বিষয়ঃ Other

59151. কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?

ক) আবদুল্লাহ
খ) চিলেকোঠার সেপাই
গ) দেনাপাওনা
ঘ) কেরী সাহেবের মুনশী

59153. 'In black and white' এর অর্থ ----

ক) In writing
খ) Temporary
গ) False
ঘ) Verbally

59156. . নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) The cart was laden fully.
খ) Your information is false.
গ) Listen to my advices.
ঘ) Who brought these news?

59157. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) I feel unwell.
খ) I took a bath.
গ) I am somewhat sure.
ঘ) I sold my furnitures.

59160. Anwar said, "What a fool I am !" বাক্যটির Indirect speech হবে----

ক) Anwar said that he is a great fool.
খ) Anwar told that he has been a great fool.
গ) Anwar exclaimed that he was a great fool.
ঘ) Anwar told that he had been a great fool.

59161. He said to me, "Wait until I come." বাক্যটির Indirect speech হবে----

ক) He asked me to wait until he came.
খ) He asked me to wait until he comes.
গ) He told me to wait until he has come.
ঘ) He told me for wait until he has returned.

59162. 'He taught me to read Arabic' বাক্যটির Passive form হবে----

ক) I was taught by him to read Arabic.
খ) I have been taught by him to read Arabic.
গ) I had been taught by him to read Arabic.
ঘ) I was being taught by him to read Arabic.

59163. The man is climbing the cliff' বাক্যটির Passive form হবে----

ক) The cliff is climbed by the man.
খ) The cliff is being climbed by the man.
গ) The cliff has been climbed by the man.
ঘ) The cliff was being climbed by the man.

59164. কোনটি Collective Noun?

ক) June
খ) Team
গ) month
ঘ) Envelope

59165. . কোনটি Material Noun?

ক) Wood
খ) Mouth
গ) Team
ঘ) Knife

59166. . কোন বানানটি শুদ্ধ?

ক) Buracrat
খ) Bureaucret
গ) Bureaucrat
ঘ) Buracrate

59167. কোনটি শুদ্ধ বানান?

ক) Agreable
খ) Agreeable
গ) Agreeabel
ঘ) Agreabel

59168. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত ?

ক) মহাস্থানগড়ে
খ) শাহজাদপুরে
গ) নেত্রকোনায়
ঘ) রামপালে

59169. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ----

ক) ১৭ এপ্রিল ১৯৯১
খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
গ) ৭ মার্চ ১৯৭১
ঘ) ২৬ মার্চ ১৯৭৩

59170. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল----

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১১ এপ্রিল ১৯৭১
ঘ) ১০ জানুয়ারি ১৯৭২

59171. মাছ অক্সিজেন নেয়-----

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

59172. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

59173. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----

ক) লাল, হলুদ, নীল
খ) লাল, কমলা, বেগুনী
গ) হলুদ, সবুজ, নীল
ঘ) লাল, নীল, সবুজ

59174. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------

ক) রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
খ) বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক

59175. নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----

ক) পারমাণবিক জ্বালানি
খ) পীট কয়লা
গ) ফুয়েল সেল
ঘ) সূর্য

59176. নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?

ক) আইপি এড্রেস
খ) ম্যাক এড্রেস
গ) ইউআরএল
ঘ) নেটৌয়ার্ক ডেভেলপার

59178. ব্লটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরন করা হয়?

ক) ডেনমার্কের রাজা
খ) জামানের সম্রাট
গ) ব্রিটেনের রানী
ঘ) সুইজারল্যান্ডের রাজকুমার

59180. BP ও CQ, ∆ABC এর দুটি মধ্যমা, BC =12 সে.মি হলে QP এর মান কত?

ক) 24 সে.মি
খ) 8 সে.মি
গ) 6 সে.মি
ঘ) 12 সে.মি

59181. বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে-

ক) ৪০ নং অনুচ্ছেদে
খ) ৩৯ নং অনুচ্ছেদে
গ) ৪১ নং অনুচ্ছেদে
ঘ) ৪৩ নং অনুচ্ছেদে

59182. বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধক কোনটি?

ক) দরিদ্রতা
খ) জনসচেতনতার অভাব
গ) সম্পদের অপব্যবহার
ঘ) দুর্নীতি

59183. কোনো ঘনকের ধার 10 সে.মি. হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত ?

ক) 75 বর্গ সে.মি.
খ) 100 বর্গ সে.মি.
গ) 300 বর্গ সে.মি.
ঘ) 600 বর্গ সে.মি.

59184. মনুষ্যত্ব বিকাশের সকল গুনাবলীর বিকাশ ঘটায়-

ক) শিক্ষা
খ) সমাজ
গ) রাষ্ট্র
ঘ) সবগুলো

59185. একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেমি এবং 60 সেমি । রম্বসের ক্ষেত্রফল কত ?

ক) 600 বর্গ সে.মি.
খ) 2400 বর্গ সে.মি.
গ) 4800 বর্গ সে.মি.
ঘ) 1200 বর্গ সে.মি.

59186. বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে____

ক) দুইটি স্পর্শক আঁকা যায়
খ) একটি স্পর্শক আঁকা যায়
গ) চারটি স্পর্শক আঁকা যায়
ঘ) কোনো স্পর্শক আঁকা যায় না

59187. . Find the odd-man out.

ক) 8
খ) 27
গ) 64
ঘ) 72

59188. 120 ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ?

ক) 30 ডিগ্রী
খ) 60 ডিগ্রী
গ) 40 ডিগ্রী
ঘ) 0 ডিগ্রী

59192. ‎9,36,81,144,__?what will be the next num?

ক) 169
খ) 225
গ) 256
ঘ) 196

59193. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে ?

ক) ম‍্যাগনেসিয়াম , সালফার
খ) কপার , অ‍্যালুমিনিয়াম
গ) আয়রন ,জিংক
ঘ) কার্বনেট , ম‍্যাঙ্গানিজ

59194. চীনের দুঃখ নামে পরিচিত কোনটি ?

ক) মেকং নদী
খ) হোয়াংহো নদী
গ) মেনাম নদী
ঘ) ইয়াংসিকিয়াং নদী

59195. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে ?

ক) আলফা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) কসমিক রশ্মি
ঘ) গামা রশ্মি

59197. পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে ?

ক) রবার্ট হুক
খ) টমাস এডিসন
গ) আলেকজান্ডার ফ্লেমিং
ঘ) জেমস্ ওয়াট

59198. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় ?

ক) ০ ডিগ্রি
খ) ৪ ডিগ্রি
গ) ১০ ডিগ্রি
ঘ) ১০০ ডিগ্রি

59199. হেপাটাইটিস 'বি' ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে ?

ক) ফুসফুস
খ) হৃদপিন্ড
গ) যকৃত
ঘ) অগ্ন‍্যাশয়

59200. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?

ক) নাইট্রোজেনের
খ) ফসফরাসের
গ) অক্সিজেনের
ঘ) পটাশিয়ামের

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore