বিষয়ঃ Other
59351. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
59352. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
59353. মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
59356. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
59360. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ?
59361. জীবিকার তাগিদে বর্মা মুল্লুকে গিয়েছিলেন কোন সাহিত্যিক?
59362. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
59365. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-
59370. একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
59371. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---
59372. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে ---
59373. একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
59375. ৩২ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
59376. একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে ---
59377. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
59378. ৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা করবে?
59379. কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ----
59382. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
59383. ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন ----
59384. পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
59387. কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে---
59389. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি ----
59391. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----
59392. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
59393. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
59397. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
59400. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---