বিষয়ঃ Other
1. 'Stop beating around the bush and tell me what you really want! The phrase of beating around the bush refers to
2. 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত।' বাক্যটি কোন দোষে দুষ্ট?
3. পঞ্চাশের মন্বন্তর হয়েছিলো কত সালে?
4. 'Let me go'. Change the voice of the given sentence into passive.
5. কাজী নজরুল ইসলামের সাহিত্য-জীবনের সূচনা ঘটে -
6. কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?
7. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য -
8. As he is lacking- common sense he cannot understand such a simple equation
9. মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টিই হলো-
10. Change the following sentence into negative- interrogative: He doesn't like bread
11. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়?
12. Identify the right form of question.
13. কোন বানানটি শুদ্ধ?
14. Blue Chips শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
15. Sumon told us a tale about tail. Here the word 'tale' is a/an-
16. Use appropriate word in the gap. My friend held my hand- I should fall on the lift
17. Fill in the gap with a suitable word given below : An - sweet flower was found on the plant
18. Mr. John could not dissociate himself- what he stated earlier.
19. BRICS এর সদর দপ্তর কোথায়?
20. Translate the Bangla sentence into English 'দুয়ে দুয়ে চার হয়'
21. 'কবর' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
22. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৫ সে.মি. ও ৮ সে.মি. হলে রম্বসটির ক্ষেত্রফল কত?
23. 'লোভ পরিত্যাগ কর তুমি সুখে থাকবে।' বাক্যটি -
24. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ -
25. নয়টি সংখ্যার গড় ৬৩। এদের প্রথম পাঁচটির গড় ৬০ এবং শেষ পাঁচটির গড় ৬৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?
26. My father loves me very much. Here 'loves' is an example of-
27. Identify the correct sentence.
28. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
29. b^x = 64 হলে x এর মান কত?
30. The songs of Kazi Nazrul interest me. The correct passive form of the sentence is-
31. ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক কত?
32. লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
33.
Attested' এর বাংলা পরিভাষা -
- বাংলা একাডেমী English-Bangla Dictionary ও আধুনি বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যায়িত।
- অন্যদিকে বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested এর বাংলা পরিভাষা সত্যায়িত ও Certified -এর পরিভাষা প্রত্যায়িত।
- এছাড়া ড. হায়াৎ মামুদ ভাষা শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested এর বাংলা পরিভাষা প্রত্যয়িত। তাই প্রত্যয়িত হবে।
34. স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীরমুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়?
35. মাদার তেরেসার জন্মস্থান কোথায়?
36. শবনম শব্দের অর্থ কী?
37.
ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ৪:৫ হলে লাভের পরিমাণ কত?
৪ টাকায় লাভ ১ টাকা। ১০০ টাকায় লাভ (১/৪)১০০ = ২৫%।
38. A = ϕ হলে P(A)=কত?
39. The plural form of 'Oasis' is -
40. বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
41. একটি সংখ্যা আরেকটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির যোগফল ৯৮ হলে সংখ্যা দু'টি কত?
42. ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
43. কবি জীবনানন্দ দাসের রচিত উপন্যাস :
44. Use a Suitable preposition in the gap: Shamima went ________ hunting.
45. A = {1,2,3} , B = {4,5,6} হলে A-B কত?
46. The word 'choir' means
47. কোনটি দেশি শব্দ?
48.
4.3 (পৌনঃপুনিক) এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
৪.৩ (৩ পৌনঃপুনিক) = ৪ + ৩/৯ = ৪ + ১/৩ = ১৩/৩।
49. 'হযবরল' কার লেখা?
50. Mark the correct sentence.