বিষয়ঃ Other

56411. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?

ক) ব্যারোমিটার
খ) সিসমোমিটার
গ) ল্যাকটোমিটার
ঘ) থার্মোমিটার

56412. জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?

ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৩ সালে
গ) ১৯৪৬ সালে
ঘ) ১৯৪৪ সালে

56413. সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে ---

ক) লোহা
খ) তামা
গ) সীসা
ঘ) ব্রোঞ্জ

56414. মেঘলা রাতে---

ক) শিশির উৎপন্ন হয় না
খ) শিশির উৎপন্ন হয়
গ) উভয়টিই ঠিক
ঘ) কোনোটিই নয়

56416. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৫ মার্চ ১৯৭১
গ) ৭ মার্চ ১৯৭১
ঘ) ১০ এপ্রিল ১৯৭১

56417. মহামুনি বিহার কোথায় অবস্থিত?

ক) দিনাজপুরের ফুলবাড়িতে
খ) চট্ট্রগ্রামের রাউজানে
গ) জামালপুরের দেওয়ানগঞ্জে
ঘ) সিলেটের হবিগঞ্জে

56419. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ) ১২ অক্টোবর, ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
ঘ) ১২ অক্টোবর, ১৯৭৩

56420. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?

ক) হাইল
খ) পাথরচাওলি
গ) চলনবিল
ঘ) হাকালুকি

56421. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক) ছেড়া দ্বীপ
খ) নিঝুম দ্বীপ
গ) মহেশখালী
ঘ) সেন্টমার্টিনস

56422. কোন গ্রহের কোন চাঁদ নেই?

ক) মঙ্গল
খ) বুধ
গ) বৃহস্পতি
ঘ) শনি

56423. দক্ষিণ গোলার্ধে উত্তর- আয়নান্ত ঘটে কখন?

ক) ২৩ জুন
খ) ২২ ডিসেম্বর
গ) ২৩ জুলাই
ঘ) ২১ মে

56424. দেশলাই কাঠিতে কোনটি থাকে না?

ক) জিঙ্ক ও বেরিয়াম লবণ
খ) ক্যালসিয়াম সিলিকেট
গ) পটাসিয়াম সিলিকেট
ঘ) সবকটিই

56425. টেস্টিং সল্ট -এর রাসায়িনিক নাম কি?

ক) সোডিয়াম বাইকার্বনেট
খ) পটাসিয়াম বাইকার্বনেট
গ) সোডিয়াম মনোগ্লুটামেট
ঘ) মনোসোডিয়াম গ্লুটামেট

56426. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ---

ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) মুহম্মদ উল্লাহ
গ) আবু সাঈদ চৌধুরী
ঘ) শেখ মুজিবুর রহমান

56427. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ---

ক) ২ মার্চ, ১৯৭১
খ) ৭ মার্চ, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১

56428. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ---

ক) ক্রোমোজোম
খ) নিউক্লিওলাস
গ) নিউক্লিওপ্লাজম
ঘ) প্লাস্টিড

56430. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় --

ক) অপুষ্পক উদ্ভিদ
খ) সসুষ্পক উদ্ভিদ
গ) মিথোজীবী উদ্ভিদ
ঘ) স্বভোজী উদ্ভিদ

56433. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে ---

ক) হার্ডওয়্যার ও সফটওয়্যার
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
গ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
ঘ) সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

56434. কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ ---

ক) অসীম
খ) তেলেভাজা
গ) মুখচন্দ্র
ঘ) ঘর-বাড়ি

56435. . কোনটি শুদ্ধ বানান?,,

ক) প্রতিদ্বন্দী
খ) প্রতিদ্ন্দ্বী
গ) প্রতিদ্বন্দ্বী
ঘ) প্রতিদন্দি

56436. কোন বানানটি শুদ্ধ?,,,

ক) বিভিষীকা
খ) বীভিষিকা
গ) বিভীষিকা
ঘ) বীভিষীকা

56437. কোনটি শুদ্ধ বানান?.....

ক) শুশ্রূষা
খ) সুশ্রুষা
গ) শূশ্রুষা
ঘ) শুশ্রুসা

56438. কাঁদুনি'শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---

ক) কাঁদ + নি
খ) কঁদো + উনি
গ) কাঁদ + ঊনি
ঘ) কাঁদ + উনি

56439. মোড়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---

ক) মোড় + অক
খ) মুড়ি + অক
গ) মুড় + অক
ঘ) মোড় + ক

56440. 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কি?

ক) বিষণ্ন
খ) বিষাদ
গ) প্রচ্ছন্ন
ঘ) এর কোনোটিই নয়

56442. 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সরিৎ
খ) বারিধি
গ) উদক
ঘ) অম্বু

56443. ইতি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) অবসান
খ) বরেণ্য
গ) শেষ
ঘ) বিরাম

56444. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) ওলকপি
খ) কবিগুরু
গ) আটঘাট
ঘ) ঊনপাঁজুরে

56445. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) অন্যায়
খ) অনাসক্ত
গ) আমরণ
ঘ) অহি নকুল

56446. কি "সাহসে" ওখানে গেলে? ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) করণে ৭মী
ঘ) অপাদানে ৭মী

56447. "অহঙ্কার" পতনের মূল ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) অধিকরণে শূন্য

56448. 'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?

ক) জিয়া হায়দার
খ) সেলিম আল দীন
গ) দীনবন্ধু মিত্র
ঘ) ইব্রাহিম খলিল

56449. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) এয়াকুব আলী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সিকান্দার আবু জাফর

56450. 'বরফগলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) শওকত ওসমান
গ) জহির রায়হান
ঘ) শহীদুল্লা কায়সার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore