বিষয়ঃ Other

61051. Complete the following sentence: ‘Had I known you were waiting outside, I ____

ক) would invite you to cone in
খ) would be inviting you to come in
গ) would have invited you to come in
ঘ) had invited you to come in

61053. select the word with right spelling-

ক) Seizophrania
খ) scizophrenia
গ) Schizophranin
ঘ) Schizophrenia

61054. When we want to mean a government by the richest class we use the term

ক) Cryptocracy
খ) Aristocracy
গ) Oligarchy
ঘ) Plutocracy

61055. ‘বাধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

ক) উপন্যাস
খ) নাটক
গ) কবিতা
ঘ) ভ্রমণ কাহিণী

61056. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

ক) উপভােগ
খ) উপগ্রহ
গ) উপসাগর
ঘ) উপনেতা

61057. . তুমি তাে ভারি সুন্দর ছবি আঁক!’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

ক) অনুকার অব্যয়
খ) পদান্বয়ী অব্যয়
গ) অনুসর্গ অব্যয়
ঘ) অনন্বয়ী অব্যয়

61058. ‘Hand out’- এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো:

ক) জ্ঞাপনপত্র
খ) তথাপত্র
গ) প্রচারপত্র
ঘ) হস্তপত্র

61059. ‘খনার বচন’- এর মূলভাব কি?

ক) শুদ্ধ জীবনযাপন রীতি
খ) সামাজিক মঙ্গলবােধ
গ) রাষ্ট্র পরিচালনা নীতি
ঘ) লৌকিক প্রণয়সঙ্গীত

61060. কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে?

ক) আষাঢ়
খ) আঘাটা
গ) আয়না
ঘ) আনন

61061. মীর মশাররফ হােসেন রচিত গ্রন্থ হচ্ছে:

ক) আলালের ঘরের দুলাল
খ) হতােম প্যাঁচার নক্সা
গ) কলিকাতা কমলালয়
ঘ) গাজী মিয়ার বস্তানী

61062. বেগম রোকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ কোনটি?

ক) পদ্মাবতী
খ) পদ্মগোখরা
গ) পদ্মরাগ
ঘ) পদ্মমণি

61063. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

ক) করেছি
খ) করছি
গ) করব
ঘ) করছিলাম

61065. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

ক) গােলকনাথ শৰ্মা
খ) রামরাম বসু
গ) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) রাজা রামমোহন রায়

61066. জীবনানন্দ দাশকে নির্জনতার কবি’ বলে আখ্যায়িত করেন কে?

ক) বুদ্ধদেব বসু
খ) নবীন্দ্রনাথ ঠাকুর
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিষ্ণু দেবিষ্ণু দে

61067. ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?

ক) অনল
খ) অংশু
গ) জ্যোতি
ঘ) ভাতি

61068. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নীচের কোনটি পাওয়া যায়?

ক) দুর+বস্থা
খ) দুর+বস্থা
গ) দুর+অবস্থা
ঘ) দুঃ+ অবস্থা

61069. কোনটি অপাদান কারক?

ক) জিজ্ঞাসিব জনে জনে
খ) ট্রেন স্টেশন ছেড়েছে
গ) বনে বাঘ আছে
ঘ) গৃহহীনে গৃহ দাও

61070. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:

ক) জামাই ৰারিক
খ) বিবাহ-বিভ্রাট
গ) হিতে বিপরীত
ঘ) বৈকুণ্ঠের খাতা

61071. সাধু ও চলিত ভাষাৰ মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ পদে
গ) ক্রিয়া ও সর্বনাম
ঘ) বিশেষ্য ও ক্রিয়া

61072. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

ক) দোতলা
খ) আশীবিষ
গ) কানাকানি
ঘ) অজানা

61073. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক) রুই
খ) পান-ব্যবসায়ী
গ) পর্ণকা
ঘ) তামসিক

61074. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

61075. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?

ক) রাজনৈতিক
খ) অর্থনৈতিক
গ) মৌলিক
ঘ) সামাজিক

61076. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে –

ক) দুর্নীতি দূর হয়
খ) বিনিয়ােগ বৃদ্ধি পায়
গ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
ঘ) কোনােটিই নয়

61077. মূল্যবােধের চালিকা শক্তি হলাে –

ক) উন্নয়ন
খ) গণতন্ত্র
গ) সংস্কৃতি
ঘ) সুশাসন

61078. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলাে –

ক) সরকার পরিচালনায় সাহায্য করা
খ) নিজের অধিকার ভােগ করা
গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
ঘ) নিয়মিত কর প্রদান করা

61079. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-

ক) দারিদ্র বিমােচন
খ) মৌলিক অধিকার রক্ষা
গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা

61080. মূল্যবােধ হলাে –

ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়ােজনীয় উপাদান
ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা

61081. বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়ােগ করা হয় –

ক) নারীদের ক্ষেত্রে
খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
ঘ) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর ক্ষেত্রে

61082. সভ্য সমাজের মানদণ্ড হল-

ক) গণতন্ত্র
খ) বিচার ব্যবস্থা
গ) সংবিধান
ঘ) আইনের শাসন

61083. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালাে নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি –

ক) নৈতিক অনুশাসন
খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
গ) আইনের শাসন
ঘ) আইনের অধ্যাদেশ

61084. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছােট মনে হয়, কেন?

ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
ঘ) অন্য কোন কারণ আছে

61087. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

ক) আয়ত্তাধীন, অহােরাত্রি, অদ্যপি
খ) গড্ডালিকা, চিন্ময়, কল্যান
গ) গৃহস্ত, গণনা, ইদানিং
ঘ) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

61088. যদি চ × G= 82 হয় তবে J × ট = ?

ক) ১২০
খ) ৯২
গ) ১১৫
ঘ) ১১০

61089. .১×.০১ × .০০১=?

ক) ১.০০০১
খ) .১০০০১
গ) .০০০০১
ঘ) .০০০০০১

61090. রাস্তা সমান করার রােলার সরাবার জন্য সহজ হবে, যদি রােলারকে –

ক) ঠেলে নিয়ে যাওয়া হয়
খ) টেনে নিয়ে যাওয়া হয়
গ) তুলে নিয়ে যাওয়া হয়
ঘ) সমান সহজ হয়

61091. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?.

ক) ’’’
খ) ’’’’’’’
গ) ’’’’’’’’’’’
ঘ) ’’’’’’’’’’’

61092. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?

ক) TERE
খ) TEER
গ) TREE
ঘ) FREE

61094. সঠিক বানান কোনটি?

ক) Indwelling
খ) Indwling
গ) Indweling
ঘ) Induelling

61095. শুদ্ধ বানান কোনটি?,,

ক) অধােগতি
খ) অধ:গতি
গ) অধগতি
ঘ) অধো:গতি

61100. কোন শর্তে Loga1=0?

ক) a> 0, a #1
খ) a# 0, a > 1
গ) a> 0, a = 1
ঘ) a # 1, a < 0

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore