বিষয়ঃ Other

61801. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?

ক) সোনারগাঁও
খ) বিক্রমপুর
গ) পুণ্ড্র
ঘ) গোপালগঞ্জ

61803. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?

ক) নভেম্বর ১২, ১৯৯৭
খ) ডিসেম্বর ২, ১৯৯৭
গ) ডিসেম্বর ১৬, ১৯৯৭
ঘ) ডিসেম্বর ২৫, ১৯৯৭

61804. বাংলার ১৯৮৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

ক) জয়নুল আবেদীন
খ) এস এম সুলতান
গ) শফিউদ্দিন আহমদ
ঘ) কামরুল হাসান

61805. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?

ক) সাভারে
খ) চট্টগ্রামে
গ) মংলায়
ঘ) ঈশ্বরদীতে

61807. কোন বানানটি শুদ্ধ?

ক) শুশ্রুষা
খ) সুশ্রুষা
গ) শুশ্রূষা
ঘ) সুশ্রুসা

61808. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক) অনতিক্রম্য
খ) অলঙ্ঘ্য
গ) দুরতিক্রম্য
ঘ) . দুর্গম

61809. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) সিংহাসন
খ) ভাই-বোন
গ) কানাকানি
ঘ) গাছপাকা

61810. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?

ক) অবস্থাবাচক শব্দ
খ) বাক্যালঙ্কার শব্দ
গ) ধ্বন্যাত্মক শব্দ
ঘ) দ্বিরুক্ত শব্দ

61811. ’পদ’ বলতে কি বোঝায়?

ক) কবিতার চরণ
খ) যে কোন শব্দ
গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

61812. ’ব্যাঙের সর্দি’_ অর্থ কী?

ক) রোগ বিশেষ
খ) সম্ভাব্য ঘটনা
গ) অসম্ভব ঘটনা
ঘ) প্রতারণা

61813. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

ক) কষ্ট
খ) উপনিষৎ
গ) কল্যাণীয়েষু
ঘ) আষাঢ়

61814. কাক ভূষণ্ডি’র অর্থ কী?

ক) ষড়যন্ত্রকারী
খ) বাকসর্বস্ব
গ) দীর্ঘ প্রত্যক্ষমান
ঘ) দীর্ঘায়ু ব্যক্তি

61815. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?

ক) অহংকারী
খ) স্পষ্টভাষী
গ) মিথ্যাবাদী
ঘ) পক্ষপাতদুষ্ট

61816. The passive form of the sentence “some children were helping the wounded man”‒

ক) The wounded man was helped by some children
খ) The wounded man was helping some children
গ) The wounded man was being helped by some children
ঘ) The wounded man was to be helped by some children

61817. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?

ক) লৌহ
খ) ইউরেনিয়াম
গ) প্লুটোনিয়াম
ঘ) নেপচুনিয়াম

61818. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ক) ফ্যাদোমিটার
খ) আইরোকম্পাস
গ) সাবমেরিন
ঘ) এ্যানিওমিটার

61819. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?

ক) এ্যামপ্লিফায়ার
খ) জেনারেটর
গ) লাউড স্পিকার
ঘ) মাইক্রোফোন

61820. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?

ক) গামা রশ্মি
খ) মাইক্রোওয়েভ
গ) অবলোহিত বিকিরণ
ঘ) আলোক তরঙ্গ

61821. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?

ক) রাবার
খ) এলুমিনিয়াম
গ) লৌহ
ঘ) তামা

61822. কোনটি চৌম্বক পদার্থ নয়

ক) কাঁচা লোহা
খ) ইস্পাত
গ) অ্যালুমিনিয়াম
ঘ) কোবাল্ট

61823. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক–

ক) হেস
খ) আইনস্টাইন
গ) টলেমী
ঘ) হাবল

61828. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?

ক) সাইবেরিয়া
খ) ভ্লাদিভস্টক
গ) খাবারভস্ক
ঘ) বোখারা

61829. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?

ক) ঔপনিবেশিক সীমারেখা
খ) উপজাতিভিত্তিক সীমারেখা
গ) অচিহ্নিত সীমারেখা
ঘ) জ্যামিতিক সীমারেখা

61830. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?

ক) ট্রপিক অব ক্যাপ্রিকন
খ) ট্রপিক অব ক্যানসার
গ) ইকুয়েটর
ঘ) আর্কটিক সার্কেল

61834. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?

ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) বিনয় ঘোষ
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) রাধারমণ মিত্র

61835. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?

ক) অশোক মিত্র
খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
গ) নীরদচন্দ্র চৌধুরী
ঘ) অতুল সুর

61836. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?

ক) অগ্নিকোণ
খ) মরুশিখা
গ) মরুসূর্য
ঘ) রাঙা জবা

61837. ‘নদী ও নারী’ কার রচনা

ক) কাজী আব্দুল ওদুদ
খ) আবুল ফজল
গ) শামসুদ্দিন আব্দুল কালাম
ঘ) হুমায়ুন কবির

61838. ‘সংশপ্তক’ কার রচনা?

ক) মুনীর চৌধুরী
খ) শহীদুল্লাহ কায়সার
গ) জহির রায়হান
ঘ) শওকত ওসমান

61839. কোনটি শামসুর রাহমানের রচনা?

ক) নিরন্তর ঘণ্টাধ্বনি
খ) নির্জন স্বাক্ষর
গ) নিরালোক দিব্যরথ
ঘ) নির্বাণ

61840. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

ক) চিলেকোঠার সেপাই
খ) আগুণের পরশমণি
গ) একাত্তরের দিনগুলো
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

61841. নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?

ক) রাজবন্দীর জবানবন্দী
খ) ব্যথার দান
গ) অগ্নিবীণা
ঘ) নবযুগ

61842. কোনটি কাব্যগ্রন্থ?

ক) শেষ প্রশ্ন
খ) শেষ লেখা
গ) শেষের কবিতা
ঘ) শেষের পরিচয়

61843. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?

ক) কায়কোবাদ
খ) মীর মশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) ইসমাইল হোসেন সিরাজী

61844. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

ক) শওকত ওসমান
খ) জহির রায়হান
গ) আবদুল গণি হাজারী
ঘ) হাসান হাফিজুর রহমান

61845. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

ক) তিতুমীর
খ) সৈয়দ আহমদ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরিয়তউল্লাহ

61846. গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

ক) প্রাকৃতিক চাষের পরিবর্তে ক্রমবর্ধমান হারে কৃত্তিম চাষের প্রয়োজনীয়তা
খ) গাছপালার আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার
গ) সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষনে বিঘ্ন সৃষ্টি
ঘ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

61848. রপ্তানী আয়ে বর্তমানে প্রাণিসম্পদের অবদান কত?

ক) ৫.৪৫ শতাংশ
খ) ৪.৭৯ শতাংশ
গ) ৭.৭৯ শতাংশ
ঘ) ৫.৮৯ শতাংশ

61850. সাম্প্রতিক কালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশে সফর করেন?

ক) প্রফেসর নরম্যান বোরলগ
খ) ডাঃ আব্দুল কাদের
গ) ড. স্বামিনাথান
ঘ) প্রফেসর ড. আব্দুস সালাম

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore