বিষয়ঃ Other

61751. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –

ক) প্রবাসী শ্রমিক
খ) পাট
গ) রেডিমেড গার্মেন্টস
ঘ) চামড়া

61754. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?

ক) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
গ) পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
ঘ) বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ

61755. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?

ক) ব্রজধামে কথিত ভাষা
খ) এক রকম কৃত্রিম কবিভাষা
গ) বাংলা ও হিন্দির যোগফল
ঘ) মৈথিলী ভাষার একটি উপভাষা

61756. কোন বানানটি শুদ্ধ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষু

61757. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?

ক) অনুভূতি
খ) গালি
গ) প্রত্যঙ্গ
ঘ) শক্তি

61758. কোনটি অনুজ্ঞা?

ক) তুমি গিয়েছিলে
খ) তুমি যাও
গ) তুমি যাচ্ছিলে
ঘ) তুমি যাচ্ছ

61759. ক্রিয়াপদ‒

ক) সবসময়ে বাক্যে থাকবে
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ) আসলে বিশেষণ থেকে অভিন্ন

61760. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্ত কর্মী
ঘ) অবিশ্রাম

61761. কোন বানানটি শুদ্ধ

ক) সূচিষ্মিতা
খ) সূচিস্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) শুচিস্মিতা

61762. ‘বিরাগী’ শব্দের অর্থ কী

ক) উদাসীন
খ) প্রতিকুল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট

61763. ‘চাঁদের হাট’ অর্থ কী?

ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম

61764. If we want concrete proof, we are looking for____.

ক) building material
খ) something to cover a path
গ) clear evidence
ঘ) a cement mixer

61765. He divided the money – the two children.

ক) over
খ) in between
গ) among
ঘ) between

61766. No one can ____that he is clever.

ক) deny
খ) defy
গ) denounce
ঘ) discard

61767. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒

ক) কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
খ) কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
গ) শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
ঘ) হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা

61769. মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

ক) ভূকেন্দ্রে
খ) ভূপৃষ্ঠে
গ) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
ঘ) ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে

61770. কম্পিউটার ভাইরাস হল‒

ক) এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ) কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
ঘ) কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন

61771. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

ক) শুশুক
খ) তিমি
গ) ইলিশ
ঘ) হাঙ্গর

61772. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?

ক) ০ সেন্টিগ্রেড
খ) ১০ সেন্টিগ্রেড
গ) ৪ সেন্টিগ্রেড
ঘ) ১০০ সেন্টিগ্রেড

61773. এনজিওপ্লাস্ট হচ্ছে-

ক) হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ) হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
গ) হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
ঘ) হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

61774. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-

ক) এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
খ) চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয়
গ) এ রোগ হলে রক্তে গুকোজের মাএা বৃদ্ধি পায়
ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়

61785. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

ক) কার্বন ডাই-অক্সাইড
খ) কার্বন মনোক্সাইড
গ) নাইট্রিক অক্সাইড
ঘ) সালফার ডাই-অক্সাইড

61786. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?

ক) মুনির চৌধুরী
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) শওকত আলী

61787. ‘আবোল-তাবোল’ কার লেখা?

ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ) সুকুমার রায়
ঘ) সত্যজিৎ রায়

61788. কোনটি নাটক?

ক) কর্তার ইচ্ছায় কর্ম
খ) গড্ডালিকা
গ) পল্লীসমাজ
ঘ) সাজাহান

61789. কোনটি কাব্যগ্রন্থ?

ক) কবিতা
খ) কাব্যপরিক্রমা
গ) কয়েকটি কবিতা
ঘ) বাঙলার কাব্য

61790. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক) চতুরঙ্গ
খ) চতুষ্কোণ
গ) চতুর্দশী
ঘ) চতুষ্পাঠী

61791. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?

ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ) রামকৃষ্ণ পরমহংস
ঘ) বিবেকানন্দ

61792. ‘কবর’ নাটক কার রচনা?

ক) শহীদুল্লাহ কায়সার
খ) জহির রায়হান
গ) মুনীর চৌধুরী
ঘ) সত্যেন সেন

61793. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

ক) বিষের বাঁশী
খ) বন্দীর বন্দনা
গ) সন্দ্বীপের চর
ঘ) রূপসী বাংলা

61794. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?

ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র সেন
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

61795. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?

ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামমোহন রায়
ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

61796. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

ক) তিতুমীর
খ) সৈয়দ আহমদ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরিয়তউল্লাহ

61797. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সামাধানের পথ সুগম হয়েছে ?

ক) জেনেভা চুক্তি
খ) মাদ্রিদ চুক্তি
গ) ডেটন চুক্তি
ঘ) প্যারিস চুক্তি

61798. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

ক) থাইরোসিন
খ) গ্লুকাগন
গ) এড্রিনালিন
ঘ) ইনসুলিন

61799. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?

ক) কাঁচা লৌহ
খ) ইস্পাত
গ) এলুমিনিয়াম
ঘ) কোবাল্ট

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore