বিষয়ঃ Other

51452. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?

ক) নভেম্বর ৪, ১৯৭২
খ) জানুয়ারি ০১, ১৯৭২
গ) ডিসেম্বর ১৬, ১৯৭১
ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২

51453. We need to buy some new-

ক) furnishers
খ) furniture
গ) furnisher
ঘ) furniture's

51454. নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?

ক) গ্যাসের চুলা
খ) জেনারেটর
গ) সূর্যের আলো
ঘ) সৌর প্যানেল

51455. a-b=7 , ab =60 হলে, a²+b²= কত?

ক) 180
খ) 168
গ) 169
ঘ) 170

51456. √x²=?

ক) x²
খ) x
গ) -x
ঘ) ± x

51457. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-

ক) বাথান
খ) গোশালা
গ) কস্তা
ঘ) পশুপাল

51459. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি' - এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?

ক) সমাপিকা
খ) দ্বিকর্মক
গ) প্রযোজক
ঘ) অসমাপিকা
Note : অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন প্রভাতে সূর্য উঠলে...। হাসান ভাত খেয়ে...। এখানে বাক্য দুটিতে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়নি। বাক্যগুলো সম্পূর্ণ হতে আরও শব্দের প্রয়োজন। যেমন: প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হবে। হাসান ভাত খেয়ে ঘুমাতে যাবে।

51460. কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে?

ক) ব্যাসিলাস
খ) ক্লসট্রিডয়াস টেটানি
গ) স্পাইরাস
ঘ) ককাস

51463. I spent -- with the patient.

ক) sometimes
খ) sometime
গ) some time
ঘ) some times

51464. "Obese ' means -

ক) Ugly
খ) Tardy
গ) Obnoxious
ঘ) Very fat

51465. কোন বানানটি শুদ্ধ?,.,,.

ক) Personel
খ) Personnel
গ) Parsonale
ঘ) Parsonnel

51467. তার হাতের লেখা খুব ভাল -এখানে 'খুব' কী পদ?

ক) বিশেষণ
খ) বিশেষণের বিশেষণ
গ) বিশেষ্য
ঘ) অব্যয়

51469. কোনটি সঠিক বানান ?

ক) সতস্ফর্ত
খ) স্বতঃস্ফূর্ত
গ) স্বতঃস্ফুর্ত
ঘ) স্বতস্ফূর্ত

51470. কোনটি শুদ্ধ বাক্য?,.,

ক) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
খ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
ঘ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা

51471. ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ANNIHILATE THESE DEMONS শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?

ক) ভিনসেন্ট ভ্যানগগ
খ) পাবলো পিকাসো
গ) কামরুল হাসান
ঘ) শিল্পাচার্য জয়নুল আবেদীন

51474. CONSTITUTION:PREAMBLE

ক) Legislation : Assembly
খ) Book: Preface
গ) Prelude : Overture
ঘ) Opera : Music

51475. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলি?

ক) গ্যাস, কয়লা, তেল
খ) তেল,গ্যাস,পানি
গ) বায়ু, পানি, সূর্যের আলো
ঘ) বায়ু, গ্যাস, কয়লা

51478. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে-

ক) ২০০২ সালে
খ) ১৯৯৯ সালে
গ) ২০০০ সালে
ঘ) ২০০১ সালে

51479. অপটিক্যাল ফাইবার হলো -

ক) কাঁচের গুড়া যা দিয়ে চশমা বানানো হয় ।
খ) প্লাস্টিকের সূতা যা দিয়ে লেন্স বানানো হয়।
গ) সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়।
ঘ) প্লাস্টিকরে সূতা যা দিয়ে কম্পিউটার বানানো হয়।

51481. He has done no "wrong". The underlined word is a/an -

ক) Adjective
খ) noun
গ) pronoun
ঘ) adverb

51482. I wish you --- the problem.

ক) can solve
খ) have solved
গ) shall solve
ঘ) could solve

51483. কোন বানানটি শুদ্ধ?,,,.

ক) জঞ্ঝাট
খ) জঞ্ঝাঠ
গ) ঝঞ্ঝাট
ঘ) ঝঞ্জাট

51484. 'কার্ডিওলজী' কোন রোগের সাথে সম্পৃক্ত?

ক) হার্ট
খ) চোখ
গ) কিডনি
ঘ) ফুসফুস

51486. The word ' Stagflation ' means -

ক) economic slow down
খ) a disintegrating government
গ) cultural dullness
ঘ) controlled prices

51487. 'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?

ক) ঈয় প্রত্যয়
খ) ইত প্রত্যয়
গ) ই প্রত্যয়
ঘ) ত প্রত্যয়

51488. কোন বানানটি শুদ্ধ?,,,

ক) মরীচীকা
খ) মরিচিকা
গ) মরিচীকা
ঘ) মরীচিকা

51489. কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?

ক) স্পেন
খ) নেদারল্যান্ড
গ) হাঙ্গেরি
ঘ) পর্তুগাল

51490. বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোরে নাম -

ক) সাঁওতাল বিদ্রোহ
খ) নীল বিদ্রোহ
গ) সিপাহী বিদ্রোহ
ঘ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

51491. উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদান করা হয়?

ক) বায়ু
খ) বিদ্যুৎ
গ) তেল
ঘ) প্রাকৃতিক গ্যাস

51492. কোন বাক্যটি শুদ্ধ?

ক) Mr. Jamal is not in the committee.
খ) Mr. Jamal is not in committee.
গ) Mr. Jamal is not at the committee.
ঘ) Mr. Jamal is not on the committee.

51494. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?

ক) নবাব হাফিজুর রহমান
খ) নবাব আব্দুল গুণি
গ) নবাব আব্দুল লতিফ
ঘ) নবাব কুতুব উদ্দিন

51496. কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল?

ক) বসন্তকাল
খ) শরৎকাল
গ) শীতকাল
ঘ) হেমন্তকাল

51497. Which of the following sentence is correct?

ক) One of my brother is a doctor .
খ) One of my brother's are a doctor .
গ) One of my brothers is a doctor.
ঘ) One of my brother's is doctor.

51498. এসিডের একটি ধর্ম হলো -

ক) এরা লাল লিটমাসকে নীল করে
খ) এরা নীল লিটমাসকে লাল করে
গ) এরা নীল লিটমাসকে সাদা করে
ঘ) এরা লাল লিটমাসকে হলুদ করে

51499. বাংলাদেশের কেনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

ক) প্রথম ১২ চরণ
খ) প্রথম ৪ চরণ
গ) প্রথম ১০ চরণ
ঘ) প্রথম ১৯ চরণ

51500. কোন বানানটি শুদ্ধ?

ক) Dysentry
খ) Decentry
গ) Dysentery
ঘ) Disentery

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore