বিষয়ঃ Other

54852. বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?

ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ) শের-এ বাংলা এ কে ফজলুল হক
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ) এদের কেউই নন

54853. কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

ক) ২ বছর
খ) ৩ বছর
গ) ৪ বছর
ঘ) ৫ বছর

54855. পূর্ব ইউরোপের দেশ নয় ---

ক) রুমানিয়া
খ) পর্তুগাল
গ) হাঙ্গেরি
ঘ) আলবেনি

54856. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ---

ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে

54857. ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?

ক) হাজী শরীয়তউল্লাহ
খ) তিতুমীর
গ) দুদু মিয়া
ঘ) নবাব সলিমুল্লাহ

54858. বিভা : কিরণ : : সুবলিত : ?

ক) সুবিদিত
খ) সুগঠিত
গ) সুবিনীত
ঘ) বিধিত

54860. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?

ক) টেনে নেয়া ব্যক্তির
খ) ঠেলে নেয়া ব্যক্তির
গ) দু’জনের সমান কষ্ট হবে
ঘ) কোনটিই নয়

54861. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক) মহানন্দা
খ) করতোয়া
গ) ব্রহ্মপুত্র
ঘ) যমুনা

54862. If LOYAL is coded as `JOWAJ’ then PRONE is coded as-

ক) QRPNF
খ) NRMND
গ) ORNMG
ঘ) NRMNC

54863. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

ক) যশোর
খ) রংপুর
গ) রাজশাহী
ঘ) ফরিদপুর

54864. কোন বানানটি শুদ্ধ?

ক) Achievment
খ) Acheivment
গ) Achievement
ঘ) Acheivement

54865. বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন ---

ক) ২২ জুলাই
খ) ২০ জুন
গ) ২২ জুন
ঘ) ২১ জুন

54867. কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?

ক) ভিটামিন 'ই'
খ) ভিটামিন 'এ'
গ) ভিটামিন 'বি'
ঘ) ভিটামিন 'ডি'

54868. Find out the correct synonym of ‘TENUOUS’-

ক) Vital
খ) Thin
গ) Careful
ঘ) Dangerous

54869. কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?

ক) সুইডেন
খ) ফ্রান্স
গ) নরওয়ে
ঘ) কোনোটিই নয়

54870. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো---

ক) প্রায় ১২ ঘণ্টা
খ) প্রায় ২৪ ঘণ্টা
গ) প্রায় ৬ ঘণ্টা
ঘ) চাঁদের তিথি অনুসারে ভিন্ন

54872. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---

ক) মৌসুমি বায়ুর প্রভাবে
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ) স্থল বায়ুর প্রভাবে
ঘ) আয়ন বায়ুর প্রভাবে

54873. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

ক) বুধবার
খ) বৃহস্পতিবার
গ) শুক্রবার
ঘ) শনিবার

54874. Telephone : Cable : : Radio : ?

ক) Microphone
খ) Wireless
গ) Electricity
ঘ) Wire

54875. হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ----

ক) প্রতি একশত বছর পর পর
খ) আশি বছর পর পর
গ) দুইশত বছর পর পর
ঘ) ছিয়াত্তর বছর পর পর

54876. . ধ্রুবতারা দেখা যায় ---

ক) পূর্ব গোলার্ধে
খ) পশ্চিম গোলার্ধে
গ) উত্তর গোলার্ধে
ঘ) সব গোলার্ধে

54877. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে–

ক) পিছনে
খ) সামনে
গ) ডান পার্শ্বে
ঘ) বাম পার্শ্বে

54878. ০.৪ × ০.০২ × ০.০৮ = ?

ক) ০.৬৪
খ) ০.০৬৪
গ) .০০০৬৪
ঘ) ৬.৪০

54879. পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---

ক) অপরিবর্তীত থাকে
খ) কমে যায়
গ) বেশি হয়
ঘ) প্রথমে কমে, পরে বাড়ে

54880. ৫–এর কত শতাংশ ৭ হবে–

ক) ৪০
খ) ১২৫
গ) ৯০
ঘ) ১৪০

54881. সৌরজগতের বৃহত্তম গ্রহ ---

ক) বৃহস্পতি
খ) বুধ
গ) শনি
ঘ) পৃথিবী

54882. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু–ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু–কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?

ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে;
ঘ) কোনটিই নয়

54883. কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?

ক) টোকিও
খ) দিল্লি
গ) বেইজিং
ঘ) জয়পুর

54884. পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর ---

ক) অ্যান্টার্কটিক
খ) আটলান্টিক
গ) প্রশান্ত
ঘ) ভারত

54887. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়–

ক) পাবক
খ) বহ্নি
গ) হুতাশন
ঘ) প্রজ্বলিত

54888. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) কপার
খ) এলুমিনিয়াম
গ) জিংক
ঘ) লৌহ

54891. পানির খরতার কারণ ----

ক) ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
খ) ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
গ) ক্যালসিয়াম সালফেট লবণ
ঘ) ক্যালসিয়াম কার্বনেট লবণ

54895. ১৭ সে. মি., ১৫ সে. মি., ৮ সে. মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে–

ক) সমবাহু
খ) সমদ্বিবাহু
গ) সমকোণী
ঘ) স্থূলকোণী

54898. logx(3/2)=−1/2 হলে, X-এর মান–

ক) 4/9
খ) 9/4
গ) √(3/2)
ঘ) √(2/3)

54900. x2−5x+6<0 হলে–

ক) 2 &lt; x &lt; 3
খ) -3 &lt; x &lt; -3
গ) x &lt; 2
ঘ) x &lt; 3

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore