বিষয়ঃ Other

56201. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?

ক) হিন্দি কাব্য পদমাবুৎ
খ) হিন্দি কাব্য মৈনাসত
গ) আলেফ লায়লা
ঘ) মৌলিক রচনা
Note : আরাকানরাজ শ্রীসুধর্মার (থিরি-থু-ধম্ম, ১৬২২-১৬৩৮) সমরসচিব আশরফ খানের পৃষ্ঠপোষকতা ও নির্দেশে দৌলত কাজী সতীময়না ও লোরচন্দ্রানী কাব্য রচনা করেন। তিনি হিন্দি কবি মিঁয়া সাধনের মৈনাসৎ ও মোল্লা দাউদের চান্দাইন কাব্য অনুসরণ করেন বলে ধারণা করা হয়। কাব্যটির দুই-তৃতীয়াংশ রচনার পর কবির মৃত্যু হলে আলাওল বাকি অংশ সমাপ্ত করেন

56202. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা

ক) বাহরাম খান
খ) হায়াত মাহমুদ
গ) শেখ ফয়জুল্লাহ
ঘ) শেরবাজ
Note : কাশিমের লড়াই (কাব্য): কাজী শেরবাজ। হানিফার লড়াই (কাব্য): আব্দুল হাকিম।

56203. 'জয়নালের চৌতিশা' গ্রন্থটির লেখক কে?

ক) বাহরাম খান
খ) হায়াত মাহমুদ
গ) শেখ ফয়জুল্লাহ
ঘ) শেরবাজ
Note : ‘জয়নাবের চৌতিশা’-র বিষয় মহরম- এর মর্মান্তিক ঘটনা।

56204. গুলে বকাওলী কাব্যখানীর রচয়িতা কে?

ক) আব্দুল হাকিম
খ) আলাওল
গ) নওয়াজিস খান
ঘ) দৌলত কাজী
Note : গুলে বকাওলী মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের একটি ধারা। সতেরো শতকের কবি নওয়াজিস খান প্রথম গুলে বকাওলী কাব্য রচনা করেন। রাজপুত্র তাজুলমুলকের সঙ্গে পরীকন্যা বকাওলীর প্রেম নিয়ে এর আখ্যান নির্মিত। কাহিনীতে দুঃসাহসিক অভিযাত্রাসহ নানা অলৌকিক ঘটনা আছে। মধ্য ভারত এ কাহিনীর উৎসভূমি। সেখানে ‘বকাওলী’ নামে এক প্রকার ফুল পাওয়া যায়।

56205. বিদ্যাসুন্দর কাব্যের কবি কে?

ক) আলাওল
খ) শাহ মুহম্মদ সগীর
গ) দৌলত কাজী
ঘ) সাবিরিদ খান
Note : বিদ্যাসুন্দর ষোড়শ শতাব্ধীর গোড়ার দিকে কবি সাবিরিদ খান রচিত একটি রোমান্টিক প্রণয়কাব্য। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনী কালিকামঙ্গলের অন্তর্গত এবং রায়গুণাকর ভারতচন্দ্র সহ অনেক কবি একই কাহিনী ভিত্তিক কাব্যের রূপ দিয়েছেন। সাবিরিদ খানের কাব্যের কাহিনীর সাথে দেবী কালিকার বিশেষ কোন সম্পর্ক নেই। কাব্যরস সৃষ্টি ব্যাতীত এর অন্য কোন উদ্দেশ্য ছিল না। কবি রোমান্স হিসেবেই কাব্যটি রচনা করেছিলেন। কবি তার কাব্য কে নাটগীত বলে উল্লেখ করেছেন।

56206. বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?

ক) আদিযুগের
খ) মধ্যযুগের
গ) অন্তমধ্যযুগের
ঘ) আধুনিক যুগের
Note : মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই শ্রেণির কাব্য মধ্যযুগের সাহিত্যে বিশিষ্ট স্থান জুড়ে আছে।ফারসি বা হিন্দি সাহিত্যের উৎস থেকে উপকরণ নিয়ে রচিত প্রণয় কাব্যগুলোতে প্রথমবারের মত মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।মধ্যযুগের কাব্যের ইতিহাসে ধর্মীয় বিষয়বস্তুর আধিপত্য ছিল,কোথাও কোথাও লৌকিক ও সামাজিক জীবনের ছায়াপাত ঘটলেও দেবদেবীর প্রাধান্যে তাতে মানবীয় অনুভূতির প্রকাশ স্পষ্ট হয়ে উঠেনি।এই শ্রেণির কাব্যে মানব-মানবীর প্রেম কাহিনি রূপায়িত হয়ে গতানুগতিক সাহিত্যের ধারায় ব্যতিক্রমের সৃষ্টি করেছে।মুসলমান কবিগণ হিন্দুধর্মাচারের পরিবেশের বাহিরে থেকে মানবিক কাব্য রচনায় অভিনবত্ব দেখান।

56207. বড়র পিরীতি বালির বাধ ক্ষণে হাতে দড়ি,ক্ষনেক চাঁদ---- চরণ দুটি কার রচনা?

ক) আলাওল
খ) ভারতচন্দ্র রায়গুনাকর
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শেখ ফজলল করিম
Note : রায়গুনাকর ভারতচন্দ্র আঠারো শতকের বাঙালি কবি। তাঁর জন্ম আনুমানিক ১৭১২ সালে, বর্ধমানের পাণ্ডুয়া গ্রামে। পিতার নাম নরেন্দ্রনারায়ণ রায়। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সভাকবি। রাজা তাঁকে ‘রায়গুনাকর’ উপাধি প্রদান করেন। তাঁর বিখ্যাত কাব্যের নাম অন্নদামঙ্গল কাব্য। এর তিনটি ভাগ হলঃ ‘অন্নদামঙ্গল’, ‘বিদ্যাসুন্দর’ এবং ‘ভবানন্দ-মানসিংহ কাহিনী’। বাংলা ভাষার বেশকিছু প্রচলিত বাক্য বা প্রবাদ ভারতচন্দ্রের রচনা। যেমনঃ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়

56208. সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) আলাওল
খ) শেখ ফজলল করিম
গ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ) মীর শফি
Note : সোনাভান পুঁথির শায়ের ছিলেন ফকির গরীবুল্লাহ। হুগলি জেলার অধিবাসী এই শায়ের সতর শতকের শুরুর দিকে রচনা করেছিলেন তার সোনাভান পুঁথিটি।

56209. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

ক) আলাওল
খ) সৈয়দ সুলতান
গ) মুহম্মদ খান
ঘ) শাহ মুহম্মদ সগীর
Note : শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-১৫ শতকের কবি। মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দে) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী।

56210. কৃষি উন্নয়নে সরকারি ক্ষুদ্রঋণ প্রকল্পের নাম-

ক) টিআইএন
খ) পিডিবিএফ
গ) পিকেএসএফ
ঘ) পিআরএসপি

56211. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে-

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বনডাই অক্সাইড

56212. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

ক) এমওপি
খ) টিএসপি
গ) সবুজ সার
ঘ) ইউরিয়া

56213. ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?

ক) এটেল মাটি
খ) পলি মাটি
গ) বেলে মাটি
ঘ) দোআঁশ মাটি

56214. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) কৃত্রিম সার প্রয়ােগ
খ) পানি সেচ
গ) মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ) প্রাকৃতিক গ্যাস প্রয়ােগ

56216. বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে কি বলা হয়?

ক) ফেয়ারি টেলস
খ) ব্যালাড
গ) ফক লোর
ঘ) ক্লাসিক রাজার গান

56217. দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?

ক) সৈয়দ হামজা
খ) ফকীর গরীবুল্লাহ
গ) দৌলত কাজী
ঘ) গোঁজলা গুই

56218. Ballad কি?

ক) লোকগীতি
খ) লোকগাথা
গ) গীতিকা
ঘ) গাথা

56219. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

ক) ব্রজধামে কথিত ভাষা
খ) এক রকম কৃত্রিম কবিভাষা
গ) বাংলা ও হিন্দির যোগফল
ঘ) মৈথিলি ভাষার একটি উপাভাষা

56220. বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?

ক) কানাহরি দত্ত
খ) নারায়ণ দেব
গ) বিজয়গুপ্ত
ঘ) বিপ্রদাস পিপিলাই

56221. 'টপ্পা' কি?

ক) এক ধরনের গান
খ) নাচের মুদ্রা
গ) এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ) বিশেষ ধরনের খেলা

56222. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?

ক) শেখ ফয়জুল্লাহ
খ) মুহম্মদ খান
গ) হায়াৎ মামুদ
ঘ) সৈয়দ সুলতান

56223. সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?

ক) আলাওল
খ) দৌলত কাজী
গ) মাগন ঠাকুর
ঘ) মরদন

56224. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?

ক) মৈথিলী ও বাংলা
খ) মৈথিলী ও হিন্দি
গ) বাংলা ও হিন্দি
ঘ) বাংলা ও সংস্কৃত

56225. ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?

ক) রত্নসেন ও পদ্মাবতী
খ) মরদান ও পদ্মাবতী
গ) সাধন ও পদ্মাবতী
ঘ) অসীম ও পদ্মাবতী

56226. ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?

ক) চন্ডীদাস
খ) মানিক দত্ত
গ) ময়ূর ভট্ট
ঘ) হরিদত্ত

56227. উইলিয়াম কেরি রচিত বাংলা অভিধান কোনটি?

ক) বঙ্গীয় শব্দকোষ
খ) ঐতিহাসিক অভিধান
গ) বাংলা ভাষার অভিধান
ঘ) বঙ্গভাষাভিধান

56228. বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা অভিধান ‘প্রমিত বাংলা বানান অভিধান’ এর লেখক কে?

ক) জিল্লুর রহমান সিদ্দিকী
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) আহমদ শরীফ
ঘ) জামিল চৌধুরী

56229. বাংলা লিপির গঠনকার্য মোটামুটি স্থায়ীরূপ লাভ করে কোন আমলে?

ক) পাল আমলে
খ) সেন আমলে
গ) পাঠান যুগে
ঘ) মুঘোল আমলে

56230. যদি y = 3x - 6x হয় তবে x এর কোন মানের জন্য y ধনাত্নক হবে?

ক) x > 0
খ) x < 0
গ) x > 2 অথবা x < 0
ঘ) -2 < x < 2 এবং x ≠ 2

56232. বাস্তব সংখ্যায় |2x-3|≤ 1 অসমতাটির সমাধান

ক) 1 < x < 2
খ) x ≤ 1 অথবা x < 2
গ) -x < 1 < 2
ঘ) 1 ≤ x ≤ 2

56233. 3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি?

ক) (1, ∞)
খ) (1, ∞)
গ) (1/2, ∞)
ঘ) (-1, ∞)

56234. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

ক) xy&gt;yz
খ) zx&lt;zy
গ) xz&gt;yz
ঘ) xz&lt;yz

56235. সমাধান করুনঃ x² - 2x - 15 > 0 .

ক) s = (x : x &gt; 5 অথবা x &lt; -3)
খ) s = (x : x &lt; 5 অথবা x &gt; -3)
গ) s = (x : x &gt; 5 অথবা x &gt; -3)
ঘ) s = (x : x &lt; 5 অথবা x &lt; -3)

56237. 1| x - 1|< 2 অসমতাটির সমাধান করুন?

ক) (-∝, 2) ∪ (5/2, +∝)
খ) (-∝, 1) ∪ (3, +∝)
গ) (1/2, 3/2)
ঘ) (-∝, 1/2) ∪ (3/2, +∝)

56238. x² - 5x + 6 < 0 হলে--

ক) 2 &lt; x &lt; 3
খ) -3 &lt; x &lt; -2
গ) x &lt; 2
ঘ) x &lt; 3

56239. x > y এবং z < 0 নিচের কোণটি সঠিক?

ক) xz &gt; yz
খ) z/x &lt; z/y
গ) x/z &gt; y/z
ঘ) xz &lt; yz

56240. বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ?

ক) উত্তর-পূর্ব অঞ্চল
খ) উত্তর- পশ্চিম অঞ্চল
গ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ) দক্ষিণ-পূর্ব অঞ্চল

56241. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

ক) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
গ) উপক্রান্তীয় জলবায়ু
ঘ) আদ্র ক্রান্তীয় জলবায়ু
Note : বাংলাদেশ কর্কটক্রান্তি রেখায় অবস্থিত হওয়ায় বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় বা ট্রপিক্যাল জলবায়ু বলে। অপরদিকে ঋতুর বেচিত্র্যতার কারণে মৌসুমী জলবায়ু বলে। বাংলাদেশের মত প্রায় সমান জলবায়ু আছে মেক্সিকোতে

56242. বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ৫ আগস্ট ১৯৭৭
খ) ৪ আগস্ট ১৯৯০
গ) ৩ আগস্ট ১৯৮৯
ঘ) ৩ আগস্ট ১৯৮৫

56243. বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করে

ক) ১৫ অক্টোবর ২০০১
খ) ১ জানুয়ারি ২০০২
গ) ১ জানুয়ারি ২০০৩
ঘ) ১৬ অক্টোবর ২০০১

56244. বাংলাদেশের জলবায়ু সাধারণত

ক) চরমভাবাপন্ন
খ) বিষমভাবাপন্ন
গ) সমভাবাপন্ন
ঘ) ক + খ

56246. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?

ক) মহাযানী
খ) সহজযানী
গ) হীনযনী
ঘ) ব্রজযানী
Note : চর্যাপদ হলঃ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত।

56247. চর্যাপদের কবির সংখ্যা কত জন ?

ক) ২৫
খ) ২৩
গ) ২৬
ঘ) ২৪
Note : প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট ৫০ টি পদের ২৩ জন কবির নাম পাওয়া যায়। চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার পদ সংখ্যা ৫১ এবং কবি ২৪ জন।

56248. কবি আলাওলের জন্মস্থান কোনটি ?

ক) বার্মার আরাকান
খ) ফরিদপুর সুরেশ্বর
গ) চট্টগ্রামের জোবরা
ঘ) চট্টগ্রামের পটিয়া
Note : কবি ও পণ্ডিত আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রামের হাটহাজারীর জোবড়া গ্রামে, মতান্তরে ফরিদপুরের ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন।

56249. বাংলা লিপির উৎস কি ?

ক) ব্রাহ্মী লিপি
খ) সংস্কৃত লিপি
গ) চীনা লিপি
ঘ) আরবি লিপি
Note : প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

56250. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন?

ক) চর্যাপদাবলি
খ) চর্যাগীতিকা
গ) চর্যাচর্যবিনিশ্চয়
ঘ) হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
Note : হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে ‘চর্যাপদ’ প্রকাশ করেছিলেন।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore