বিষয়ঃ Other

56401. ধোপাকে কাপড় দাও-‘ ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে চতুর্থী বিভক্তি
খ) কর্মকারকে চতুর্থী বিভক্তি
গ) সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি
ঘ) অপাদান দ্বিতীয়া বিভক্তি

56402. সর্বভূতে ধন দাও।‘সর্বভূতে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারক, শূন্য বিভক্তি
খ) করণকারক, পঞ্চমী বিভক্তি
গ) কর্মকারক,দ্বিতীয়া বিভক্তি
ঘ) সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি

56403. বাইরে থেকে দেখে মানুষ চেনা যায়না।‘বাইরে থেকে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারক,দ্বিতীয়া বিভক্তি
খ) কর্মকারক,পঞ্চমী বিভক্তি
গ) করণকারক,ষষ্ঠী বিভক্তি
ঘ) অপাদান কারক,পঞ্চমী বিভক্তি

56404. সে অঙ্কে পণ্ডিত।বাক্যে ‘অঙ্কে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদান কারকে সপ্তমী
খ) অধিকরনে সপ্তমি
গ) সম্প্রদানে ষষ্ঠী
ঘ) কর্মকারকে সপ্তমী

56405. গুরুজনে কর ভক্তি-এ বাক্যে ‘গুরুজনে’কোন কারক?

ক) কর্তৃকারক
খ) অপাদান কারক
গ) সম্প্রদান কারক
ঘ) অধিকরণ কারক

56406. ‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে সপ্তমী
খ) করণকারকে সপ্তমী
গ) কর্মকারকে সপ্তমী
ঘ) অপাদান কারকে ষষ্ঠী

56407. নিমিত্তার্থাতে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়?

ক) ৩ য়া বিভক্তি
খ) ৪ র্থী বিভক্তি
গ) ৫মী বিভক্তি
ঘ) ৬ ষষ্ঠী বিভক্তি

56408. বসন্তে ফুল ফোটে-বাক্যে ‘বসন্ত’ কোন কারক?

ক) করণ কারক
খ) কর্তৃকারক
গ) অধিকরণ কারক
ঘ) অপাদান কারক

56409. নিচের কোনটি করণ কারকের উদাহরণ?

ক) -ছাগলে- কিনা খায়
খ) সে -চোখে- দেখে না
গ) সাদা- মেঘে- বৃষ্টি হয় না
ঘ) -তিলে- তৈল হয়

56410. দ্বারা, দিয়া ,কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি-

ক) দ্বিতীয়া বিভক্তি
খ) তৃতীয়া বিভক্তি
গ) প্রথমা বিভক্তি
ঘ) শূন্য বিভক্তি

56411. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?

ক) ১১০ নং অনুচ্ছেদে
খ) ১১৫ নং অনুচ্ছেদে
গ) ১১৮ নং অনুচ্ছেদে
ঘ) ১২৫ নং অনুচ্ছেদে

56413. জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -

ক) প্রথম সংশোধনীতে
খ) দ্বিতীয় সংশোধনীতে
গ) তৃতীয় সংশোধনীতে
ঘ) চতুর্থ সংশোধনীতে

56414. বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর।

ক) জনগনের সেবা করিবার
খ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
গ) সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা
ঘ) সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা

56415. বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?

ক) প্রধানমন্ত্রী
খ) প্রেসিডেন্ট
গ) স্পিকার
ঘ) আইনমন্ত্রী

56416. সংবিধান সংশোধনে প্রয়োজন হয়--

ক) এক-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
খ) অর্ধেক সংসদ সদস্যের সম্মতি
গ) দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
ঘ) কোনটিই নয়

56417. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন (PSC) গঠনের উল্লেখ আছে

ক) ১৩৭ নং অনুচ্ছেদে
খ) ১৩৫ নং অনুচ্ছেদে
গ) ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে

56419. সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?

ক) ১০ নং অনুচ্ছেদে
খ) ২১ (২) নং অনুচ্ছেদে
গ) ২৭ নং অনুচ্ছেদে
ঘ) ২৮ (২) নং অনুচ্ছেদে

56420. সংবিধানের কত অনুচ্ছেদ 'ন্যায়পাল' নিয়োগের বিধান আছে?

ক) ৪১ নং অনুচ্ছেদে
খ) ৫১ নং অনুচ্ছেদে
গ) ৭৭ নং অনুচ্ছেদে
ঘ) ৬৬ নং অনুচ্ছেদে

56424. মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় ?

ক) রাজনৈতিক অধিকার
খ) সামাজিক অধিকার
গ) মানবিক অধিকার
ঘ) মৌলিক অধিকার

56427. What is the antonym of "Expel" ?

ক) Banish
খ) Dismiss
গ) Eject
ঘ) Admit

56428. 'Fictitious' means-

ক) Full of facts
খ) Factual
গ) Artificial
ঘ) True

56429. 'Achilles heel' means -

ক) A heel of Achilles
খ) The fault of Achiest
গ) Minor fault
ঘ) The fault which is small but can cause a person's fall

56430. Choose the correct synoynm for 'Menacing' -

ক) Encouraging
খ) Alarming
গ) Promising
ঘ) Auspicious

56431. The antonym of 'Obesity' is -

ক) Very fat
খ) Tall
গ) Short
ঘ) Thin

56432. What is the meaning of the word 'Dye'?

ক) Die
খ) Color
গ) Dig
ঘ) Wdivide

56433. The word 'senile'is related to -

ক) Old age
খ) Senses
গ) Superiority
ঘ) Seniority

56434. He talks as if he --- everythig.

ক) has knowan
খ) had known
গ) will known
ঘ) knew

56435. The car sped up as it went down the ramp. (Antonym)

ক) ascended
খ) descended
গ) exploded
ঘ) decelerated

56436. Something that is 'fresh' is something ---

ক) Disrespectful
খ) In fairly good condition
গ) Pleasant
ঘ) Recently printed or published

56437. Coalesce -এর-সমার্থক-শব্দ-কোনটি ?

ক) Separate
খ) Unify
গ) Order
ঘ) Countrefeit

56438. Prior to' means--

ক) after
খ) before
গ) immediately
ঘ) during the period of

56439. 'Invidious' is opposite to -

ক) Offensive
খ) Hateful
গ) Envious
ঘ) Charitable

56441. What is the antonym of 'Cease' ?

ক) Start
খ) Attractive
গ) Withdraw
ঘ) Sure

56442. A handicapped person is one who -

ক) Works at handicraft
খ) Suffers from some disability
গ) Assigns handicaps to contestants
ঘ) Gives training in manual skill

56443. 'Not bene' means -

ক) For example
খ) Not sure
গ) Next page
ঘ) Mark well

56444. কর্মধারয় সমাসে প্রধানত কোন পদ মাঝে বসে?

ক) বিশেষ্য পদ
খ) ক্রিয়া পদ
গ) বিশেষন পদ
ঘ) সর্বনাম পদ

56445. উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে?

ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রুপক কর্মধারয়
ঘ) উপমান কর্মধারয়

56446. কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) দা-কুমড়া
খ) আয়-ব্যয়
গ) জমা-খরচ
ঘ) স্বামী-স্ত্রী

56447. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয়?

ক) ৩ য়া
খ) ৪ র্থী
গ) ২ য়া
ঘ) ৫ মী

56448. ‘ছাগদুধ’ এর ব্যাসবাক্য কোনটি?

ক) ছাগীর দুগ্ধ
খ) ছাগলের দুগ্ধ
গ) গাভীর দুগ্ধ
ঘ) মহিষের দুধ

56449. রাজহাঁস’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) রাজার হাঁস
খ) হাঁসের রাজা
গ) হাঁসদের রাজা
ঘ) কোনটিই নয়

56450. যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোপ পায় না,তাকে বলে-

ক) উপপদ তৎপুরুষ
খ) নঞ তৎপুরুষ
গ) অলুক তৎপুরুষ
ঘ) নিমিতার্থে তৎপুরুষ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore