বিষয়ঃ Other

51701. 'Phonology' এর বাংলা প্রতিশব্দ কী?

ক) ভাষাতত্ত্ব
খ) দর্শন তত্ত্ব
গ) প্রান্তিক
ঘ) কোনটিই না

51702. ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয়-

ক) নয়ন
খ) লোচন
গ) অক্ষি
ঘ) সলিল

51703. 'তটিনি' এর সমার্থক শব্দ কোনটি ?

ক) জলধি
খ) নদী
গ) সলিল
ঘ) আকাশ

51704. অনিল’ শব্দের অর্থ কি?

ক) বাতাস
খ) যা নলি নয়
গ) কোকিল
ঘ) কারো নাম

51705. কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়?

ক) ত্রিযামা
খ) নীরদ
গ) যামিনী
ঘ) শর্বরী

51706. 'পাবক' কার প্রতিশব্দ--

ক) চন্দ্র
খ) সমুদ্র
গ) জল
ঘ) আগুন

51707. বাংলাদেশ জাতীয় সংসদে 'উপজেলা বাতিল' বিলটি কখন পাস করা হয়েছিল?

ক) ১৯৯২ সালে
খ) ১৯৯৩ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ১৯৯০ সালে

51708. বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

ক) থানা
খ) উপজেলা
গ) গ্রাম সরকার
ঘ) ইউনিয়ন পরিষদ

51709. বাংলাদেশে নৌ থানা রয়েছে -

ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি

51710. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?

ক) খুলনা
খ) বরিশাল
গ) রাজশাহী
ঘ) ময়মনসিংহ

51712. বিচার বিভাগের কাজ কি ?

ক) আইন প্রনয়ন
খ) বাজেট পাস
গ) দন্ড বিধান
ঘ) আইনসভা আহবান

51714. বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি ?

ক) ৪
খ) ৮
গ) ১০
ঘ) ১২
Note : বর্তমানে বাংলাদেশে সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন রয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

51715. দেশের কোথায় প্রথম দেউলিয়া আদালত স্থাপন করা হয়?

ক) ঢাকায়
খ) বরিশালে
গ) চট্টগ্রামে
ঘ) রাজশাহীতে

51716. বাংলাদেশের সরকার পদ্ধতি -

ক) এককেন্দ্রিক
খ) রাজতন্ত্র
গ) যুক্তরাষ্ট্রীয়
ঘ) রাষ্ট্রপতিশাসিত

51717. কোনটি শুদ্ধ বানান?

ক) অধগতি
খ) অধঃগতি
গ) অধোগতি
ঘ) অধোঃগতি

51718. কোনটি সঠিক বানান?

ক) লক্ষণীয়
খ) লক্ষ্যণীয়
গ) লক্ষ্যনীয়
ঘ) লক্ষনীয়

51719. কোনটি শুদ্ধ বানান?

ক) অদ্যপি
খ) অদ্যাপি
গ) অদ্যপী
ঘ) অদ্যাপী

51720. কোন বানানটি শুদ্ধ ?

ক) প্রতিযোগিতা
খ) সহযোগীতা
গ) শ্রদ্ধাঞ্জলি
ঘ) প্রতিযোগীতা

51721. কোন বানানটি শুদ্ধ?

ক) ষান্মাষিক
খ) ষান্মাষিক
গ) ষান্মাসিক
ঘ) শান্মাষিক

51722. কোন বানানটি শুদ্ধ?

ক) উজ্জ্বল্য
খ) ঔজ্জ্বল্য
গ) উজ্জ্বল্য
ঘ) ঔজ্জ্যল্য

51723. শুদ্ধ বানানটি নির্দেশ করুন:

ক) ফার্ণিচার
খ) ফার্নিচার
গ) ফার্ণিশার
ঘ) ফার্নিশার

51724. নির্ভুল বানান-

ক) স্বায়ত্ব
খ) স্বায়ত্ত
গ) স্বায়ত্ত্ব
ঘ) সায়ত্ত্ব

51725. কোন বানানটি শুদ্ধ?

ক) কুজ্ঝটিকা
খ) কুজ্জটিকা
গ) কুজ্জ্বটিকা
ঘ) কুজ্ঝটীকা

51726. কোনটি শুদ্ধ বানান?

ক) সদ্যজাত
খ) সদ্দ্যোজাত
গ) সদ্যোজাত
ঘ) সদ্ব্যজাত

51728. জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে গমন করেন -

ক) ২৮ অক্টোবর ২০০৮
খ) ২৯ অক্টোবর ২০০৮
গ) ৩১ অক্টোবর ২০০৮
ঘ) ১ নভেম্বর ২০০৮

51729. বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি ?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) সৌদি আরব
ঘ) ভারত

51731. কৃত্রিম সূর্য ও চাঁদ বানানাের পরিকল্পনা বাস্তবায়ন করেছেখ, -

ক) চীন
খ) দক্ষিণ কোরিয়া
গ) জাপান
ঘ) যুক্তরাষ্ট্র

51732. পণ্যের হিসেবে বাংলাদেশ বেশি আমদানি করে -

ক) জাপান
খ) ফিনল্যান্ডে
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ভারত থেকে

51733. ভারতের সাথে বাংলাদেশের বিরােধপূর্ণ নদী-

ক) মেঘনা
খ) ডাকাতিয়া
গ) হাড়িয়াভাঙ্গা
ঘ) সাংগু

51735. ইতর প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয় ?

ক) এরা, রে, রা
খ) গুলা, গুলো, রা
গ) গুলা, গুলি, গুলো
ঘ) সবগুলোই

51738. সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-

ক) ভোটারগণ
খ) ভোটার মন্ডলী
গ) নির্বাচক
ঘ) নির্বাচকমণ্ডলী

51739. ‘পর্বত’ শব্দটির সঠিক বহুবচন হল-

ক) পর্বতগুচ্ছ
খ) পর্বতমালা
গ) পর্বতপুঞ্জ
ঘ) পার্বত্য

51740. ‘গুলা, গুলো’ কোন শব্দের সাথেব্যবহৃত হয়ে বহুবচন অর্থ করে?

ক) উন্নত প্রাণিবাচক শব্দের
খ) অপ্রাণিবাচক শব্দের
গ) ভাববাচক শব্দের
ঘ) বস্তুবাচক শব্দের

51741. টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ?

ক) একবচন
খ) দ্বিবচন
গ) সংখ্যা
ঘ) বহুবচন

51745. নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়?

ক) মঙ্গল
খ) সভা
গ) কুল
ঘ) গ্রাম

51746. ‘বন্ধু’ শব্দের বহুবচন কোনটি?

ক) বন্ধুরা
খ) বন্ধুগণ
গ) বন্ধুবর্গ
ঘ) উপরের সবগুলো
Note : পরীক্ষা দেওয়ার জন্য আপনারা ফেসবুকে কোন ধরনের লিঙ্ক পাবেন না, BCS Target মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিন। খুব সহজে পরীক্ষা দিন।

51747. জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোথায়?

ক) নারায়ণগঞ্জ
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
ঘ) খুলনা

51748. সবচেয়ে বড় চিনি কল-

ক) জয়পুরহাট চিনিকল
খ) কুষ্টিয়া চিনি কল
গ) কেরু এন্ড কোং লিঃ
ঘ) ঠাকুরগাঁও চিনি কল

51749. প্রথম কাগজ কল স্থাপিত হয়-

ক) ১৯৫৩ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৫ সালে

51750. দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে?

ক) কঠিনশিলা
খ) কয়লা
গ) চুনাপাথর
ঘ) কাদামাটি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore