বিষয়ঃ Other

60402. log√381 কত?

ক) 4
খ) 27√3
গ) 8
ঘ) 1/8

60403. 1 + 3 + 5 + ………… + (2x-1) কত?

ক) x(x-1)
খ) x(x+1)/2
গ) x(x+1)
ঘ) x2

60410. Plotter কোন ধরনের ডিভাইস?

ক) ইনপুট
খ) আউটপুট
গ) মেমরি
ঘ) উপরের কোনটিই নয়

60412. কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী কাজে ব্যবহার হয়?

ক) বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
গ) এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
ঘ) কোনটিই নয়

60413. LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ) এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ) ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ) উপরের সবগুলোই

60414. নিচের কোনটি ডাটাবেজ language?

ক) Oracle
খ) C
গ) MS-Word
ঘ) কোনটিই নয়

60415. Mobile phone–এর কোনটি input device নয়?

ক) Keypad
খ) Touch Screen
গ) Camera
ঘ) Power Supply

60416. 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর?

ক) 8
খ) 16
গ) 32
ঘ) উপরের কোনটিই নয়

60417. Boolean Algebra–এর নিচের কোনটি সঠিক?

ক) A + A¯ =1
খ) A . A = 1
গ) A + A = 2A
ঘ) উপরের কোনটিই নয়

60418. Wi MAX–এর পূর্ণরূপ কী?

ক) Worldwide Interoperability for Microwave Access
খ) Worldwide Internet for Microwave Access
গ) Worldwide Interconnection for Microwave Access
ঘ) কোনটিই নয়

60419. (1011)2 + (0101)2 = ?

ক) (1100)2
খ) (11000)2
গ) (01100)2
ঘ) কোনটিই নয়

60422. নিচের কোন উক্তিটি সঠিক?

ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ) ১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ) ১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ) ১ মেগাবাইট = ১০০০ বাইট

60423. নিচের কোনটি 3G Language নয়?

ক) C
খ) Java
গ) Assembly Language
ঘ) Machine Language

60424. নিচের কোন মেমরিটি Non-volatile?

ক) SRAM
খ) DRAM
গ) ROM
ঘ) উপরের সবগুলোই

60425. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো–

ক) আইসোটোন
খ) আইসোটোপ
গ) আইসোবার
ঘ) রাসায়নিক পদার্থ

60426. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?

ক) সাদা
খ) কালো
গ) হলুদ
ঘ) লাল

60427. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

ক) আলফা রশ্মি
খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) আলট্রাভায়োলেট রশ্মি

60428. মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয়–

ক) শব্দ শক্তি
খ) তড়িৎ শক্তি
গ) আলোক শক্তি
ঘ) চৌম্বক শক্তি

60430. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে–

ক) বায়োলজী
খ) জুওলজী
গ) জেনেটিক
ঘ) ইভোলিওশন

60431. ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

ক) জন্ডিস
খ) এইডস
গ) নিউমোনিয়া
ঘ) চোখ ওঠা

60432. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

ক) স্নায়ুতন্ত্রের
খ) রেচন তন্ত্রের
গ) পরিপাক তন্ত্রের
ঘ) শ্বাস তন্ত্রের

60434. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

ক) হৃদযন্ত্রে
খ) বৃক্কে
গ) ফুসফুসে
ঘ) প্লিহাতে

60436. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

ক) ট্রিপসিন
খ) লাইপেজ
গ) টায়ালিন
ঘ) অ্যামাইলেজ

60437. শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি?

ক) স্বীকৃতি
খ) স্নেহ
গ) সাফল্য
ঘ) উল্লেখিত সব কটি

60438. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়–

ক) প্যাথজেনিক
খ) ইনফেকশন
গ) টক্সিন
ঘ) জীবাণু

60439. সুনামির কারণ হলো–

ক) ঘূর্ণীঝড়
খ) চন্দ্র ও সূর্যের আকর্ষণ
গ) সমুদ্রের তলদেশে ভূমি কম্পন
ঘ) আগ্নেয়গিরির অগ্নুৎপাত

60440. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?

ক) ১ জানুয়ারি
খ) ১১ জানুয়ারি
গ) ১৯ জানুয়ারি
ঘ) ২১ মার্চ

60442. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

ক) ৯০ শতাংশ
খ) ৯৪ শতাংশ
গ) ৯৮ শতাংশ
ঘ) ৯৯.৯৭ শতাংশ

60444. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) ঢাকায়
খ) খুলনায়
গ) নারায়ণগঞ্জে
ঘ) চাঁদপুরে

60445. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়–

ক) ১০০-২০০ কি. মি.
খ) ৩০০-৪০০ কি. মি.
গ) ৭০০-৮০০ কি. মি.
ঘ) ৯০০-১০০০ কি. মি.

60446. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়–

ক) পাগ-মার্ক
খ) ফুটমার্ক
গ) GIS
ঘ) কোয়ার্ডবেট

60447. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?

ক) ১১.২ কি. মি.
খ) ১২.২ কি. মি.
গ) ১১.৮ কি. মি.
ঘ) ১২.৮ কি. মি.

60448. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?

ক) ৫১৩৮ কি. মি.
খ) ৪৩৭১ কি. মি.
গ) ৪১৫৬ কি. মি.
ঘ) ৩৯৭৮ কি. মি.

60449. বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?

ক) ১৯৯৮ সালে
খ) ১৯৯৯ সাল
গ) ২০০০ সালে
ঘ) ১৯৯৭ সালে

60450. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

ক) ভারত
খ) আলজেরিয়া
গ) মেসিডোনিয়া
ঘ) ফ্রান্স

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore