বিষয়ঃ Other

59351. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক) ১৯৭৪ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৮২ সালে
ঘ) ১৯৭২ সালে

59352. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

ক) কুষ্টিয়া গ্রেড
খ) ঝিনাইদহ গ্রেড
গ) চুয়াডাঙ্গা গ্রেড
ঘ) মেহেরপুর গ্রেড

59354. দেশের ১ম বাজেট ঘোষণা কত সালে?

ক) 30 Jun 1972
খ) 30 Jun1971
গ) 1 Jun 1972
ঘ) 2 Jun 1972

59355. অতিবেগুনি রশ্নি কোথা থেকে আসে ?

ক) পেট্রোলিয়াম
খ) চন্দ্র
গ) বৃহস্পতি
ঘ) সূর্য

59356. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?

ক) মাইটোকন্ড্রিয়া
খ) নিউক্লিয়াস
গ) লিউকোপ্লাস্ট
ঘ) ক্রোমোজোম

59357. গ্রাফাইট কোন ধরনের শিলা ?

ক) জৈব শিলা
খ) পাললিক শিলা
গ) রূপান্তরিত শিলা
ঘ) আগ্নেয় শিলা

59358. হীরক কোন মৌলের একটি বিশেষ রুপ?

ক) স্বর্ণ
খ) সিলিকা
গ) প্লাটিনাম
ঘ) কার্বন

59359. মধ্যযুগের কবি নন কে?

ক) জয়নন্দী
খ) বড়ু চণ্ডীদাস
গ) গোবিন্দ দাস
ঘ) জ্ঞান দাস

59360. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ?

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
গ) ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

59361. জীবিকার তাগিদে বর্মা মুল্লুকে গিয়েছিলেন কোন সাহিত্যিক?

ক) শওকত ওসমান
খ) শরত্চন্দ্র চট্টপাধ্যায়
গ) কায়কোবাদ
ঘ) ইশ্বর চন্দ্র গুপ্ত

59362. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?

ক) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
খ) সুফিয়া কামাল
গ) মাহমুদা খাতুন
ঘ) স্বর্ণকুমারী দেবী

59363. ‘শোক’ শব্দের বিপরীত-

ক) অনুতপ্ত
খ) দুঃখ
গ) ব্যথা
ঘ) হর্ষ

59364. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?

ক) ত্রয়ো
খ) খানম
গ) বেগম
ঘ) সারী

59365. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-

ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) মিশ্র বাক্য

59367. ০.১ x ০.০২ x ০.০০২/ ০.০১ x ০.০৪ এর মান কত ?

ক) ০.০১
খ) ০.১
গ) ০.০০১
ঘ) ০.০০৪

59371. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---

ক) ৯০ ডিগ্রী
খ) ১০৫ ডিগ্রী
গ) ১২০ ডিগ্রী
ঘ) ১৪৫ ডিগ্রী

59379. কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ----

ক) বাঁশ
খ) আখের ছোবড়া
গ) পাটকাঠি
ঘ) ধানের খড়

59380. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---

ক) ১৮২১ সালে
খ) ১৮৭০ সালে
গ) ১৯১০ সালে
ঘ) ১৯২১ সালে

59381. প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৮২ সালে
খ) ১৯৮৩ সালে
গ) ১৯৮৪ সালে
ঘ) ১৯৮৫ সালে

59382. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৬ সালে
ঘ) ১৯৫৭ সালে

59383. ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন ----

ক) আকবর
খ) শেরশাহ
গ) মুহম্মদ বিন তোঘলক
ঘ) আওরঙ্গজেব

59384. পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৭১ সালে

59385. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

ক) চতুর্দশ
খ) সপ্তদশ
গ) অষ্টাদশ
ঘ) ত্রয়োদশ

59387. কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে---

ক) শনিবার রাত ১২টা
খ) শনিবার সন্ধা ৬টা
গ) রবিবার দুপুর ২টা
ঘ) রবিবার সন্ধা ৬টা

59388. কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

ক) বঙ্গোপসাগর
খ) ভারত মহাসাগর
গ) পারস্য উপসাগর
ঘ) আরব সাগর

59389. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি ----

ক) কমে যাবে
খ) বেড়ে যাবে
গ) অপরিবির্তিত থাকবে
ঘ) কোনোটিই ঠিক নয়

59390. আদমসুরত বলা হয় ---

ক) কালপুরুষকে
খ) সপ্তর্ষিমণ্ডলকে
গ) ক্যাসিওপিয়াকে
ঘ) সুরনদীকে

59391. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----

ক) কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
খ) পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
গ) গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
ঘ) গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

59392. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?

ক) বেলে মাটি
খ) এটেল মাটি
গ) দোআঁশ মাটি
ঘ) কোনোটিই নয়

59394. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

ক) থাইরোসিন
খ) গ্লুকাগন
গ) ইনসুলিন
ঘ) এড্রিনালিন

59395. ১০২৪ বাইট = কত?

ক) ১ মেগাবাইট
খ) ১ গিগাবাইট
গ) ১ কিলোবাইট
ঘ) ১ টেরাবাইট

59396. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী ---

ক) ইথেন
খ) হাইড্রোজেন সালফাইড
গ) মিথেন
ঘ) হিলিয়াম

59397. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

ক) দস্তা
খ) অ্যালুমিনিয়াম
গ) তামা
ঘ) পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম

59398. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) ১৩৬
খ) ১৩৭
গ) ১৩৮
ঘ) ১৩৯

59399. 'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয়?

ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই

59400. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---

ক) ২৭ দিন ৮ ঘণ্টা
খ) ২৭ দিন ১৭ ঘণ্টা
গ) ২৮ দিন ২ ঘণ্টা
ঘ) ২৮ দিন ৫ ঘণ্টা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore