বিষয়ঃ Other

59751. √2/(√6+2) সমান-

ক) 3+√2
খ) 3-√2
গ) √3-√2
ঘ) √3+2

59754. ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

ক) ৯৮ বর্গ সে.মি.
খ) ৪৯ বর্গ সে.মি.
গ) ১৯৬ বর্গ সে.মি.
ঘ) ১৪৬ বর্গ সে.মি.

59757. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

ক) সাইট্রিক অ্যাসিড
খ) নাইট্রিক অ্যাসিড
গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
ঘ) টারটারিক অ্যাসিড

59758. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-

ক) ওডোমিটার
খ) ক্রনমিটার
গ) ট্যাকোমিটার
ঘ) ক্রেসকোগ্রাফ

59759. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?

ক) ডায়োড
খ) ট্রান্সফরমার
গ) ট্রানজিস্টার
ঘ) অ্যামপ্লিফায়ার

59760. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-

ক) এক কিলোওয়াট ঘন্টা
খ) এক ওয়াট-ঘন্টা
গ) এক কিলোওয়াট
ঘ) এ ওয়াট

59761. পিতলের উপাদান হলো ----

ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা
গ) তামা ও নিকেল
ঘ) তামা ও সিসা

59762. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়–

ক) আয়না বায়ু
খ) প্রত্যায়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু

59763. যকৃতের রোগ কোনটি?

ক) জন্ডিস
খ) টাইফয়েড
গ) হাম
ঘ) কলেরা

59764. অপটিক্যাল ফাইবারে আলোর কোট ঘটনাটি ঘটে?

ক) প্রতিসরণ
খ) বিচ্ছুরণ
গ) অপবর্তন
ঘ) অভ্যন্তরীণ প্রতিফলন

59765. মাশরুম এক ধরনের-

ক) অপুষ্পক উদ্ভিদ
খ) পরজীবী উদ্ভিদ
গ) ফাঙ্গাস
ঘ) অর্কিড

59766. এন্টিবায়োটিকের কাজ-

ক) রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
খ) জীবাণু ধ্বংস করা
গ) ভাইরাস ধ্বংস করা
ঘ) দ্রুত রোগ নিরাময় করা

59767. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটি?

ক) ফেসবুক
খ) ওয়াইম্যাক্স
গ) ব্রডব্যান্ড
ঘ) টুইটার

59768. কম্পিউটার ভাইরাস কি?

ক) একটি ক্ষতিকারক জীবাণু
খ) একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
গ) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
ঘ) একটি ক্ষতিকারক সার্কিট

59769. কোনটি জৈব অম্ল ?

ক) নাইট্রিক এসিড
খ) হাইড্রোক্লোরিক এসিড
গ) এসিটিক এসিড
ঘ) সালফিউরিক এসিড

59770. দুধে থাকে-

ক) সাইট্রিক এসিড
খ) ল্যাকটিক এসিড
গ) নাইট্রিক এসিড
ঘ) এসিটিক এসিড

59771. মৌমাছির চাষ হল-

ক) হর্টিকালচার
খ) পিসিকালচার
গ) সেরিকালচার
ঘ) এপিকালচার

59772. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’-

ক) জাতীয় পাখির নাম
খ) কৃষি সংস্থার নাম
গ) উন্নত জাতের গমের নাম
ঘ) কৃষি যন্ত্রের নাম

59773. বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-

ক) ৫০ হার্জ
খ) ২২০ হার্জ
গ) ২০০ হার্জ
ঘ) ১০০ হার্জ

59774. ডায়োড সবচেয়ে বেশী ব্যবহৃত হয়-

ক) ক্যাপাসিটর হিসেবে
খ) ট্রান্সফরমার হিসেবে
গ) রেজিস্টার হিসেবে
ঘ) রেক্টিফায়ার হিসেবে

59775. মডেম এর মধ্যে যা থাকে তা হলো–

ক) একটি মডুলেটর
খ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
গ) একটি কোডেক
ঘ) একটি এনকোডার

59776. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?

ক) রাশিয়া
খ) চীন
গ) ভারত
ঘ) পাকিস্তান

59777. ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?

ক) বৃটেন
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) রাশিয়া

59778. গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?

ক) কানাডা
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) ডেনমার্ক

59779. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি ?

ক) সুয়েজ খাল
খ) মিসিসিপি
গ) ভলগা
ঘ) পানামা খাল

59780. আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ টি কি ?

ক) বোমারু বিমান চালিত
খ) মিগ চালিত
গ) হেলিকপ্টার চালিত
ঘ) শক্তিশালী রকেট চালিত

59782. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?

ক) লাসা
খ) পোর্টো নোভা
গ) দিলি
ঘ) তিয়েন আন মেন

59783. ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?

ক) রোমান সম্রাট হিসেবে
খ) বর্ণবাদ বিরোধী হিসেবে
গ) বৃটেনের রাজা হিসেবে
ঘ) আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে

59784. রেডক্রস এর সদর দপ্তর কোথায়?

ক) জেনেভা
খ) নিউ ইয়র্ক
গ) জেদ্দা
ঘ) রোম

59785. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

ক) বাংলাদেশ
খ) পাকিস্তন
গ) সৌদি আরব
ঘ) ইন্দোনেশিয়া

59786. কোন জেলায় চা- বাগান বেশী?

ক) সিলেট
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) বান্দরবান

59788. ‘আলোকিত মানুষ চাই’– এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?

ক) জাতীয় গ্রন্থ কেন্দ্র
খ) বিশ্ব সাহিত্য কেন্দ্র
গ) সুশাসানের জন্য নাগরিক
ঘ) পাবলিক লাইব্রেরী

59789. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?

ক) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ) উন্নত জাতের ধানের নাম
গ) দু’টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
ঘ) উন্নতজাতের গমের নাম

59790. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?

ক) পঞ্চগড়
খ) সাতক্ষীরা
গ) হবিগঞ্জ
ঘ) কক্সবাজার

59791. বাংলাদেশের White Gold কোনটি?

ক) ইলিশ
খ) পাট
গ) রূপা
ঘ) চিংড়ি

59792. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত?

ক) আখাউড়া
খ) সৈয়দপুর
গ) চট্টগ্রাম
ঘ) পাকশি

59793. BTRC – এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?

ক) Bangladesh Telephone Regulatory Commission
খ) Bangladesh Telecommunication Regulatory Commission
গ) Bangladesh Telephone and Telecom Regulatory Commission
ঘ) Bangladesh Telephone and Telegraph Regulatory Commission

59794. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

ক) করিমগঞ্জ
খ) খোয়াই
গ) পেট্রাপোল
ঘ) ডাউকি

59796. To ‘raise ones brows’ indicate-

ক) annoyance
খ) disapproval
গ) indifference
ঘ) surprisedly

59797. The sentence “Who would have thought Shylock was so unkind” expresses—

ক) hyperbole
খ) interrogation
গ) command
ঘ) wonder

59798. “A bird in hand is worth two in the bush.”

ক) Take what you have got readily available rather than expecting better in the future
খ) The seen is better than the unseen
গ) Promises are better than actuals
ঘ) It is no good beating about the bush

59799. “No news is good news”

ক) It is likely that we expect bad news
খ) It is likely to have bad news
গ) It is likely that nothing bad has happened
ঘ) It is unlikely that nothing bad has happened

59800. Heart : Human

ক) Wall : Brick
খ) Hand : Child
গ) Kitchen : House
ঘ) Engine : Car

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore