বিষয়ঃ Other

54801. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’-কবিতাটি কার লেখা?

ক) শামসুর রাহমান
খ) আল মাহমুদ
গ) আবুল ফজল
ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

54803. কোনটি মাইকেল মদুসূদন দত্তের পত্র কাব্য?

ক) ব্রজাঙ্গনা
খ) বিলাতের পত্র
গ) বীরাঙ্গনা
ঘ) হিমালয়

54804. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

ক) রিক্তের বেদন
খ) সর্বহারা
গ) আলেয়া
ঘ) কুহেলিকা

54805. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?

ক) বিহারী-বিনোদিনী
খ) নিখিলেস-বিমলা
গ) মধুসূদন-কুমুদিনী
ঘ) অমিত-লাবণ্য

54806. নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি–

ক) গণদেবতা
খ) পদ্মানদীর মাঝি
গ) সীতারাম
ঘ) পথের পাঁচালী

54807. নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?

ক) চার ইয়ারী কথা
খ) পালামৌ
গ) দৃষ্টিপাত
ঘ) দেশে বিদেশে

54808. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম–

ক) অবকাশ রঞ্জিকা
খ) বিবিধার্য সংগ্রহ
গ) কাব্য প্রকাশ
ঘ) গ্রামবার্তা প্রকাশিকা

54809. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

ক) বঙ্গদূত
খ) জ্ঞানান্বেষণ
গ) জ্ঞানাঙ্কুর
ঘ) সংবাদ প্রভাকর

54810. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা–

ক) উইলিয়াম কেরি
খ) গোলকনাথ শর্মা
গ) রামরাম বসু
ঘ) হরপ্রসাদ রায়

54811. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?

ক) কবিগান
খ) পুঁথি সাহিত্য
গ) নাথ সাহিত্য
ঘ) বৈষ্ণব পদ সাহিত্য

54812. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

ক) দৌলত কাজী
খ) মাগন ঠাকুর
গ) সাবিরিদ খান
ঘ) আলাওল

54814. ‘বিষাদ–সিন্ধু’ একটি–

ক) গবেষণা গ্রন্থ
খ) ধর্মবিষয়ক প্রবন্ধ
গ) ইতিহাস আশ্রয়ী উপন্যাস
ঘ) আত্মজীবনী

54815. কোনটি উপন্যাস নয়?

ক) দিবারাত্রির কাব্য
খ) হাঁসুলী বাঁকের উপকথা
গ) কবিতার কথা
ঘ) পথের পাঁচালী

54816. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?

ক) কবর
খ) চিঠি
গ) রক্তাক্ত প্রান্তর
ঘ) মুখরা রমণী বশীকরণ

54817. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক–এর প্রভাব অপরিসীম?

ক) শ্রী চৈতন্যদেব
খ) শ্রীকৃষ্ণ
গ) আদিনাথ
ঘ) মনোহর দাশ

54818. কোনটি জসীমউদ্দীনের নাটক?

ক) রাখালী
খ) মাটির কান্না
গ) বেদের মেয়ে
ঘ) বোবা কাহিনী

54819. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক–

ক) সুবচন নির্বাসনে
খ) রক্তাক্ত প্রান্তর
গ) নুরুলদীনের সারা জীবন
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

54820. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?

ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১৪
ঘ) ১৯২১

54821. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

ক) ছায়ানট
খ) চক্রবাক
গ) রুদ্রমঙ্গল
ঘ) বালুচর

54822. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ–

ক) উৎকর্ষতা
খ) অপকর্ষ
গ) উৎকর্ষ
ঘ) অপকর্ষতা

54823. “এ যে আমাদের চেনা লোক”-বাক্যে ‘চেনা’ কোন পদ?

ক) বিশেষ্য
খ) অব্যয়
গ) ক্রিয়া
ঘ) বিশেষণ

54824. ‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রবী + ইন্দ্র
খ) রবী + ঈন্দ্র
গ) রবি + ইন্দ্র
ঘ) রবি + ঈন্দ্র

54825. ‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

ক) ইংরেজি + ফার্সি
খ) ইংরেজি + আরবি
গ) তুর্কি + আরবি
ঘ) ইংরেজি + পর্তুগিজ

54826. ‘Null and Void’–এর বাংলা পরিভাষা কী?

ক) বাতিল
খ) পালাবদল
গ) মামুলি
ঘ) নিরপেক্ষ

54827. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে”-বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়–

ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না

54829. নিচের কোনটি বিশেষ্য পদ?

ক) জাত
খ) গৈরিক
গ) উদ্ধত
ঘ) গাম্ভীর্য

54830. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

ক) জনশ্রুতি
খ) অনমনীয়
গ) খাসমহল
ঘ) তপোবন

54831. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

ক) সভাসদ
খ) শুভেচ্ছা
গ) ফলবান
ঘ) তন্বী

54834. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

ক) ব + ন্ + ধ + ন্
খ) বন্ + ধন্
গ) ব + ন্ধ + ন
ঘ) বান্ + ধন্

54836. নৈতিক শক্তির প্রধান উপাদান কী?

ক) সততা ও নিষ্ঠা
খ) কর্তব্যপরায়ণতা
গ) মায়া ও মমতা
ঘ) উদারতা

54837. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?

ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
খ) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা

54838. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ) আইনের শাসন
গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

54840. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

ক) বিশ্বস্ততা
খ) সৃজনশীলতা
গ) নিরপেক্ষতা
ঘ) জবাবদিহিতা

54841. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

ক) রাজনীতি
খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
গ) সংবাদ মাধ্যম
ঘ) যুবশক্তি

54842. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

ক) সত্য ও ন্যায়
খ) স্বার্থকতা
গ) শঠতা
ঘ) অসহিষ্ণুতা

54844. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ---

ক) ৭৭ সেমি
খ) ৭.৬ সেমি
গ) ৭২ সেমি
ঘ) ৭৬ সেমি

54845. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?

ক) এনোফিলিস
খ) এডিস
গ) কিউলেক্স
ঘ) স্ত্রী এনোফিলিস

54847. চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে?

ক) ১৯১১ সালে
খ) ১৯১৫ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯৩০ সালে

54848. ইতিহাস বিখ্যাত 'ট্রয় নগরী' কোথায়?

ক) ইটালীতে
খ) গ্রীসে
গ) তুরস্কে
ঘ) স্পেনে

54849. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

ক) নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
খ) নাইট্রোজেন
গ) কার্বন-ডাই-অক্সাইড
ঘ) হিলিয়াম

54850. 'আই এম এফ' এর সদর দফতর কোথায় অবস্থিত?

ক) ওয়াশিংটন ডি সি
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) লন্ডন

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore