বিষয়ঃ Other

59301. কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?

ক) শ্বসন
খ) প্রস্বেদন
গ) ব্যাপন
ঘ) সালোকসংশ্লেষণ

59302. ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?

ক) মোহাম্মদ রেজা পাহলভি
খ) আয়াতুল্লাহ আলী খামেনি
গ) রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
ঘ) আহমাদিনেজাদ

59303. সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?

ক) নেপাল
খ) পাকিস্তান
গ) ভুটান
ঘ) বাংলাদেশ
Note : আমজাদ হোসেন সিয়াম(উর্দু: امجد حسین بی۔ سیال‎‎) একজন পাকিস্তানি কূটনীতিক। তিনি পাকিস্তানের কূটনীতিক সদস্য। তিনি মার্চ ২০১৭ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত সার্কের মহাসচিব ছিলেন।

59304. নিষ্ক্রয় গ্যাস নয় ---

ক) অক্সিজেন
খ) নিয়ন
গ) হিলিয়াম
ঘ) আর্গন

59305. নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?

ক) কার্বন-ডাই-অক্সাইড
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন
ঘ) হিলিয়াম

59306. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

ক) ওয়াট
খ) ওয়াট-ঘণ্টা
গ) কিলোওয়াট-ঘণ্টা
ঘ) কুলম্ব

59307. কটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

ক) শূন্য
খ) অসীম
গ) ভূপৃষ্ঠের সমান
ঘ) ভূপৃষ্ঠ থেকে কম

59308. কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) সোজা
খ) অকৃত্রিম
গ) সরল
ঘ) অকুটিল

59309. কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?

ক) বারিদ
খ) অম্বু
গ) অনিল
ঘ) ভূধর

59310. 'উনপাঁজুরে' বাগধারাটির অর্থ কি?

ক) সৌভাগ্যবান
খ) হতভাগ্য
গ) সুসময়
ঘ) এর কোনোটি নয়

59311. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ---

ক) বহুব্রীহি সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) তৎপুরুষ সমাস

59312. 'আমরণ' কোন সমাস (মরণ পর্যন্ত)?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) অব্যয়ীভাব
ঘ) বহুব্রীহি

59313. ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) ক্ষুধা + ঋত
খ) ক্ষুধ + আর্ত
গ) ক্ষুধা + রত
ঘ) ক্ষুধার + ত

59314. "খনিতে" সোনা পাওয়া যায়---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) কর্তায় ৭মী

59315. "আলোয়" আঁধার কাটে---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ৭মী
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) কর্তায় ৭মী

59316. কোনটি শুদ্ধ বানান?...

ক) অন্বেষণ
খ) অন্বেষন
গ) অন্বেশন
ঘ) অন্বেশণ

59317. কোন বানানটি শুদ্ধ?..

ক) মরিচিকা
খ) মরিচীকা
গ) মরীচিকা
ঘ) মরীচীকা

59318. 'যা কষ্টে জয় করা যায়।' --এক কথায় কী হবে?

ক) কষ্টার্জিত
খ) পরিশ্রমলব্ধ
গ) দুর্জয়
ঘ) দুর্লভ

59319. 'যিনি অধিক কথা বলেন না।' --এক কথায় কী হবে?

ক) সংযত
খ) মিতভাষী
গ) অল্পভাষী
ঘ) সন্ন্যাসী

59320. 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?

ক) মুনীর চৌধুরী
খ) হুমায়ুন আহমেদ
গ) মমতাজ উদ্দিন আহমেদ
ঘ) কল্যাণ মিত্র

59321. 'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটির রচয়িতা কে?

ক) জহির রায়হান
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) আবু ইসহাক
ঘ) অন্নদাশঙ্কর রায়

59322. খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) কবি সুফিয়া কামাল

59323. 'Hard and fast' এর অর্থ ----

ক) Diffcult matter
খ) Fixed
গ) Easy matter
ঘ) Loose

59324. কোনটি 'Panic' শব্দের সমার্থক শব্দ?

ক) Serenity
খ) Horror
গ) Calmness
ঘ) Tranquillity

59326. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) A big number of money.
খ) I met two women here.
গ) Put your sign here.
ঘ) I have paid my schooling fees.

59327. নিচের কোন বাক্যটি শুদ্ধ?.

ক) The news is true.
খ) He gave me an advance.
গ) The committee have issued its report.
ঘ) Ten kilometers are a long walk.

59330. 'You have all done very badly!' remarked the teacher.--- বাক্যটির Indirect speech হবে----

ক) The teacher remarked that they had all done it very badly.
খ) The teacher told that they did it very badly.
গ) The teacher said that they have done worsed.
ঘ) The teacher remarked that they do it bad.

59331. The boy said, "Let me have a pencil." বাক্যটির Indirect speech হবে----

ক) The boy said that he would have a pencil.
খ) The boy said that he might have a pencil.
গ) The boy told that he will have a pencil.
ঘ) The boy told that he needed a pencil.

59332. 'Who taught you English?' বাক্যটির Passive form হবে----

ক) By whom were you taught English?
খ) By whom had you been taught English?
গ) By whom had you taught English?
ঘ) By whom was you taught English?

59333. 'I had written the letter.' বাক্যটির Passive form হবে----

ক) The letter was written by me.
খ) The letter had been written by me.
গ) The letter was being written by me.
ঘ) The letter was wrote by me.

59334. কোনটি Collective Noun?

ক) Truth
খ) Harbour
গ) Bank
ঘ) Committee

59335. কোনটি Common Noun?

ক) Pupils
খ) Shamim
গ) Class
ঘ) Team

59336. . কোনটি শুদ্ধ বানান?

ক) Trensparency
খ) Transparency
গ) Trensperency
ঘ) Transperency

59337. কোন বানানটি শুদ্ধ?

ক) Colaboretion
খ) Colaboration
গ) Collaboration
ঘ) Collaboretion

59338. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-

ক) ঘানা
খ) সেন্টমার্টিন দ্বীপপুঞ্জ
গ) হাওয়াই দ্বীপপুঞ্জ
ঘ) ফিজি দ্বীপ

59340. ৪,১১,৮,১৯,১২.............

ক) ২৫
খ) ২৭
গ) ২০
ঘ) ৩০

59341. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল?

ক) ১২ দৈর্ঘ্য×উচ্চতা
খ) দৈর্ঘ্য ×প্রস্থ
গ) ২ দৈর্ঘ্য ×প্রস্থ
ঘ) ভূমি×উচ্চতা

59342. নাগাসাকি দিবস কবে?

ক) ৯ আগস্ট
খ) ৫ আগস্ট
গ) ৬ আগস্ট
ঘ) ৭ আগস্ট

59343. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান কোন দেশকে সমর্থন করেছিল?

ক) জাপান
খ) ইংল্যান্ড
গ) রাশিয়া
ঘ) জার্মানি

59344. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?

ক) দি চেকার্স
খ) মার্লবোরো হাউজ
গ) হোয়াইট হাউজ
ঘ) বার্কিংহাম প্রাসাদ

59346. কোন উমাইয়া খলিফার যুগে মুসলমানেরা স্পেন জয় করে?

ক) মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রা)
খ) আব্দুল মালিক বিন মারোয়ান
গ) ওয়ালিদ বিন আব্দুল মালিক
ঘ) উমর বিন আব্দুল আযিয

59348. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম ?

ক) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ) উন্নত জাতের ধানের নাম
গ) দু’টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
ঘ) উন্নতজাতের গমের নাম

59349. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?

ক) ৪ বছর
খ) ৫ বছর
গ) ৬ বছর
ঘ) ৩ বছর

59350. বাংলাদেশের সর্ব পূর্বের থানা-

ক) কুমিল্লা
খ) আখাউড়া
গ) ফেনী
ঘ) থানচি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore