বিষয়ঃ Other

61451. কোনটি বায়ুবাহিত রোগ?

ক) ডায়রিয়া
খ) কলেরা
গ) হাম
ঘ) জন্ডিস

61452. সিস্টোলিক চাপ বলতে বুঝায় ----

ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
খ) হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
গ) হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
ঘ) কোনোটিই নয়

61454. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?

ক) সবুজ আলোতে
খ) লাল আলোতে
গ) নীল আলোতে
ঘ) বেগুনি আলোতে

61455. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----

ক) চুনাপাথর
খ) জিপসাম
গ) বালি
ঘ) সাজি মাটি

61456. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?

ক) অ্যালুমিনিয়াম
খ) তামা
গ) সীসা
ঘ) দস্তা

61457. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

ক) সাদা
খ) কালো
গ) বেগুনি
ঘ) লাল

61458. কোনটি পদার্থ নয়?

ক) আলো
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) পানি

61459. 'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।' ---এক কথায় হবে ----

ক) একাগ্রচিত্ত
খ) একমনা
গ) অন্যমনা
ঘ) মনোযোগী

61460. আপনাকে পণ্ডিত মনে করে যে।' ----এক কথায় কী হবে?

ক) অতিপণ্ডিত
খ) মহাপণ্ডিত
গ) পণ্ডিত নেতা
ঘ) পণ্ডিতম্মন্য

61461. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?

ক) সচেতন করা
খ) চক্ষু দান করা
গ) চুরি করা
ঘ) এর কোনোটিই নয়

61462. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) নিরপরাধ
খ) প্রাচীন
গ) অনুজ
ঘ) অনভ্যাস

61463. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?

ক) পাবক
খ) মনোজ
গ) ধারাপাত
ঘ) তমসা

61464. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) উদ + যোগ
খ) উৎ + যোগ
গ) উদ্যো + গ
ঘ) উত + যোগ

61465. আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব

61466. অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস?

ক) অব্যয়ীভাব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) বহুব্রীহি

61467. "আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী

61468. অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃ কারকে ২য়া
খ) করণ কারকে ৭মী
গ) অপাদান কারকে ৭মী
ঘ) অধিকরণ কারকে ৭মী

61469. কোনটি শুদ্ধ বানান?...

ক) শশিভুসন
খ) শশিভূষণ
গ) শসিভূষন
ঘ) শশিভুসণ

61470. কোন বানানটি শুদ্ধ?,.

ক) ক্ষীনজীবী
খ) ক্ষিনজীবী
গ) ক্ষীণজীবী
ঘ) ক্ষীণজিবি

61471. ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?

ক) মুনীর চৌধুরী
খ) শওকত ওসমান
গ) আবদুল্লাহ আল মামুন
ঘ) মামুনুর রশীদ

61472. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি ---

ক) বক্তব্য
খ) প্রবন্ধগ্রন্থ
গ) গল্প
ঘ) উপন্যাস

61473. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) গোলাম মোস্তফা
ঘ) সুফিয়া কামাল

61474. 'All at once' এর অর্থ ----

ক) Quickly
খ) Slowly
গ) Suddenly
ঘ) Gradually

61479. নিচের কোন বাক্যটি শুদ্ধ?,

ক) Quote this from memory
খ) I got boarding and lodging
গ) Put your sign here
ঘ) My brother is sick

61480. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) There is no place in the bench
খ) I go two bread
গ) It is a nice poem
ঘ) I went to my house

61481. Aref said, "I must write a letter." বাক্যটির Indirect speech হবে----

ক) Aref said that he has to write a letter.
খ) Aref said that he had to write a letter.
গ) Aref told that he would have to write a letter.
ঘ) Aref told that he will have to write a letter.

61482. Anis said, "Good night, Father" বাক্যটির Indirect speech হবে----

ক) Anis said good night for his father.
খ) Anis bade his father good-bye.
গ) Anis gave good night to his father.
ঘ) Anis addressed his father and told good-bye.

61483. 'His behaviour surprised me.' বাক্যটির Passive form হবে----

ক) I was surprised at his behaviour.
খ) I was surprised with his behaviour.
গ) I had been surprised at his behaviour.
ঘ) I had been surprised with his behaviour.

61484. 'Do you know him?' বাক্যটির Passive form হবে----

ক) Is he know by you?
খ) Is he known to you?
গ) Dose he known by you?
ঘ) Is he known with you?

61485. কোনটি শুদ্ধ বানান?

ক) Ocasion
খ) Ocation
গ) Occasion
ঘ) Occassion

61486. কোন বানানটি শুদ্ধ?

ক) Collaboration
খ) Colaboration
গ) Colaboretion
ঘ) Collaboretion

61487. কোনটি Collective Noun?

ক) Bashar
খ) Class
গ) Youth
ঘ) Island

61488. কোনটি Material Noun?

ক) Book
খ) Ring
গ) River
ঘ) Paper

61500. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৮৫ সালে, ঢাকায়
খ) ১৯৮৩ সালে, দিল্লিতে
গ) ১৯৮৪ সালে, কলোম্বোতে
ঘ) ১৯৮৬ সালে, মালেতে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore