বিষয়ঃ Other

60351. এক খণ্ড জমির ৩/৮ অংশের মূল্য ৩৭৫ টাকা হলে ঐ জমির ১/৫ অংশের দাম কত?

ক) ৩২৫ টাকা
খ) ২৫০ টাকা
গ) ২০০ টাকা
ঘ) ৪০০ টাকা

60352. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?

ক) যোগ্যতা
খ) আকাঙ্ক্ষা
গ) আসক্তি
ঘ) আসত্তি

60354. ‘লবণ’ শব্দের বিশেষ্য কোনটি?

ক) নুন
খ) লবণাক্ত
গ) লাবণ্য
ঘ) ললিত

60355. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?

ক) সমাস দ্বারা
খ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
গ) উপসর্গ যোগে
ঘ) ক, খ, ও গ তিন উপায়েই হয়

60357. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?

ক) রম্বস
খ) বর্গক্ষেত্র
গ) আয়তক্ষেত্র
ঘ) ট্রাপিজিয়াম

60358. কোনো ত্রিভুজের তিন কোণের দ্বি খণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?

ক) বহিঃকেন্দ্র
খ) ভরকেন্দ্র
গ) পরিকেন্দ্র
ঘ) অন্তঃকেন্দ্র

60359. ‘পরশ্ব’ শব্দটির অর্থ কী?

ক) পরশু
খ) পরের ধন
গ) কোকিল
ঘ) পার্শববর্তী

60360. কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?

ক) অনুলোম-প্রতিলোম
খ) নশ্বর-শাশ্বত
গ) গরিষ্ঠ-লঘিষ্ঠ
ঘ) হৃষ্ট-পুষ্ট

60362. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক) সলিল
খ) উদক
গ) জলধি
ঘ) নীর

60364. ‘Consumer goods’ —এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?

ক) ভোক্তার কল্যাণ
খ) ভোগ্যপণ্য
গ) ক্রয়কৃত পণ্য
ঘ) ক্রেতার গুণাগুণ

60365. কোন বাক্যটি শুদ্ধ?

ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

60367. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) মনীষী
খ) মনিষি
গ) মনীষি
ঘ) মনিষী

60368. “পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার”। —বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে—

ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ) দুটোই অশুদ্ধ
ঘ) দুটোই শুদ্ধ

60371. সুশাসনের পথে অন্তরায়–

ক) আইনের শাসন
খ) জবাবদিহিতা
গ) স্বজনপ্রীতি
ঘ) ন্যায়পরায়ণতা

60372. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো–

ক) স্বাধীনতা
খ) ক্ষমতা
গ) কর্মদক্ষতা
ঘ) জনকল্যাণ

60373. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে–

ক) অর্থনৈতিক উন্নয়ন
খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
গ) সামাজিক উন্নয়ন
ঘ) সবগুলোই

60374. সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে–

ক) সুসম্পর্ক গড়ে তোলে
খ) আস্থার সম্পর্ক গড়ে তোলে
গ) শান্তির সম্পর্ক গড়ে তোলে
ঘ) কোনোটিই নয়

60375. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে–

ক) দুর্নীতি রোধ করা
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
গ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
ঘ) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

60376. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে–

ক) সামাজিক মূল্যবোধকে
খ) গণতান্ত্রিক মূল্যবোধকে
গ) ব্যক্তিগত মূল্যবোধকে
ঘ) স্বাধীনতার মূল্যবোধকে

60377. ‘নৈতিক আচরণবিধি’ (Code of ethics) বলতে বুঝায়–

ক) মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
খ) বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদন্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
গ) দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদন্ড বা আচরণবিধি
ঘ) উপরের তিনটিই সঠিক

60378. ‘সুবর্ণ মধ্যক’ হলো–

ক) গাণিতিক সমাধান
খ) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
গ) সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
ঘ) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

60379. ‘Power : A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?

ক) ম্যাকিয়াভেলি
খ) হবস
গ) লক
ঘ) রাসেল

60380. নৈতিকভাবে বলা হয় মানবজীবনের–

ক) নৈতিক শক্তি
খ) নৈতিক বিধি
গ) নৈতিক আদর্শ
ঘ) সবগুলোই

60383. ২ এর কত শতাংশ ৮ হবে?

ক) ২০০
খ) ৪০০
গ) ৩৪৫
ঘ) ৩০০

60385. সঠিক বানান কোনটি?

ক) কূসংস্কার
খ) কুসংকার
গ) কুসংস্কার
ঘ) কুশংস্কার

60390. √ (15.6025)= ?

ক) ৩.৮৫
খ) ৩.৭৫
গ) ৩.৯৫
ঘ) ৩.৬৫

60394. . ১ + ৫ + ৯ + …….. + ৮১ = ?

ক) ৯৬১
খ) ৮৬১
গ) ৭৬১
ঘ) ৬৬১

60396. a−[a−{a−(a−a−1¯)}] = কত?

ক) 1
খ) -1
গ) a-1
ঘ) a+1

60398. ΔABC এ ∠A = 400, ∠B = 700 হলে ΔABC কী ধরনের ত্রিভুজ?

ক) সমকোণী
খ) স্থূলকোণী
গ) সমদ্বিবাহু
ঘ) সমবাহু

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore