বিষয়ঃ Other

54501. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-

ক) রাশিয়া
খ) ব্রাজিল
গ) ভারত
ঘ) দক্ষিণ আফ্রিকা
Note : ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান পাঁচটি বৃহত্তম অর্থনৈতিক দেশের আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত জোটের নাম । দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকা । ২০০৮ সালে এটি গঠিত হওয়ার পরে ব্রিকস জোটের প্রথম সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় ১৬ জুন, ২০০৯ এবং সর্বশেষ অষ্টম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় গোয়া, ভারত (১৫ - ১৬ অক্টোবর ২০১৬)। ২৫ থেকে ২৭ জুলাই ২০১৮ দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তির জোট ব্রিকসের দশম সম্মেলন। ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা। (১৫ তম)

54505. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?

ক) জাপান
খ) পেরু
গ) কোস্টারিকা
ঘ) সুইজারল্যান্ড

54508. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

ক) ৩/৫
খ) ৪/১৫
গ) ৩/২০
ঘ) ৭/২৫

54516. “গ্লাসনস্তনীতি” কোন দেশে চালু হয়েছিল?

ক) চীন
খ) সাবেক সোভিয়েত ইউনিয়ন
গ) হাঙ্গেরী
ঘ) পোল্যান্ড

54518. ∠A = 50° । এর পূরক কোণ কত ডিগ্রি ?

ক) ৩০ ডিগ্রী
খ) ৪০ ডিগ্রী
গ) ৫০ ডিগ্রী
ঘ) ৬০ ডিগ্রী

54522. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

ক) নিকট প্রাচ্য
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
গ) পূর্ব আফ্রিকা
ঘ) পূর্ব ইউরোপ

54525. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-

ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
খ) অটোমানদের জায়গা দখল করা
গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন

54526. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ৬ ডিসেম্বর ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১

54527. নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে?

ক) রাজা ধীরেন্দ্র
খ) রাজা বীরেন্দ্র
গ) রাজা জ্ঞানেন্দ্র
ঘ) রাজা মহেন্দ্র

54528. ম্যানগ্রোভ কি?

ক) উপকূলীয় বন
খ) মানব সৃষ্ট উপকূলীয় বন
গ) মানব সৃষ্ট গাছ
ঘ) মানব সৃষ্ট লনা গাছ

54529. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

ক) যশোর
খ) গাজীপুর
গ) ময়মনসিংহ
ঘ) কোনাবাড়ি
Note : ১০ ডিসেম্বর ২০০২ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্ধোধন করেন। বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে ৩ টি । এর মধ্যে ২ টি কিশোর ও ১ টি কিশোরীদের জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটে অবস্থিত। গাজীপুর অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র (BARI) (জয়দেবপুর), সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ ) লি. মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা ইত্যাদি।

54530. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কি?

ক) ইউরিয়া এবং এএসপি
খ) টিএসপি এবং এএসপি
গ) ইউরিয়া
ঘ) ডিএপি

54532. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) ঢাকা
ঘ) রাজশাহী

54533. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

ক) টাইম
খ) ইকোনোমিস্ট
গ) নিউজ উইকস
ঘ) ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল উইকলি

54534. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?

ক) ছোট কাটরা
খ) বড় কাটরা
গ) পরী বিবির মাজার
ঘ) কোনোটিই নয়

54535. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

ক) কুষ্টিয়া গ্রেড
খ) ঝিনাইদহ গ্রেড
গ) চুয়াডাঙ্গা গ্রেড
ঘ) মেহেরপুর গ্রেড

54536. দ্য ব্লাড টেলিগ্রাম (the blood telegram) গ্রন্থটির লেখক—

ক) রিচার্ড সেশন
খ) গ্যারি জে ব্যাস
গ) মার্কাস ফ্রান্ডা
ঘ) পল ওয়ালেচ

54537. 'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত?

ক) বুড়িগঙ্গা
খ) শীতলক্ষ্যা
গ) ধলেশ্বরী
ঘ) গোমতী

54539. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে নিচের কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

ক) সোহাগ গাজী
খ) তাইজুল ইসলাম
গ) রুবেল হোসেন
ঘ) তাসকিন আহমেদ

54540. কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) ১৯৪২
খ) ১৯৪৩
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৬

54541. জীবনঢুলী কি?

ক) একটি উপন্যাসের নাম
খ) একটি কাব্যগ্রন্থের নাম
গ) একটি আত্মজীবনীর নাম
ঘ) একটি চলচ্চিত্রের নাম

54542. আইএলও' এর সদর দফতর কোথায়?

ক) প্যারিস
খ) জেনেভা
গ) নিউইয়র্ক
ঘ) এর কোনোটিই নয়

54543. “Making of a Nation Bangladesh” গ্রন্থের রচয়িতা কে?

ক) কামাল হোসেন
খ) নুরুল ইসলাম
গ) এস এ করিম
ঘ) এস এ করিম

54544. গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?

ক) ৯১ বর্গ কিলোমিটার
খ) ৯ বর্গ কিলোমিটার
গ) ৭ বর্গ কিলোমিটার
ঘ) ৮ বর্গ কিলোমিটার

54545. পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?

ক) জাপান
খ) অস্ট্রেলিয়া
গ) নিউজিল্যান্ড
ঘ) গ্রীনল্যান্ড

54546. বর্ণালী ও শুভ্র কি?

ক) উন্নত জতের আলু
খ) উন্নত জাতের গম
গ) উন্নত জাতের ভূট্টা
ঘ) উন্নত জতের ধান

54547. যমুনা ব্রীজের দৈর্ঘ্য ---

ক) ৪.৮ কিমি
খ) ৪.৫ কিমি
গ) ৪.২ কিমি
ঘ) ৫.১ কিমি

54548. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) জেনারেল এম এ জি ওসমানী
গ) কর্নেল সফিউল্লাহ
ঘ) মেজর জিয়াউর রহমান

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore