বিষয়ঃ Other

54452. তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

ক) নিকেল
খ) টিন
গ) সীসা
ঘ) দস্তা (জিঙ্ক)

54453. রেক্টিফাইড স্পিরিট হল-

ক) ৯০% ইথাইল এলকোহল ১০% পানি
খ) ৮০% ইথাইল এলকোহল ২০% পানি
গ) ৯৫% ইথাইল এলকোহল ৫% পানি
ঘ) ৯৮% ইথাইল এলকোহল ২% পানি

54454. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী?

ক) সোডিয়াম বাইকার্বনেট
খ) সোডিয়াম গ্লুটামেট
গ) পটাশিয়াম বাইকার্বনেট
ঘ) মনোসোডিয়াম গ্লুটামেট

54455. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

ক) নিউট্রন ও প্রোটন
খ) ইলেক্ট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেক্ট্রন ও পজিট্রন

54456. পিসিকালচার- বলতে কী বোঝায়?

ক) হাঁস-মুরগি পালন
খ) মৌমাছি পালন
গ) মৎস্য চাষ
ঘ) রেশম চাষ

54457. কম্পিউটারের কোনটি নেই?

ক) স্মৃতি
খ) বুদ্ধি-বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমত
ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা

54458. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ) পেট্রোল পানির সাথে মিশে না
গ) পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ) খ ও গ উভয়ই ঠিক

54459. লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-

ক) লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
খ) শূন্য ঘর নীরব থাকে
গ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়

54460. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

ক) চন্দ্রগ্রহণ
খ) সূর্যগ্রহণ
গ) অমাবস্যা
ঘ) পূর্ণিমা

54463. . একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-

ক) অর্থ সাশ্রয়
খ) সময় সাশ্রয়
গ) স্থানের সাশ্রয়
ঘ) উপরের সবকটি

54464. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?

ক) নির্ধারিত ফাইল কপি করা
খ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
গ) সবশেষ পরিবর্তন Undo করা
ঘ) কোনোটিই নয়

54465. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?

ক) এলুমিনিয়াম
খ) প্লাসটিক
গ) সিলিকন
ঘ) কোনোটিই নয়

54468. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?

ক) সমুদ্রস্রোত
খ) নদীস্রোত
গ) বানের স্রোত
ঘ) জোয়ার-ভাটার স্রোত

54469. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

ক) শুক্র
খ) পৃথিবী
গ) মঙ্গল
ঘ) বুধ

54470. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

ক) ঐচ্ছিক
খ) অনৈচ্ছিক
গ) অনৈচ্ছিক
ঘ) বিশেষ ধরনের অনৈচ্ছিক

54473. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-

ক) অ্যামিটার
খ) ভোল্টামিটার
গ) অণুবীক্ষণ যন্ত্র
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র

54474. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?

ক) পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
খ) প্রোটন ধনাত্মক আধানযুক্ত
গ) ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
ঘ) ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে ভিতরে অবস্থান করে

54475. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

ক) গায়ের ঘাম বের হতে দেয় না
খ) বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
গ) পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
ঘ) পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

54476. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-

ক) যুক্ত অবস্থার চাইতে কম
খ) যুক্ত অবস্থার চাইতে অধিক
গ) যুক্ত অবস্থার সমান
ঘ) কোনোটিই সঠিক নয়

54477. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?

ক) বেকেরেল রশ্মি
খ) গামা রশ্মি
গ) X- রশ্মি
ঘ) বিটা- রশ্মি

54478. PH হলো-

ক) এসিড নির্দেশক
খ) এসিড ও ক্ষার নির্দেশক
গ) ক্ষার নির্দেশক
ঘ) এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

54479. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

ক) ঘোড়া
খ) বলগা হরিণ
গ) উট
ঘ) খেচর

54480. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

ক) আমিষ
খ) স্নেহ
গ) আয়োডিন
ঘ) লৌহ

54481. ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?

ক) স্যাংগার ও পলিং
খ) ওয়াটসন ও ক্রিক
গ) লুই পাস্তুর ও ওয়াটসন
ঘ) পলিং ও ক্রিক

54482. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?

ক) কমিউনিটি পর্যায়ে
খ) জাতীয় পর্যায়ে
গ) উপজেলা পর্যায়ে
ঘ) আঞ্চলিক পর্যায়ে

54483. দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?

ক) পুনর্বাসন
খ) ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ
গ) দুর্যোগ প্রস্তুতি
ঘ) দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড

54484. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?

ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) পরিবেশগত
ঘ) অবকাঠামোগত

54485. বাংলাদেশের কৃষি কোন প্রকার?

ক) ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
খ) ধান-প্রধান বাণিজ্যিক
গ) স্বয়ংভোগী মিশ্র
ঘ) স্বয়ংভোগী শষ্য চাষ ও পশুপালন

54486. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

ক) পার্শ্ব গ্রাবরেখা
খ) শৈলশিলা
গ) ভি-আকৃতির উপত্যকা
ঘ) ইউ-আকৃতির উপত্যকা

54487. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?

ক) ৭৫.৮%
খ) ৭৮.১%
গ) ৭৯.২%
ঘ) প্রায় ৮০%

54488. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

ক) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
খ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
গ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

54489. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

ক) আসাম
খ) মিজোরাম
গ) ত্রিপুরা
ঘ) নাগাল্যান্ড

54490. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

ক) বন্যা
খ) খরা
গ) ভূমিকম্প
ঘ) ঘূর্ণিঝড়

54491. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?

ক) মৌসুমী বায়ু ঋতুতে
খ) শীতকালে
গ) মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
ঘ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

54492. ‘WIPO’ এর সদর দপ্তর-

ক) ব্রাসেলস
খ) লন্ডন
গ) জেনেভা
ঘ) প্যারিস

54493. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-

ক) ৪ অক্টোবর
খ) ২৩ অক্টোবর
গ) ২৯ জুন
ঘ) ১১ ফেব্রুয়ারি

54494. বর্তমান বিশ্বে ‘ নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা-

ক) জাপান
খ) ভারত
গ) আফগানিস্তান
ঘ) চীন

54495. ‘ The Art of War’ গ্রন্থের রচয়িতা-

ক) ক্লজউইজ
খ) আলফ্রেড মাহান
গ) সুন জু
ঘ) কৌটিল্য

54497. কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
খ) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
গ) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

54498. ‘ মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা—

ক) বাংলাদেশ-মায়ানমার
খ) মিয়ানমার-চীন
গ) বাংলাদেশ-ভারত
ঘ) ভারত-মায়ানমার

54500. ‘উইঘুর’ হলো-

ক) চীনের একটি খাবাবের নাম
খ) চীনের একটি ধর্মীয় স্থানের নাম
গ) চীনের একটি শহরের নাম
ঘ) চীনের একটি সম্প্রদায়ের নাম

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore