বিষয়ঃ Other

Free Access - Limited to 50 questions total

1. 'Stop beating around the bush and tell me what you really want! The phrase of beating around the bush refers to

ক) helping with pints
খ) annoying facts
গ) giving pain
ঘ) avoiding the main topic
Note :
Beating around the bush অর্থ হলো আসল কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা Avoiding the main topic।

2. 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত।' বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক) গুরুচন্ডালী দোষে
খ) দুর্বোধ্যতা দোষে
গ) উচ্চারণ দোষে
ঘ) বাহুল্ল্য দোষে
Note :
'সকল' এবং 'গণ' দুটিই বহুবচনবাচক শব্দ। একই বাক্যে দুবার ব্যবহার করায় এটি বাহুল্য দোষে দুষ্ট।

3. পঞ্চাশের মন্বন্তর হয়েছিলো কত সালে?

ক) 1850
খ) 1943
গ) 1947
ঘ) 1974
Note :
বাংলা ১৩৫০ সালে (ইংরেজি ১৯৪৩) ভয়াবহ দুর্ভিক্ষ হয় যা পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।

4. 'Let me go'. Change the voice of the given sentence into passive.

ক) gone be with me
খ) my leaving is allowed
গ) let me be allowed to go
ঘ) allow me to go
Note :
Imperative sentence 'Let' দিয়ে শুরু হলে Passive করতে 'Let + object + be + allowed to...' বা সরাসরি 'Let + obj + be + v3' হয়। এখানে 'Let me be allowed to go' সঠিক গঠন।

5. কাজী নজরুল ইসলামের সাহিত্য-জীবনের সূচনা ঘটে -

ক) লেটোর দলে
খ) সেনাবাহিনীতে
গ) রুটির দোকানে
ঘ) কারাগারে
Note :
শৈশবে লেটোর দলে গান ও নাটক রচনার মাধ্যমে নজরুলের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে।

6. কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?

ক) CARE
খ) UNDP
গ) ILO
ঘ) WFP
Note :
UNDP ILO এবং WFP জাতিসংঘের সংস্থা। CARE একটি আন্তর্জাতিক এনজিও।

7. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য -

ক) মহাভারত
খ) মহাশ্মশান
গ) মেঘনাদবধ কাব্য
ঘ) অশ্রুমালা
Note :
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য।

8. As he is lacking- common sense he cannot understand such a simple equation

ক) of
খ) behind
গ) in
ঘ) off
Note :
Lack এর পর সাধারণত 'of' বসে কিন্তু Lacking (adjective/participle) হিসেবে ব্যবহৃত হলে অনেক সময় 'in' ব্যবহৃত হয় (lacking in something)।

9. মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টিই হলো-

ক) শব্দ ও পদ
খ) ব্যাকরণ
গ) ভাষা
ঘ) ভাষারীতি
Note :
অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি যা মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে।

10. Change the following sentence into negative- interrogative: He doesn't like bread

ক) Didn't he like bread?
খ) Doesn't he like bread?
গ) Don't he like bread?
ঘ) wasn't he like bread?
Note :
Negative statement কে Negative-Interrogative করতে হলে Auxillary verb সামনে আসে কিন্তু not টি subject এর আগে বা পরে বসে। এখানে 'Doesn't he like bread?' সঠিক।

11. বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়?

ক) 1974
খ) 1979
গ) 1975
ঘ) 1977
Note :
১৯৭৪ সালে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন (Special Powers Act) প্রণয়ন করা হয়।

12. Identify the right form of question.

ক) when was he died?
খ) when was he die?
গ) when did he die?
ঘ) when was he dead?
Note :
অতীতের প্রশ্ন করতে Did ব্যবহার করতে হয় এবং এরপর মূল verb এর present form বসে।

13. কোন বানানটি শুদ্ধ?

ক) মুহুর্ত
খ) মূহূর্ত
গ) মূহুর্ত
ঘ) মুহূর্ত
Note :
সঠিক বানান হলো মুহূর্ত (ম-এ হ্রস্ব উ হ-এ দীর্ঘ উ এবং ত-এ রেফ)।

14. Blue Chips শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) বাজি খেলায়
খ) খুচরা বাজার
গ) স্থানীয় বাজার
ঘ) শেয়ার বাজার
Note :
শেয়ার বাজারে নিরাপদ ও লাভজনক শেয়ারকে Blue Chip share বলা হয়।

15. Sumon told us a tale about tail. Here the word 'tale' is a/an-

ক) adjective
খ) noun
গ) verb
ঘ) adverb
Note :
Tale অর্থ গল্প যা একটি নামবাচক শব্দ বা Noun।

16. Use appropriate word in the gap. My friend held my hand- I should fall on the lift

ক) least
খ) at least
গ) at last
ঘ) lest
Note :
Lest অর্থ 'পাছে ভয় হয় যে'। এর পর should বসে। তাই Lest সঠিক।

17. Fill in the gap with a suitable word given below : An - sweet flower was found on the plant

ক) unusually
খ) unreal
গ) unclear
ঘ) unequal
Note :
অর্থপূর্ণ বাক্য তৈরির জন্য 'unusually' (অস্বাভাবিকভাবে) শব্দটি বিশেষণ sweet-কে মডিফাই করতে সবচেয়ে উপযুক্ত।

18. Mr. John could not dissociate himself- what he stated earlier.

ক) from
খ) against
গ) of
ঘ) with
Note :
Dissociate এর পর appropriate preposition হিসেবে 'from' বসে।

19. BRICS এর সদর দপ্তর কোথায়?

ক) সদর দপ্তর নেই
খ) বেইজিং
গ) দিল্লী
ঘ) মস্কো
Note :
ব্রিকস ব্যাংক বা NDB এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। (ব্রিকস জোটের নির্দিষ্ট সদর দপ্তর নেই তবে ব্যাংকের আছে)।

20. Translate the Bangla sentence into English 'দুয়ে দুয়ে চার হয়'

ক) Two and two made four
খ) Two and two makes four
গ) Two and two were four
ঘ) Two plus two four
Note :
চিরন্তন সত্য বোঝাতে Present Indefinite Tense হয়। 'Makes' (singular verb) ব্যবহার করা অধিক প্রচলিত।

21. 'কবর' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) বালুচর
খ) সোজন বাদিয়ার ঘাট
গ) ধানখেত
ঘ) রাখালী
Note :
জসীমউদ্দীনের বিখ্যাত 'কবর' কবিতাটি তাঁর 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

22. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৫ সে.মি. ও ৮ সে.মি. হলে রম্বসটির ক্ষেত্রফল কত?

ক) ৮০ বর্গ সে.মি.
খ) ১০০ বর্গ সে.মি.
গ) ৬০ বর্গ সে.মি.
ঘ) ১২০ বর্গ সে.মি.
Note :
রম্বসের ক্ষেত্রফল = ১/২ * কর্ণদ্বয়ের গুণফল = ১/২ * ১৫ * ৮ = ৬০ বর্গ সে.মি.।

23. 'লোভ পরিত্যাগ কর তুমি সুখে থাকবে।' বাক্যটি -

ক) সরল বাক্য
খ) নির্দেশক বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) জটিল বাক্য
Note :
দুটি নিরপেক্ষ বাক্য যোজক ছাড়াই বা কমা দিয়ে যুক্ত হয়েছে এবং শর্ত বোঝাচ্ছে যা যৌগিক বাক্যের বৈশিষ্ট্য।

24. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ -

ক) ধূসর পাণ্ডুলিপি
খ) রূপসী বাংলা
গ) ঝরাপালক
ঘ) সাতটি তারার তিমির
Note :
ঝরাপালক (১৯২৭) জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।

25. নয়টি সংখ্যার গড় ৬৩। এদের প্রথম পাঁচটির গড় ৬০ এবং শেষ পাঁচটির গড় ৬৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?

ক) 60
খ) 59
গ) 58
ঘ) 62
Note :
পঞ্চম সংখ্যা = (৫৬০ + ৫৬৫) - ৯৬৩ = ৩০০ + ৩২৫ - ৫৬৭ = ৫৮।

26. My father loves me very much. Here 'loves' is an example of-

ক) transitive verb
খ) intransitive verb
গ) auxiliary verb
ঘ) quasi- passive verb
Note :
Loves এর পর object (me) আছে তাই এটি Transitive verb (সকর্মক ক্রিয়া)।

27. Identify the correct sentence.

ক) A loud fearfully cry was heard
খ) A loud cry fearfully was heard
গ) A loud fearfully was crying heard
ঘ) a fearfully loud cry was heard
Note :
Adverb (fearfully) Adjective (loud) কে মডিফাই করে। তাই 'fearfully loud cry' সঠিক গঠন।

28. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?

ক) শেষের কবিতা
খ) গোরা
গ) নৌকাডুবি
ঘ) চোখের বালি
Note :
'গোরা' রবীন্দ্রনাথের বিখ্যাত রাজনৈতিক ও দেশাত্মবোধক উপন্যাস।

29. b^x = 64 হলে x এর মান কত?

ক) log_b x
খ) b^64
গ) log_x b
ঘ) log_b 64
Note :
সূচকের নিয়ম অনুযায়ী b^x = A হলে x = log_b A। এখানে x = log_b 64।

30. The songs of Kazi Nazrul interest me. The correct passive form of the sentence is-

ক) I am interested by the songs of Kazi Nazrul
খ) I am interested with the songs of Kazi Nazrul
গ) I am interested on the songs of Kazi Nazrul
ঘ) I am interested in the songs of Kazi Nazrul
Note :
Interest verb-এর সাথে preposition হিসেবে 'in' বসে। তাই 'interested in' সঠিক।

31. ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক কত?

ক) 15
খ) 12
গ) 21
ঘ) 18
Note :
সংখ্যাগুলো: ৩ ৬ ৯ ১২ ১৫ ১৮ ২১। মোট ৭টি সংখ্যা। মাঝের সংখ্যাটি (চতুর্থ) হলো ১২।

32. লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?

ক) ডাক্তার
খ) ধোপা
গ) কেরানি
ঘ) নাপিত
Note :
কেরানি শব্দটি নিত্য পুরুষবাচক শব্দ হিসেবে ধরা হয় যার সাধারণ স্ত্রীলিঙ্গ হয় না (বা প্রচলিত নেই)।

33.

Attested' এর বাংলা পরিভাষা -

ক) পুনঃনিরীক্ষণ
খ) সত্যায়িত
গ) প্রত্যয়ন
ঘ) নিরীক্ষিত
Note :

- বাংলা একাডেমী English-Bangla Dictionary ও আধুনি বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যায়িত।
- অন্যদিকে বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested এর বাংলা পরিভাষা সত্যায়িত ও Certified -এর পরিভাষা প্রত্যায়িত।
- এছাড়া ড. হায়াৎ মামুদ ভাষা শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested এর বাংলা পরিভাষা প্রত্যয়িত। তাই প্রত্যয়িত হবে।

34. স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীরমুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়?

ক) 425
খ) 430
গ) 426
ঘ) 420
Note :
সরকারি গেজেট অনুযায়ী বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২৬ জন।

35. মাদার তেরেসার জন্মস্থান কোথায়?

ক) সার্বিয়া
খ) ইতালি
গ) মেসিডোনিয়া
ঘ) আলবেনিয়া
Note :
মাদার তেরেসা মেসিডোনিয়ার স্কোপিয়ে শহরে জন্মগ্রহণ করেন (তৎকালীন আলবেনীয় বংশোদ্ভূত)।

36. শবনম শব্দের অর্থ কী?

ক) আকাশের তারা
খ) নয়ন
গ) পূর্ণিমার আলো
ঘ) ভোরের শিশির
Note :
ফারসি শব্দ শবনম-এর অর্থ ভোরের শিশির বা হিমকণা।

37.

ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ৪:৫ হলে লাভের পরিমাণ কত?

ক) 20%
খ) 25%
গ) 33.33%
ঘ) 15%
Note :

৪ টাকায় লাভ ১ টাকা। ১০০ টাকায় লাভ (১/৪)১০০ = ২৫%।

38. A = ϕ হলে P(A)=কত?

ক) {ϕ}
খ) {0}
গ) {}
ঘ) {0, 1}
Note :
ফাঁকা সেটের পাওয়ার সেট হলো একটি সেট যার উপাদান ফাঁকা সেট নিজে। P(A) = {ϕ}।

39. The plural form of 'Oasis' is -

ক) Oasises
খ) Oases
গ) Oasses
ঘ) Oasess
Note :
Oasis (মরূদ্যান) এর Plural form হলো Oases (উচ্চারণ ওলট-পালট হয় sis -> ses)।

40. বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

ক) জাহান্নাম হতে বিদায়
খ) রাইফেল রোটি আওরাত
গ) হাঙ্গর নদী গ্রেনেড
ঘ) বং থেকে বাংলা
Note :
শওকত ওসমান রচিত 'জাহান্নাম হতে বিদায়' মুক্তিযুদ্ধের ওপর রচিত প্রথম দিককার উপন্যাস।

41. একটি সংখ্যা আরেকটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির যোগফল ৯৮ হলে সংখ্যা দু'টি কত?

ক) ৫০,৪৮
খ) ৪০,৫৮
গ) ২৮,৭০
ঘ) ১৮,৮০
Note :
একটি সংখ্যা ৭০ হলে অন্যটি ৭০ এর ২/৫ = ২৮। ৭০+২৮=৯৮। তাই উত্তর ২৮ ও ৭০।

42. ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক) 1974
খ) 1973
গ) 1975
ঘ) 1972
Note :
১৯৭২ সালে ভারতের সিমলায় এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

43. কবি জীবনানন্দ দাসের রচিত উপন্যাস :

ক) কুসুম কুমারী
খ) বিভা
গ) ফাল্গুন
ঘ) করবী
Note :
জীবনানন্দ দাস প্রধানত কবি হলেও তিনি মাল্যবান সুতীর্থ ও বিভা (গল্প/উপন্যাসিকা) রচনা করেছেন।

44. Use a Suitable preposition in the gap: Shamima went ________ hunting.

ক) a
খ) on
গ) upon
ঘ) of
Note :
সাধারণত go hunting হয় কিন্তু মাঝে preposition থাকলে 'went on hunting' বা প্রাচীন রীতিতে 'went a-hunting' হয়। আধুনিক পরীক্ষায় often 'on' উত্তর নেওয়া হয়।

45. A = {1,2,3} , B = {4,5,6} হলে A-B কত?

ক) {1,2,3}
খ) {}
গ) {4,5,6}
ঘ) {ϕ}
Note :
A থেকে B বাদ দিলে (যা মিল নেই) A এর উপাদানগুলোই থাকে কারণ কোনো সাধারণ উপাদান নেই। তাই {1 2 3}।

46. The word 'choir' means

ক) a group of singers
খ) a group of players
গ) a group of students
ঘ) a group of farmers.
Note :
Choir অর্থ হলো সমবেত গায়কদল বা a group of singers।

47. কোনটি দেশি শব্দ?

ক) আনারস
খ) কাগজ
গ) খোঁপা
ঘ) উকিল
Note :
খোঁপা ডাব কুলা ইত্যাদি দেশি শব্দ। আনারস পর্তুগিজ কাগজ ফারসি ও উকিল আরবি শব্দ।

48.

4.3 (পৌনঃপুনিক) এর সাধারণ ভগ্নাংশ কোনটি?

ক) 13/3
খ) 43/9
গ) 1/3
ঘ) 7/9
Note :

৪.৩ (৩ পৌনঃপুনিক) = ৪ + ৩/৯ = ৪ + ১/৩ = ১৩/৩।

49. 'হযবরল' কার লেখা?

ক) সুকুমার রায়
খ) সত্যেন সেন
গ) সুফিয়া কামাল
ঘ) রণেশ দাশগুপ্ত
Note :
হযবরল সুকুমার রায় রচিত একটি বিখ্যাত ননসেন্স বা হাস্যরসাত্মক গল্পগ্রন্থ।

50. Mark the correct sentence.

ক) Kim talks to his cat as if it didn't understand him
খ) Kim talks to his cat as if it understand him
গ) Kim talks to his cat as if it should be meaningful to him
ঘ) Kim talks to his cat as if it could understand him
Note :
'as if' এর পর মোডাল ভার্ব context অনুযায়ী বসে। এখানে 'যেন সে বুঝতে পারে' অর্থে could understand সবচেয়ে গ্রহণযোগ্য।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন