বিষয়ঃ Other

56103. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে --

ক) আয়তক্ষেত্র
খ) ট্রাপিজিয়াম
গ) বর্গক্ষেত্র
ঘ) রম্বস

56106. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

ক) ১২ ডিসেম্বর
খ) ১৩ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর
ঘ) ১১ ডিসেম্বর

56107. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) হামিদুর রহমান

56108. কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?

ক) গান্ধীজি
খ) মাওলানা শওকত আলী
গ) জহরলাল নেহেরু
ঘ) বিপিনচন্দ্র পাল

56109. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

ক) এ. কে. ফজলুল হক
খ) ইস্কান্দার মির্জা
গ) চৌধুরী খালেকুজ্জামান
ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

56110. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?

ক) সুরম্য অট্রালিকা
খ) কার্জন হল
গ) হাইকোর্ট
ঘ) এর সবগুলিই

56111. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯০৩ সালে
খ) ১৯০৪ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯০৬ সালে

56112. ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?

ক) কোরায়েশী আন্দোলন
খ) হাসেমী আন্দোলন
গ) ফরায়েজী আন্দোলন
ঘ) সৈয়দী আন্দোলন

56113. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --

ক) ৩টি অঞ্চলে
খ) ৪টি অঞ্চলে
গ) ৫টি অঞ্চলে
ঘ) ৬টি অঞ্চলে

56114. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?

ক) চাঁদপুরের কাছে
খ) ভৈরব বাজারে
গ) গোয়ালন্দে
ঘ) নারায়ণগঞ্জ

56115. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক) বরাইল
খ) কাঞ্চন জঙ্গা
গ) কৈলাস
ঘ) গডউইন অস্টিন

56116. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক) ২৫০ নটিক্যাল মাইল
খ) ২২৫ নটিক্যাল মাইল
গ) ২০০ নটিক্যাল মাইল
ঘ) ১৫০ নটিক্যাল মাইল

56117. পৃথিবীর শক্তির মূল উৎস ---

ক) অভিকর্ষ শক্তি
খ) মাধ্যাকর্ষণ শক্তি
গ) পারমাণবিক শক্তি
ঘ) সূর্য

56118. দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---

ক) ২৩ মার্চ
খ) ২১ জুন
গ) ১ জুলাই
ঘ) ১ ডিসেম্বর

56119. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?

ক) মেরু অঞ্চলে
খ) শীত প্রধান অঞ্চলে
গ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
ঘ) নিরক্ষীয় অঞ্চলে

56121. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় ---

ক) কাণ্ডের অগ্রভাগে
খ) পাতায়
গ) মূলের অগ্রভাগে
ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাগে

56122. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ----

ক) শ্বসন
খ) অভিস্রবণ
গ) রেচন
ঘ) সালোকসংশ্লেষণ

56123. করোটিতে কয়টি অস্থি থাকে?

ক) ২৭
খ) ২৮
গ) ২৯
ঘ) ৩০

56124. মাছির পা থাকে ---

ক) ৬টি
খ) ৪টি
গ) ৮টি
ঘ) ১০টি

56125. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?

ক) নির্গমনমুখ
খ) যুক্তি বর্তনী
গ) স্মৃতি
ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

56126. মনিটরের কাজ হলো ----

ক) গাণিতিক সমাধান করা
খ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
গ) লেখা ও ছবি দেখানো
ঘ) এর কোনটিই নয়

56127. গোধুলীর কারণ কি?

ক) প্রতিফলন
খ) বিক্ষেপণ
গ) প্রতিসরণ
ঘ) ব্যতিচার

56128. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

ক) বেগুনী আলো
খ) নীল আলো
গ) হলুদ আলো
ঘ) লাল আলো

56129. ফরমালিন হলো ফরমালডিহাইডের ---

ক) ৪০% জলীয় দ্রবণ
খ) ৩০% জলীয় দ্রবণ
গ) ২০% জলীয় দ্রবণ
ঘ) ১০% জলীয় দ্রবণ

56130. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) কপার
খ) জিংক
গ) অ্যালুমিনিয়াম
ঘ) পারদ

56131. যা কষ্টে লাভ করা যায় ----

ক) অলভ্য
খ) দুর্লভ
গ) দুর্জয়
ঘ) কষ্ট সাধ্য

56132. 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ ---

ক) তিক্ত
খ) বিষাক্ত
গ) বিরল
ঘ) গরল

56133. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয় ---

ক) উচ্ছাস
খ) উল্লাস
গ) শ্রান্তি
ঘ) স্ফুরন

56134. "নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী
খ) সম্প্রদানে ৪র্থী
গ) অপাদানে ৫মী
ঘ) অধিকরণে ৭মী

56135. নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) সম্প্রদানে শূন্য

56136. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ ---

ক) সাহায্যকারী
খ) তোষামুদে
গ) বাদক
ঘ) স্বাস্থ্যহীন লোক

56137. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে---

ক) নিত্য সমাস
খ) প্রাদি সমাস
গ) দ্বন্দ্ব সমাস
ঘ) অলুক সমাস

56138. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

ক) ব্যাসবাক্য
খ) সমস্ত পদ
গ) সমস্যমান পদ
ঘ) সমাসবাক্য

56139. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ ----

ক) দুশ্চ + চিত্র
খ) দুঃ + চরিত্র
গ) দু + চরিত্র
ঘ) দুঃ + চরিত

56140. 'নাবিক'এর সন্ধি বিচ্ছেদ ----

ক) নৌ + ইক
খ) ন + ইক
গ) নব + ইকা
ঘ) নবৌ + ইক

56141. কোনটি শুদ্ধ বানান?,.

ক) গৃহিনী
খ) গৃহিণী
গ) গৃহীনী
ঘ) গৃহিণি

56142. কোনটি শুদ্ধ বানান?,

ক) আভ্যন্তরীন
খ) অভ্যন্তরিণ
গ) অভ্যন্তরীণ
ঘ) আভ্যন্তরিণ

56143. 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ঘ) ইব্রাহীম খাঁ

56144. 'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) গোলাম মোস্তফা
খ) কাজী নজরুল ইসলাম
গ) যতীন্দ্র মোহন বাগচী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

56145. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে?

ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) আবু জাফর শামসুদ্দীন
গ) সিকান্‌দার আবু জাফর
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

56146. Bring to book' এর অর্থ হচ্ছে--

ক) Book written by famous writer
খ) Valueless person
গ) Book which is lost
ঘ) Rebuke

56147. কোনটি শুদ্ধ বাক্য?.

ক) See the word in the dictionary
খ) Find out the word in the dictionary
গ) Pick up the word in the dictionary
ঘ) Look up the word in the dictionary

56148. কোনটি শুদ্ধ বাক্য?

ক) There is no room for doubt in it
খ) There is no misunderstanding in it
গ) There is no place for doubt in it
ঘ) There is no suspesion in it

56149. 'Encounter' এর Synonym হচ্ছে-----

ক) Concord
খ) Battle
গ) Harmony
ঘ) Part

56150. 'Benefit' এর Synonym হচ্ছে-----

ক) Injury
খ) Drawback
গ) Favour
ঘ) Basement

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore