁ
গ) দশমিনা, পটুয়াখালী
ঘ) নলছীটি, ঝালকাঠি

51804. জমিতে সার হিসেবে নিম্নের কোন পদার্থ ব্যবহার করা হয় ?

ক) ক্যালসিয়াম সালফেট
খ) কপার সালফেট
গ) অ্যামোনিয়াম সালফেট
ঘ) ম্যাগনেসিয়াম

51805. 'বচন' শব্দের আভিধানিক অর্থ কি ?

ক) গণনা
খ) সংখ্যা
গ) পূরণ
ঘ) যোগ

51806. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ?

ক) সিংহ বনে থাকে
খ) বাগানে ফুল ফুটেছে
গ) মানুষ মরণশীল
ঘ) এটাই করিমদের বাড়ি

51807. “বনে বনে ফুল ফুটেছে।” এখানে ‘ফুল-

ক) একবচন
খ) বহুবচন
গ) একবচন ও বহুবচন দুটোই
ঘ) কোনটাই না

51808. বাংলা ব্যাকরণে কোন বচন নেই ?

ক) একবচন
খ) দ্বিবচন
গ) বহুবচন
ঘ) কোনটিই নয়

51809. ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?

ক) এরা, রে, রা
খ) গুলা, গুলো, রা
গ) গুলা, গুলি, গুলো
ঘ) সবগুলোই

51811. ‘লাল লাল ফুল।’ -এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

ক) বিশেষণ ও বিশেষণ
খ) বিশেষ্য ও বিশেষ্য
গ) ক্রিয়া ও বিশেষ্য
ঘ) অব্যয় ও ক্রিয়া

51812. টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ?

ক) একবচন
খ) দ্বিবচন
গ) সংখ্যা
ঘ) বহুবচন

51815. নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়?

ক) মঙ্গল
খ) সভা
গ) কুল
ঘ) গ্রাম

51816. ‘বন্ধু’ শব্দের বহুবচন কোনটি?

ক) বন্ধুরা
খ) বন্ধুগণ
গ) বন্ধুবর্গ
ঘ) উপরের সবগুলো

51817. বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল :

ক) বিচারপতি ওবায়দুল হাসান
খ) গােলাম আরিফ টিপু
গ) আবুল কালাম
ঘ) এম এইচ খন্দকার

51818. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গােষ্ঠীকে বিভক্ত করেছেন –

ক) ৩ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৬ ভাগে

51820. সরকারী অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও গেম-

ক) স্বাধীনতা ৭১
খ) সংগ্রাম ৭১
গ) মুক্তিযুদ্ধ ৭১
ঘ) বঙ্গবন্ধু ৭১

51822. বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কবে?

ক) ১৯৭১ সালের ২৬ মার্চ
খ) ১৯৭১ সালের ১৮ এপ্রিল
গ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
Note : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর ১৮ এপ্রিল কলকাতায় তৎকালীন পাকিস্তান উপহাইকমিশনে কর্মরত উপহাইকমিশনার এম হোসেন আলী পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রায় সব বাঙালি কর্মকর্তা-কর্মচারী। সেদিন হোসেন আলীসহ অন্যরা বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। হোসেন আলী ছিলেন পাকিস্তান মিশনের প্রথম ব্যক্তি, যিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে দূতাবাসে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলেছিলেন। বিদেশের মাটিতে এটাই ছিল প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন।

51823. ‘বঁধু’ হচ্ছে-

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ

51824. দেবর এর স্ত্রীবাচক শব্দ কী?

ক) ননদ
খ) জা
গ) ভ্রাতৃবধূ
ঘ) কোনটিই না

51825. নিচের কোন শব্দগুলোর দুটি স্ত্রীবাচক শব্দ আছে ?

ক) ভাই, দেবর, বর
খ) মামা, ফুফা
গ) চাচী, জ্যেঠী নর
ঘ) ঠাকুর পো, জামাই, পুলিশ

51826. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ?

ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেসু
গ) শ্রদ্ধাস্পদ
ঘ) প্রীতিভাজনেষু

51827. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) কামিন
খ) কামিনী
গ) কুলিনী
ঘ) কুলিনা

51828. শুক শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি ?

ক) শারী
খ) সারী
গ) সাড়ি
ঘ) শায়ী

51829. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয় ?

ক) স্ত্রীবাচক
খ) পুরুষবাচক
গ) নিত্য পুরুষবাচক
ঘ) নিত্য স্ত্রীবাচক

51831. কোনটি জাতি অর্থে স্ত্রীলিঙ্গ ?

ক) নাতিনি
খ) নাতবৌ
গ) সালাজ
ঘ) দিদি

51832. ‘বিধবা’ শব্দের বিপরীত লিঙ্গ কি--

ক) বহুপত্নীক
খ) সধবা
গ) বিপত্নীক
ঘ) অধবা

51835. মৎস্য ও মনুষ এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) মৎসী, মনুষী
খ) মৎসা, মনুষ্যা
গ) মৎসিনী, মানষী
ঘ) কোনটিই নয়
Note : পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।

51836. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব -

ক) বীর শ্রেষ্ঠ
খ) বীর প্রতীক
গ) বীর উত্তম
ঘ) বীর বিক্রম

51838. মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

ক) ২ নং সেক্টর
খ) ৮ নং সেক্টর
গ) ১০ নং সেক্টর
ঘ) ১১ নং সেক্টর

51839. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?

ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) লেফটেন্যান্ট
ঘ) ক্যাপ্টেন

51840. কাঁকন বিবি কে ?

ক) এনজিও নেত্রী
খ) লেখিকা
গ) রূপকথার চরিত্র
ঘ) মুক্তিযোদ্ধা

51841. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম -

ক) অপারেশন ক্লোজ ডোর
খ) অপারেশন সার্চ লাইট
গ) অপারেশন ক্লিন হার্ট
ঘ) অপারেশন ব্লু স্টার

51842. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

ক) সিলেট জেলায়
খ) ঢাকা জেলায়
গ) রংপুর জেলায়
ঘ) ভোলা জেলায়

51844. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -

ক) ১৭ এপ্রিল, ১৯৭১
খ) ২৫ মার্চ, ১৯৭১
গ) ১১ এপ্রিল, ১৯৭১
ঘ) ১০ জানুয়ারী, ১৯৭২

51845. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?

ক) ঢাকা
খ) মেহেরপুর
গ) চট্টগ্রাম
ঘ) মুজিবনগর

51846. কোনটি উপসর্গ নয়?

ক) অতি
খ) অভি
গ) অনু
ঘ) অপু

51847. নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ?

ক) অর্ধতৎসম
খ) বিদেশী
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা

51848. উপসর্গ কোনটি?

ক) অতি
খ) থেকে
গ) চেয়ে
ঘ) দ্বারা

51849. কোনটি আরবি উপসর্গ ?

ক) নিম
খ) বাজে
গ) পরা
ঘ) সম

51850. কোনটি ফারসি উপসর্গ ?

ক) কার
খ) কাম
গ) হয়
ঘ) হাফ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore