বিষয়ঃ Other

53852. Log2(1/32) এর মান-

ক) 1/25
খ) -5
গ) 1/5
ঘ) -1/5

53857. কোনটি সবচেয়ে ছোট?

ক) 2/11
খ) 3/11
গ) 2/13
ঘ) 4/15

53858. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে-

ক) ২৫ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২০ জোড়া

53859. হীরক উজ্জ্বল দেখায় কারণ–

ক) পূর্ণঅভ্যন্তরীণপ্রতিফলনের জন্য
খ) প্রতিসরনের জন্য
গ) প্রতিফলনের জন্য
ঘ) অপবর্তনের জন্য

53860. কোন আলোক তরঙ্গে (Light Spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?

ক) ১০ থেকে ৪০০ নেমি (nm)
খ) ৪০০ থেকে ৭০০ নেমি (nm)
গ) ১০০ মাইচ্রোমিটার (μm) থেকে ১ মি. (m)
ঘ) ১ মি (m)-এর ঊর্ধে

53861. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়–

ক) মাটির ক্ষয় রোধের জন্য
খ) মাটির অম্লতা বৃ্ধির জন্য
গ) মাতির অম্লতা হ্রাসের জন্য
ঘ) মাটির জৈব পদার্থ বৃধির জন্য

53862. কোলেস্টেরল এক ধরনের-

ক) অসম্পৃক্ত এলকোহল
খ) জৈব এসিড
গ) পলিমার
ঘ) এমিনো এসিড

53863. প্রবল জোয়ারের কারণ ,যখন–

ক) সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

53864. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম–

ক) ক্রোনোমিটার
খ) কম্পাস
গ) সিসমোগ্রাফ
ঘ) সেক্সট্যান্ট

53865. কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়—

ক) মেইল
খ) ইন্টারকম
গ) ইন্টারনেট
ঘ) টেলিকমিউনেশন

53866. অপটিক্যাল ফাইবার হচ্ছে–

ক) খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল
খ) খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
গ) খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
ঘ) সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল

53867. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়–

ক) স্ট্যাটোস্ফির
খ) ট্রপোস্ফিয়ার
গ) আয়োনোস্ফিয়ার
ঘ) ওজোনস্তর

53868. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন–

ক) স্টিফেন হকিং
খ) জি লেমেটার
গ) আব্দুস সালাম
ঘ) এডুইন হাবল

53869. ‘এপিকালচার’ বলতে বুঝায়–

ক) রেশমের চাষ
খ) মৎস্য চাষ
গ) মৌমাছির চাষ
ঘ) পাখিপালন বিদ্যা

53870. কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?

ক) হিলিয়াম
খ) নিয়ন
গ) আর্গন
ঘ) জেনন

53871. আকাশে বিদ্যুৎ চমকায়–

ক) মেঘের অসংখ্য জলকনা/বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ) দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

53872. কাজ ও বলের একক যথাক্রমে-

ক) নিউটন ও মিটার
খ) জুল ও ডাইন
গ) ওয়াট ও পাউন্ড
ঘ) প্যাসকেল ও কিলোগ্রাম

53873. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়–

ক) ট্রান্সমিটারের সাহায্যে
খ) স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে
গ) স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
ঘ) এডাপ টরের সাহায্যে

53874. . জারন বিক্রিয়ায় ঘটে–

ক) ইলেকট্রন বর্জন
খ) ইলেক্ট্রন গ্রহণ
গ) ইলেকট্রন আদান প্রদান
ঘ) তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ

53876. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) ভর সংখ্যা সমান থাকে
খ) নিউট্রন সংখ্যা সমান থাকে
গ) প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
ঘ) প্রোটন সংখ্যা সমান থাকে

53877. কোনটি অর্ধপরিবাহী (Semi-conductor) নয়?

ক) লোহা
খ) সিলিকন
গ) জার্মেনিয়াম
ঘ) গ্যালিয়াম

53878. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?

ক) অস্ট্রেলিয়া
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন

53879. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?

ক) কলম্বিয়া
খ) নিকারাগুয়া
গ) কোস্টারিকা
ঘ) এল সালভাদর

53880. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?

ক) ইসরাইল ও জর্ডান
খ) ভারত ও পাকিস্তান
গ) চীন ও তাইওয়ান
ঘ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

53882. আফগনিস্থানের শেষ বাদশাহ কে ছিলেন?

ক) দাউদ খাঁ
খ) জহির শাহ
গ) নাদির শাহ
ঘ) নজীবুল্লাহ

53883. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?

ক) জার্মানি
খ) ফ্রান্স
গ) যুক্তরাজ্য
ঘ) রাশিয়া

53884. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

ক) ১৭৮৯
খ) ১৭৯১
গ) ১৭৯৫
ঘ) ১৮০০

53885. হারারে’র পূর্ব নাম কী?

ক) সলসব্যারী
খ) রোডেসিয়া
গ) জিবুতি
ঘ) জায়ারে

53886. পূ্র্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?

ক) মালয়েশিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) মিয়ানমার

53887. হাজার হ্রদের দেশ কোনটি?

ক) নরওয়ে
খ) ফিনল্যান্ড
গ) ইন্দোনেশিয়া
ঘ) জাপান

53888. নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) দক্ষিন কোরিয়া
ঘ) জার্মানি

53889. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংঙ্গীত?

ক) চট্টগ্রাম
খ) রাংগামাটি
গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) জামালপুর

53890. কে বাংলা সাল গণনা শুরু করেন?

ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াশ শাহ
গ) বিজয় সেন
ঘ) আকবর

53892. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯২১
খ) ১৯২৫
গ) ১৯২৯
ঘ) ১৯৩৩

53894. বাংলাদেশের লোকশিল্প জাদুয়র কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) সোনারগাঁও
গ) ঢাকা
ঘ) পাহাড়পুর

53895. To end in smoke-

ক) To create fire
খ) To go through suffering
গ) To come to nothing
ঘ) To see fire

53896. Crafty men condemn studies, simple men admire them and wise men use them.

ক) Denounce
খ) Laud
গ) Compliment
ঘ) Acclaim

53898. Only those who are not serious to their success work by ___ and starts.

ক) long odds
খ) against time
গ) every inch
ঘ) fits

53899. ___ his earlier study, the Professor’s new study indicates a general warning trend in global weather.

ক) In contrast of
খ) In contrast to
গ) In contrast by
ঘ) In contrast as

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore