বিষয়ঃ Other

56352. সবচেয়ে হালকা ধাতুর নাম কি?

ক) হাইড্রোজেন
খ) সোডিয়াম
গ) লিথিয়াম
ঘ) পারদ

56353. Camical composition of dolomite is

ক) MgFe(CO3)2
খ) CaMg(CO3)2
গ) CaCO3
ঘ) MgCO3

56354. সবচেয়ে মূল্যবান ধাতু

ক) স্বর্ণ
খ) রৌপ্য
গ) হীরক
ঘ) প্লাটিনাম

56355. কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?

ক) ঘনত্ব বাড়াবার জন্য
খ) সামগ্রিক খরচ কমাবার জন্য
গ) মজবুত করার জন্য
ঘ) পানির শোষণ কমাবার জন্য

56356. সংকর ধাতু ব্রোঞ্জে উপাদান হল--

ক) লোহা ও দস্তা
খ) টিন ও দস্তা
গ) তামা ও টিন
ঘ) তামা ও লোহা

56357. ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?

ক) ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য তাকে বার্ণিশ দিয়ে আবৃত করা হয়
খ) যে কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ
গ) এক ধরনের রং যার ব্যবহারে মরিচা পড়া বন্ধ হয়
ঘ) তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া

56358. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়না

ক) পিতল
খ) লোহা
গ) অ্যান্টিমনি
ঘ) তামা

56359. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

ক) লিথিয়াম
খ) ইউরেনিয়াম
গ) জার্মেনিয়াম
ঘ) পারদ

56360. কত ক্যারেটবিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা ?

ক) ১৮ ক্যারেট
খ) ২৪ ক্যারেট
গ) ২২ ক্যারেট
ঘ) ২৬ ক্যারেট

56361. বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয়-

ক) টাংস্টেন তার
খ) নাইক্রোম তার
গ) এন্টিমনি তার
ঘ) কপার তার

56375. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘জাপান-জার্মানি ইতালি’ এই তিন শক্তিকে একত্রে বলা হত

ক) মিত্র শক্তি
খ) অক্ষ শক্তি
গ) যুগ্ম শক্তি
ঘ) অশ্ব শক্তি

56376. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-

ক) ১ নভেম্বর, ১৯৪০
খ) ১ সেপ্টেম্বের, ১৯৩৯
গ) ১ ডিসেম্বর, ১৯৩৭
ঘ) ১ অক্টোবর, ১৯৩৫

56378. হিটলার কর্তৃক কোন দেশআক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ?

ক) অস্ট্রিয়া
খ) সার্বিয়া
গ) পোল্যান্ড
ঘ) রাশিয়া

56379. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক কে ছিলেন?

ক) জেনারেলআইসেনহাওয়ার
খ) লর্ড চার্চিল
গ) জেনারেল ম্যাকআর্থার
ঘ) থিওডোর রুজভেল্ট

56382. পরমাণুর কেন্দ্র গঠিত হয় ?

ক) ইলেকট্রন ও প্রোটন
খ) নিউট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও পজিট্রন

56383. পারমাণবিক ওজন কোনটির সমান ?

ক) ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান
খ) প্রোটনের ওজনের সমান
গ) নিউট্রন ও প্রোটনের ওজনের সমান
ঘ) প্রোটন ও ইলেকট্রনের ওজনের সমান

56384. নিউট্রন আবিষ্কার করেন -

ক) কিউরি
খ) রাদারফোর্ড
গ) চ্যাডউইক
ঘ) থমসন

56385. হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই ?

ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) কোনটিই নয়

56387. কোনটিতে ঋণাত্মক আধান থাকে ?

ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) নিউক্লিয়াস

56388. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে ?

ক) ইলেকট্রন ও প্রোটন
খ) নিউট্রন ও ইলেকট্রন
গ) প্রোটন ও নিউট্রন
ঘ) নিউট্রন ও পজিট্রন

56390. একটি পারমানবিক কণার-

ক) আয়তন নেই, ওজন আছে
খ) ওজন আছে, আয়তন আছে
গ) আয়তন আছে, ওজন নেই
ঘ) আয়তন নেই, ওজন নেই

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore