বিষয়ঃ Other

61151. কোন দেশটি ইউরােপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?

ক) ফিনল্যান্ড
খ) পোল্যান্ড
গ) অস্ট্রিয়া
ঘ) সুইডেন

61152. জাতিসংঘ বিষয়ক আলােচনায় পি৫ (P5) কলতে কি বুঝায়?

ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
খ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ) পাঁচটি জাতিসংঘ সংস্থা
ঘ) উপরে কোনটিই নয়

61155. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯১ বছরের জন্য লীজ দেয়া হয়েছে-

ক) ত্রিঙ্কোমালী
খ) হাম্বানটোটা
গ) গল বন্দর
ঘ) পাের্ট অব কলম্বাে

61156. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা কে?

ক) মাখা সবাম
খ) জোসেফ স্টিগলিটজ
গ) অমর্ত্য সেন
ঘ) জন রাউলস

61160. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে –

ক) New Development Bank (NDB)
খ) BFRICS Development Bank (BDB)
গ) Economic Development Bank (EDB)
ঘ) International Commercial Bank (ICB)

61161. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?

ক) চীন, রাশিয়া
খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
গ) জাপান, থাইল্যান্ড
ঘ) তাইওয়ান, হংকং

61162. বিশ্বের সর্বশেষ জলবাযূ সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?

ক) কাটোউইস, পোল্যান্ড
খ) প্যারিস, ফ্রান্স
গ) রোম, ইতালি
ঘ) বেইজিং, চীন

61163. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৯৮ সালে

61164. V-20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?

ক) কৃষি উন্নয়ন
খ) দরিদ্র বিমােচন
গ) জলবায়ু পরিবর্তন
ঘ) বিনিয়ােগ সম্পর্কিত

61165. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?

ক) সেপ্টেম্বর, ২০১৮
খ) মার্চ, ২০১৪
গ) ফেব্রুয়ারি, ২০১৯
ঘ) ডিসেম্বর, ২০১৮

61166. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?

ক) তাজাকিস্তান
খ) আজারবাইজান
গ) পর্তুগাল
ঘ) বেলারুশ

61169. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

ক) ফ্লোরিডা
খ) হাইতি
গ) কিউবা
ঘ) জ্যামাইকা

61170. ‘Let there be Light’—বিখ্যাত ছবিটি পরিচালনা করেন –

ক) আমজাদ হোসেন
খ) জহির রায়হান
গ) খান আতাউর রহমান
ঘ) শেখ নিয়ামত আলী

61171. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-

ক) ১৩ হাজার ১২৫টি
খ) ১৩ হাজার ১৩০টি
গ) ১৩ হাজার ১৩৬টি
ঘ) ১৩ হাজার ১৪৬টি

61172. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় –

ক) ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
খ) ৭ জানুয়ারি, ১৯৭৩
গ) ৭ মার্চ, ১৯৭৩
ঘ) ৭ এপ্রিল, ১৯৭৩

61173. বাংলাদেশ জাতিসংঘের –

ক) ১৪৬তম সদস্য
খ) ১৩৬তম সদস্য
গ) ১২৬তম সদস্য
ঘ) ১১৬ তম সদস্য

61174. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গােষ্ঠীকে বিভক্ত করেছেন –

ক) ৩ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৬ ভাগে

61175. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?

ক) অর্থনৈতিক
খ) মানবাধিকার
গ) ধর্মীয়
ঘ) খেলাধুলা

61177. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-

ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে

61178. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?

ক) ১৩৭ নং অনুচ্ছেদে
খ) ১৩৫ নং অনুচ্ছেদে
গ) ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে

61179. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –

ক) ১৭ এপ্রিল, ১৯৭১
খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
গ) ৭ মার্চ, ১৯৭২
ঘ) ২৬ মার্চ ১৯৭৩

61181. সংবিধানের কোন সংশােধনীকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?

ক) ৫ম সংশােধন
খ) ৪র্থ সংশােধন
গ) ৩য় সংশােধন
ঘ) ২য় সংশােধন

61182. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় –

ক) ১৯৯১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৯৬ সালে

61183. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণােদনা রাখা হয়েছে –

ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা
গ) সাড়ে ৩ হাজার কোটি টাকা
ঘ) সাড়ে ৬ হাজার কোটি টাকা

61185. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলাের সংগঠন

ক) যুক্তরাজ্যের
খ) যুক্তরাষ্ট্রের
গ) কানাডার
ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের

61186. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?

ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
গ) ৪২ বিলিয়ন মার্কিন ডলার
ঘ) ১ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার

61187. Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?

ক) প্রথম স্থান
খ) দ্বিতীয় স্থান
গ) তৃতীয় স্থান
ঘ) চতুর্থ স্থান

61188. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় –

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে

61189. ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP (nominal) কত?

ক) $১,৭৫০ মার্কিন ডলার
খ) $১,৬৭৭ মার্কিন ডলার
গ) $১,৭৫২ মার্কিন ডলার
ঘ) $১,৭৫৩ মার্কিন ডলার

61190. ‘গারাে’ উপজাতি কোন জেলায় বাস করে?

ক) পার্বত্য চট্টগ্রাম
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) টাঙ্গাইল

61191. বাংলাদেশে মােট আবাদযােগ্য জমির পরিমাণ –

ক) ২ কোটি ১১ লক্ষ একর
খ) ২ কোটি ৫০ লক্ষ একর
গ) ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ) ২ কোটি ২১ লক্ষ একর

61192. বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?

ক) ফরিদপুর
খ) রংপুর
গ) জামালপুর
ঘ) শেরপুর

61193. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ক) সিলেটের বনভুমি
খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

61194. বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড কার্জন
খ) লর্ড ওয়াভেল
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড লিনলিথগো

61195. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?

ক) চতুর্থ তফসিল
খ) পঞ্চম তফসিল
গ) ষষ্ঠ তফসিল
ঘ) সপ্তম তফসিল

61196. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?

ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সােভিয়েত ইভনিয়ন

61197. ইউরােপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন–

ক) পর্তুগীজরা
খ) ইংরেজরা
গ) ওলন্দাজরা
ঘ) ফরাসিরা

61198. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্র গুপ্ত
ঘ) এর কোনটিই না

61199. কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ক) ত্রিপুরা
খ) মিজোরাম
গ) মণিপুর
ঘ) মেঘালয়
Note : কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।

61200. আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?

ক) ১৪৯৮-১৫১৬ খৃষ্টাব্দ
খ) ১৪৯৮-১৫১৭ খৃষ্টাব্দ
গ) ১৪৯৮-১৫১৮ খৃষ্টাব্দ
ঘ) ১৪৯৮-১৫১৯ খৃষ্টাব্দ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore