বিষয়ঃ Other

53651. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----

ক) কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
খ) পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
গ) গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
ঘ) গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

53652. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

ক) বেলে মাটি
খ) এটেল মাটি
গ) দোআঁশ মাটি
ঘ) কোনোটিই নয়

53654. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

ক) থাইরোসিন
খ) গ্লুকাগন
গ) ইনসুলিন
ঘ) এড্রিনালিন

53655. ১০২৪ বাইট = কত?

ক) ১ মেগাবাইট
খ) ১ গিগাবাইট
গ) ১ কিলোবাইট
ঘ) ১ টেরাবাইট

53656. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী ---

ক) ইথেন
খ) হাইড্রোজেন সালফাইড
গ) মিথেন
ঘ) হিলিয়াম

53657. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

ক) দস্তা
খ) অ্যালুমিনিয়াম
গ) তামা
ঘ) পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম

53658. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) ১৩৬
খ) ১৩৭
গ) ১৩৮
ঘ) ১৩৯

53659. 'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয়?

ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই

53660. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---

ক) ২৭ দিন ৮ ঘণ্টা
খ) ২৭ দিন ১৭ ঘণ্টা
গ) ২৮ দিন ২ ঘণ্টা
ঘ) ২৮ দিন ৫ ঘণ্টা

53661. কোনটির অভাবে গলগণ্ড হয়?

ক) ভিটামিন 'এ'
খ) ক্যালসিয়াম
গ) সোডিয়াম
ঘ) আয়োডিন

53662. 'শিমের বিচি' কোন ধরনের খাদ্য?

ক) আমিষ
খ) শ্বেতসার
গ) স্নেহ জাতীয়
ঘ) ভিটামিন

53663. ----এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?

ক) ভিটামিন 'এ'
খ) ভিটামিন 'বি'
গ) ভিটামিন 'সি'
ঘ) ভিটামিন 'ডি'

53664. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

ক) এইডস
খ) গনোরিয়া
গ) গলগণ্ড রোগ
ঘ) গোদ রোগ

53665. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?

ক) গাছপালা কমে যাওয়া
খ) ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
গ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি
ঘ) ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি

53666. কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?

ক) বায়ু
খ) মাটি
গ) পানি
ঘ) গাছপালা

53667. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?

ক) ব্যাপন
খ) রেচন
গ) শ্বসন
ঘ) অভিস্রবণ

53668. 'এডেন' সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?

ক) ইয়েমেন
খ) জর্ডান
গ) কাতার
ঘ) সংযুক্ত আরব আমিরাত

53669. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

ক) কফি আনান
খ) উ থান্ট
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) ভুট্রোস ঘালি

53670. নিচের কোন যৌগটি ভিটামিন সি?

ক) সাইট্রিক এসিড
খ) অ্যাসকরবিক এসিড
গ) অ্যাসিটিক এসিড
ঘ) অক্সালিক এসিড

53671. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) ওজোন
ঘ) হিলিয়াম

53672. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

ক) ভূ-পৃষ্ঠে
খ) ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
গ) ভূ-কেন্দ্রে
ঘ) ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে

53673. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---

ক) স্নো হবে
খ) ফাস্ট হবে
গ) ঠিক সময় দেবে
ঘ) কোনো রকম প্রভাবিত হবে না

53674. যিনি বক্তৃতা দানে পটু

ক) নেতা
খ) সুবক্তা
গ) তর্কবাগীশ
ঘ) বাগ্নী

53679. নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?

ক) পরামাণু শক্তি
খ) কয়লা
গ) পেট্রোল
ঘ) প্রাকৃতিক গ্যাস

53680. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?

ক) নাইট্রোজেনের
খ) ফসফরাসের
গ) ইউরিয়ার
ঘ) পটাসিয়ামের

53681. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?

ক) ০ সেন্টিগ্রেড
খ) ১০ সেন্টিগ্রেড
গ) ৪ সেন্টিগ্রেড
ঘ) ১০০ সেন্টিগ্রেড

53682. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?

ক) সোডিয়াম
খ) পটাসিয়াম
গ) ম্যাগনেসিয়াম
ঘ) কোনটিইনয়

53683. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?

ক) ১৫ ইঞ্চি(প্রায়)
খ) ১৭ ইঞ্চি(প্রায়)
গ) ১৮ ইঞ্চি(প্রায়)
ঘ) ২০ ইঞ্চি(প্রায়)

53684. x²-y²-2y-1 এর একটি উৎপাদক -

ক) x-y-1
খ) x+y-1
গ) x-y+1
ঘ) x+2y+1

53686. 'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) সরল
খ) বিনয়
গ) শান্ত
ঘ) বিনীত

53687. কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?

ক) বসুধা
খ) সবিতা
গ) মিহির
ঘ) ভূধর

53688. 'মুখচোরা' বাগধারাটির অর্থ কি?

ক) লাজুক
খ) ভীতু
গ) স্পষ্টভাষী
ঘ) বাচাল

53689. অসুখ' কোন সমাস ( নাই সুখ যার)?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) অব্যয়ীভাব
ঘ) বহুব্রীহি

53690. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু

53691. 'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) দুৎ + লোক
খ) দিব্‌ + লোক
গ) দুঃ লোক
ঘ) দুত + লোক

53692. "ব্যায়ামে" শরীর ভাল থাকে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী

53693. খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে শূন্য
খ) অধিকরণে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) অপাদানে শূন্য

53694. কোনটি শুদ্ধ বানান.?

ক) আনুষঙ্গিক
খ) আনুসাঙ্গিক
গ) অনুষঙ্গিক
ঘ) আনূষঙ্গিক

53695. কোন বানানটি শুদ্ধ?

ক) পসারিণী
খ) পসারিনি
গ) পসারিনী
ঘ) পসারীনী

53696. 'আবক্ষ জলে নেমে স্নান।' -এক কথায় কী হবে?

ক) স্নান
খ) প্রক্ষালন
গ) অবগাহন
ঘ) পদধৌত

53697. 'যা কষ্টে লাভ করা যায়।' -এক কথায় কী হবে?

ক) দুর্লভ
খ) কষ্টার্জিত
গ) দুর্জয়
ঘ) পরিশ্রমলব্ধ

53698. 'রক্তকরবী' নাটকটি কার রচনা?

ক) গিরিশ চন্দ্র ঘোষ
খ) কায়কোবাদ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সৈয়দ শামসুল হক

53699. 'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?

ক) জহির রায়হান
খ) সৈয়দ এমদাদ আলী
গ) হুমায়ুন আহমেদ
ঘ) প্রমথ নাথ বিশী

53700. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) গোলাম মোস্তফা
ঘ) ফররুখ আহমদ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore