বিষয়ঃ Other

56151. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?

ক) যোগাযোগ
খ) নন্দিত নরকে
গ) আগুনের পরশমণি
ঘ) ব্যাথার দান

56152. ‘নন্দিত নরকে’ কার লেখা উপন্যাস?

ক) জহির রায়হান
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) হুমায়ন আহম্মেদ
ঘ) কাজী নজরুল ইসলাম

56153. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?

ক) ইমদাদুল হক মিলন
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
গ) মমতাজ উদ্দিন আহমেদ
ঘ) হুমায়ানু আহমেদ

56154. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম-

ক) চেনাকন্ঠ
খ) নীল লোহিত
গ) কালকুট
ঘ) কালপেঁচা

56156. নিচের কোনটি দ্যা মরগানের সূত্র?

ক) A∪B=B∪A
খ) (A∪B) ∪C=A∪(B∪C)
গ) (A∩B)′= A′∪B′
ঘ) A∩B′=A-B

56159. A = {a, b, c} সেটের উপসেট কয়টি?

ক) ৪টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ৯টি

56160. ৭ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

ক) সসীম সেট
খ) ফাঁকা সেট
গ) সার্বিক সেট
ঘ) অসীম সেট

56165. হরিপুর কেন বিখ্যাত?

ক) পেট্রোলিয়াম খনির জন্য
খ) প্রাকৃতিক গ্যাসের জন্য
গ) কয়লা খনির জন্য
ঘ) সিমেন্ট কারখানার জন্য

56166. বাংলাদেশ প্রথম কত সালে গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়?

ক) ১৯৫৫ সালে
খ) ১৯৫৯ সালে
গ) ১৯৫৮ সালে
ঘ) ১৯৬১ সালে

56167. মধ্যপাড়া হতে কি খনিজ উত্তোলন কর হয়?

ক) কয়লা
খ) চুনাপাথর
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) কঠিন শিলা

56168. বাংলাদেশের সর্ববৃহৎ কয়লাখনি কোথায় অবস্থিত?

ক) দিঘীপাড়া (দিনাজপুর)
খ) জামালগঞ্জ (জয়পুরহাট)
গ) ফুলবাড়ী (দিনাজপুর)
ঘ) বড়পুকুরিয়া (দিনাজপুর)

56169. দেশের সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান পাওয়া যায় কোথায়?

ক) কয়রা, খুলনা
খ) বদলগাছি, নওগাঁ
গ) দশমিনা, পটুয়াখালী
ঘ) নলছীটি, ঝালকাঠি

56170. বাঙালির লেখা প্রথশ মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’-এর রচয়িতা কে?

ক) মৃত্যঞ্জয় বিদ্যালষ্কার
খ) হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
গ) দোম আন্তোনিয়ো
ঘ) হেনরী পিটস ফরস্টার

56171. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?

ক) মোহাম্মদ আকরাম খাঁ
খ) এয়াকুব আলী চৌধুরী
গ) এস. ওয়াজেদ আলী
ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী

56172. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা-

ক) মোঃ আব্দুল হাই
খ) মোঃ বরকতউল্লা
গ) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মওলানা আকরাম খাঁ

56173. কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত?

ক) মানুষের নবী
খ) .বিশ্বনবী
গ) সমাজ ও সমাধান
ঘ) মরু দুলাল

56174. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?

ক) মুহসীন কলেজ
খ) ফোর্ট উইলিয়াম কলেজ
গ) শ্রীরামপুর মিশন
ঘ) সংস্কৃত কলেজ

56175. ফোর্ট উইলয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?

ক) ১৮০০ সালে
খ) ১৮০১ সালে
গ) ১৮০২ সালে
ঘ) ১৮০৪ সালে

56176. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-

ক) ১৯১৮ সালে
খ) ১৯২৬ সালে
গ) ১৮০০ সালে
ঘ) ১৮৮৫ সালে

56177. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়-

ক) উইলিয়াম কেরি
খ) বিদ্যাসাগর
গ) রামমোহন রায়
ঘ) রামরাম বসু

56178. বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি?

ক) সমাচার দর্পণ
খ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ) সেক শুভোদয়া
ঘ) আলালের ঘরের দুলাল

56179. বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে থেকে?

ক) সতের শতক
খ) আঠার শতক
গ) ঊনিশ শতক
ঘ) বিশ শতক

56185. 1³ + 2³ + 3³ + 4³ + ............... + 20³ = কত?

ক) 44000
খ) 44100
গ) 44200
ঘ) উপরের কোনটাই সত্য নয়

56189. 1+5+9+......+81=?

ক) 961
খ) 861
গ) 761
ঘ) 661

56190. মাছ থেকে কত ভাগ আমিষ পাওয়া যায়?

ক) ৬০ ভাগ
খ) ৩০ ভাগ
গ) ২০ ভাগ
ঘ) ১০ ভাগ

56191. কোন উপজাতির ধর্ম ইসলাম?

ক) রাখাইন
খ) পাঙন
গ) মারমা
ঘ) খিয়াং

56192. যে জেলায় হাজংদের বসবাস নেই-

ক) শেরপুর
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) নেত্রকোণা

56193. বাংলাদেশের উপজাতি কোনটি?

ক) হটেনটট
খ) রাখাইন
গ) না
ঘ) হস

56194. বাঘ গননায় ব্যবহৃত হয়-

ক) ফুট মার্ক
খ) এরিয়েল ইনভেস্টিগেশন
গ) পাগ মার্ক
ঘ) কোনটিই নয়

56195. রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?

ক) রবীন্দ্রনাথ নিজে
খ) C.Dickens
গ) রবীন্দ্রনাথ ও W.B.YEATS
ঘ) কবি ইয়েটস

56196. 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন?

ক) এয়াকুব আলী চৌধুরি
খ) মোজাম্মেল হক
গ) সৈয়দ আমির আলী
ঘ) ড.মুহম্মদ শহীদুল্লাহ
Note : মোজাম্মেল হক একজন ভিন্নধর্মী কবি ও লেখক হিসেবে বিবেচিত হন। তিনি গদ্য ও পদ্য দুই ধারাতেই অবদান রেখেছেন। মুসলিম রেনেসার ধারণা তার কবিতায় প্রভাব ফেলেছে। জীবনীভিত্তিক গদ্য ও উপন্যাস রচনায় তিনি পারদর্শী ছিলেন। ১৯০৯ সালে তিনি ফারসি ভাষা থেকে বাংলায় শাহনামা অনুবাদ করেন।

56197. 'তাপসমালা' কার রচিত?

ক) আবুল ফজল
খ) মোহাম্মদ নজিবর রহমান
গ) গিরিশচন্দ্র সেন
ঘ) কাজী নজরুল ইসলাম
Note : তাপসমালা (১৮৮০–১৮৯৬) ফার্সি কবি শেখ ফরিদ-উদ্-দ্বীন আত্তার রচিত

56198. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?

ক) প্রাচীনযুগে
খ) মধ্যযুগে
গ) অন্তমধ্য যুগ
ঘ) আধুনিক যুগ

56199. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?

ক) শাহ মুহম্মদ সগীর
খ) আলাওল
গ) কোরেশী মাগন ঠাকুর
ঘ) দৌলত কাজী

56200. ইউসুফ-জুলেখা কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃ্ত হয়েছে?

ক) কুরআন
খ) বাইবেল
গ) গীতা
ঘ) কুরআন ও বাইবেল
Note : ইউসুফ-জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩-১৪০৯ খ্রিস্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore