বিষয়ঃ Other
54007. ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
54008. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
54009. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
54010. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
54013. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
54014. ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
54016. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
54017. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
54019. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
54020. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
54022. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়–
54024. অপটিক্যাল ফাইবারে আলোর কোট ঘটনাটি ঘটে?
54026. এন্টিবায়োটিকের কাজ-
54027. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?
54028. কম্পিউটার ভাইরাস কি?
54032. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’-
54033. বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
54034. ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয়-
54035. মডেম এর মধ্যে যা থাকে তা হলো–
54039. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি ?
54040. আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ টি কি ?
54041. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াক্কুল কারমান’ কোন দেশের নাগরিক?
54043. ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
54045. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
54048. ‘আলোকিত মানুষ চাই’– এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
54049. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
54050. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?