বিষয়ঃ Other

61501. BIMSTEC কী ধরণের সংগঠন?

ক) রাজনৈতিক
খ) অর্থনৈতিক
গ) বাণিজ্যিক
ঘ) সামাজিক

61504. নিউট্রন আবিষ্কার করেন-

ক) কিউরী
খ) রাদারফোর্ড
গ) চ্যাডউইক
ঘ) থমসন

61505. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ) উন্নয়নের গতিধারা
গ) মাইক্রো ক্রেডিট
ঘ) বৈদেশিক সাহায্য

61506. পৃথিবীর বৃহত্তম মহাদেশ-

ক) এশিয়া
খ) ইউরোপ
গ) আফ্রিকা
ঘ) এন্টার্কটিকা

61507. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?

ক) ১৫ টি
খ) ১৭ টি
গ) ১৪ টি
ঘ) 13 টি

61508. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?

ক) বর্ধমান হাউজ
খ) বাংলা হাউজ
গ) আহসান হাউজ
ঘ) চামেলি হাউজ

61509. ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?

ক) ভারত
খ) শ্রীলঙ্কা
গ) পাকিস্তান
ঘ) বাংলাদেশে

61510. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

ক) ১০ এপ্রিল, ১৯৭১
খ) ৭ এপ্রিল, ১৯৭১
গ) ৭ মার্চ, ১৯৭১
ঘ) ২৫ মার্চ, ১৯৭১

61511. মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

ক) জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
খ) এয়ার কমোডর এ কে খন্দকার
গ) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ঘ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

61513. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?

ক) রাঙ্গামাটি
খ) রংপুর
গ) কুমিল্লা
ঘ) সিলেট

61514. সিলেট কোন নদীর তীরে অবস্থিত

ক) আড়িয়াল খাঁ
খ) সুরমা
গ) চন্দনা
ঘ) রূপসা

61515. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস

61516. কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?

ক) মোহাম্মদ আইউব খান
খ) আখতার হামিদ খান
গ) আবদুল হামিদ খান ভাসানী
ঘ) এ. কে. ফজলুল হক

61517. সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?

ক) ১৮১৯
খ) ১৮২৯
গ) ১৮৩৯
ঘ) ১৮৪৯

61519. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?

ক) লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
খ) পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ) বাউল বা মরমী গীতি
ঘ) বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

61520. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ) মুহাম্মদ এনামুল হক

61521. অপলাপ- শব্দের অর্থ কী?

ক) অস্বীকার
খ) মিথ্যা
গ) প্রলাপ
ঘ) অসদালাপ

61522. They have __ their support for our case.

ক) pledged
খ) disavowed
গ) provided
ঘ) defered

61524. In spite of my requests, he did not __.

ক) give in
খ) fall in
গ) get off
ঘ) give forth

61525. He has paid the penalty __ his crimes __ five years in prison.

ক) for, with
খ) at, by
গ) about, a t
ঘ) after, in

61527. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

ক) ক্রনোমিটার
খ) ট্যাকোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) ওডোমিটার

61531. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

ক) ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
খ) ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
গ) ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
ঘ) ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫

61536. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি

ক) বাউণ্ডেলের আত্মকাহিনী
খ) মুক্তি
গ) হেবা
ঘ) বিদ্রোহী

61537. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

ক) দীনেশচন্দ্র সেনগুপ্ত
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) সুকুমার সেন

61538. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?

ক) মুহম্মদ আবদুল হাই
খ) মুহাম্মদ শহীদুল্লাহ
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) আহমদ শরীফ

61539. পদাবলী লিখেছেন-

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মাইকেল মধুসূদন
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) কায়কোবাদ

61540. কোনটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনী গ্রন্থ?

ক) মরুমায়া
খ) মরুভাস্কর
গ) মরুতীর্থ
ঘ) মরুকুসুম

61541. কোনটি ঠিক?

ক) গোরা (নাট্যগ্রন্থ)
খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ) পথের দাবী (উপন্যাস)
ঘ) একাত্তরের দিনগুলি (উপন্যাস)

61542. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
গ) মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ) মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

61543. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) মোহাম্মদ নাসির উদ্দিন
খ) আবুল কালাম শামসুদ্দিন
গ) কাজী আব্দুল ওদুদ
ঘ) সিকান্দার আবু জাফর

61544. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?

ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি

61545. পদাবলী-র প্রথম কবি কে?

ক) শ্রীচৈতন্য
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস

61546. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

ক) চোখের বালি
খ) বলাকা
গ) ঘরে-বাইরে
ঘ) রক্তকরবী

61547. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদদীন

61548. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) রবি ঠাকুর
গ) শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore