বিষয়ঃ Other

59851. গৃহী এর বিপরীত শব্দ—

ক) সংসারী
খ) সঞ্চয়ী
গ) সংস্তিতি
ঘ) সন্ন্যাসী

59852. শুদ্ধ নয় বানান–

ক) উর্দ্ধ
খ) দরিদ্রতা
গ) উপযোগিতা
ঘ) শ্রদ্ধাঞ্জলি

59853. কোন চরনটি সঠিক?

ক) ধন ধান্যে পুষ্পে ভরা
খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ) ধন্যে ধান্যে পুষ্প ভরা
ঘ) ধন্যে ধান্যে পুষ্পে ভরা

59854. ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?

ক) কৃষ্ণ চন্দ্র মজুমদার
খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ) কামিনী রায়
ঘ) যতীন্দ্র মোহন বাগচী

59855. কবি গানের প্রথম কবি–

ক) গোজলা পুট
খ) হরু ঠাকুর
গ) ভবানী ঘোষ
ঘ) নিতাই বৈরাগী

59856. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?

ক) আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
খ) ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ) সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ) ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে

59857. চর্যাপদ কোন ছন্দে লেখা?

ক) অক্ষরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) স্বরবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর

59860. A = {1, 2, 3} B = ∅ হলে A ∪ B = কত?

ক) {1, 2, 3}
খ) {2, 3, ∅}
গ) {1, 2, ∅}
ঘ) . ∅

59863. প্রাণদ : জল : মহীজ : ?

ক) সম্বর
খ) গ্রহ
গ) নিঃসর্গ
ঘ) অশ্ব

59866. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়—

ক) A. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
খ) খুবই হতাশাবোধ করবেন
গ) বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
ঘ) সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন

59870. একটি পঞ্চভুজের সমষ্টি

ক) ৪ সমকোণ
খ) ৬ সমকোণ
গ) ৮ সমকোণ
ঘ) ১০ সমকোণ

59877. . গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয়?

ক) নাইট্রিক
খ) সালফিউরিক
গ) হাইড্রোক্লোরিক
ঘ) পারক্লোরিক

59878. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির–

ক) ঘনত্ব কম
খ) ঘনত্ব বেশি
গ) তাপমাত্রা বেশি
ঘ) দ্রবণীয়তা বেশি

59879. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –

ক) পরিপাক
খ) খাদ্য গ্রহণ
গ) শ্বসন
ঘ) রক্ত সংবহন

59882. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) কৃত্রিম সার প্রয়োগ
খ) পানি সেচ
গ) জমিতে নাইট্রোজেন ধরে রাখা
ঘ) প্রাকৃতিক সার প্রয়োগ

59883. নবায়নযোগ্য জ্বালানি কোনটি ?

ক) পরামাণু শক্তি
খ) কয়লা
গ) পেট্রোল
ঘ) প্রাকৃতিক গ্যাস

59885. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

ক) এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
খ) চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
গ) এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়

59886. সুনামির (Tsunami)কারণ হলো-

ক) আগ্নেয়গিরির অগ্যুৎপাত
খ) ঘূর্ণিঝড়
গ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
ঘ) সমুদ্র তলদেশের ভূমিকম্প

59887. হাড় ও দাঁত কে মজবুত করে-

ক) আয়োডিন
খ) আয়রন
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস

59888. কোন খাদ্যে প্রোটিন বেশি?

ক) ভাত
খ) গরুর মাংস
গ) মসুর ডাল
ঘ) ময়দা

59889. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে–

ক) জুওলজী
খ) বায়োলজী
গ) ইভোলিউশন
ঘ) জেনেটিক্স

59890. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল–

ক) গ্লাইকোজেন
খ) গ্লুকোজ
গ) ফ্রুক্টোজ
ঘ) সুক্রোজ

59891. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

ক) শুশুক
খ) তিমি
গ) ইলিশ
ঘ) হাঙ্গর

59892. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

ক) অগ্ন্যাশয় হতে
খ) প্যানক্রিয়াস হতে
গ) লিভার হতে
ঘ) পিটুইটারী গ্লান্ড হতে

59893. সুষম খাদ্যের উপাদান কয়টি?

ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৮ টি

59894. রক্তে হিমোগ্লোবিনের কাজ –

ক) অক্সিজেন পরিবহন করা
খ) রোগ প্রতিরোধ করা
গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ) উল্লেখিত সবকয়টিই

59895. পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?

ক) নিউট্রন ও প্রোট্রন
খ) ইলেক্ট্রন ও প্রোটন
গ) নিউট্রন ও পজিট্রন
ঘ) ইলেক্ট্রন ও পজিট্রন

59896. ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে?

ক) সালফার
খ) ফসফরাস
গ) নাইট্রোজেন
ঘ) পটাশিয়াম

59897. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

ক) থাইল্যান্ড
খ) মিসর
গ) ইরাক
ঘ) ইরান

59898. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

ক) আর্মেনিয়া
খ) ডেনমার্ক
গ) বেলজিয়াম
ঘ) ভিয়েতনাম

59899. লয়াজিরগা- কোন দেশের আইন সভা?

ক) আফগানিস্তান
খ) ফিজি
গ) সিরিয়া
ঘ) লেবানন

59900. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

ক) মালদ্বীপ
খ) নেপাল
গ) ভারত
ঘ) ভূটান
Note : নেপালকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় ১৯৬২ সালের সংবিধানের মাধ্যমে। তৎকালীন রাজা মহেন্দ্র সংবিধানে এটি যুক্ত করেন। ২০০৬ সালের ১৮ মে তৎকালীন আইনসভা 'সংসদ' (ইংরেজিতে House of Representatives ) আইন পাসের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে।]

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore