বিষয়ঃ Other
56106. ‘লীলাবতী’ গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক
56107. ‘সধবার একাদশী’ প্রহসনটির রচয়িতা কে?
56108. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
56112. SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে---
56116. ১০ জন বালক ও ৪ জন বালিকা হতে ২ জন বালক ও ২ জন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেওয়া যায়?
56120. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-
56122. ভূ-পৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় এবং তার গভীরতা কত ?
56123. জলভাগের পরিমাণ বেশি -
56124. আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হবার কারন কি ?
56126. দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস?
56128. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?
56130. অপরাজিত’ উপন্যাসর লেখক কে?
56131. বিভূতিভূষণের 'পথের পাঁচালী' উপন্যাসের উপজীব্য বিষয় কি?
56132. ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা-
56133. ‘বিদ্যোৎসাহিনী সভা’ কে প্রতিষ্ঠা করেন?
56134. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
56135. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
56136. 'নীল দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করায় লঙ সাহেবকে যে জরিমানা করা হয়েছিল সেই টাকা পরিশোধ করেছিলেন কে?
56139. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি ?
56140. আয়তন হিসেবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ?
56142. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
56143. বাংলাদেশের শীতকালে কোন মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে?
56144. বাংলাদেশে একশত বছর পূর্বের গড় তাপমাত্রার তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় কত সেলসিয়াস?
56146. জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে কত মানুষ?
56147. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
56148. সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস-
56149. ‘বটতলার উপন্যাস’ এর লেখক কে?
56150. "রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন"? একথা বলেছেন?