বিষয়ঃ Other

62304. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

ক) ২০,০০০ টাকা
খ) ১৫,০০০ টাকা
গ) ১২,০০০ টাকা
ঘ) ১০,০০০ টাকা

62309. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে ----

ক) রম্বস
খ) বর্গক্ষেত্র
গ) আয়তক্ষেত্র
ঘ) ট্রাপিজিয়াম

62310. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----

ক) পরস্পর সমান
খ) পরস্পর সমান্তরাল
গ) পরস্পরের উপর লম্ব
ঘ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে

62315. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ----

ক) ২৫ ঘণ্টা
খ) ২৮ ঘণ্টা
গ) ২৫ বছর
ঘ) ২৫ দিন

62316. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?

ক) হোয়াংহো
খ) নীল
গ) আমাজান
ঘ) কঙ্গো

62317. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক) যমুনা
খ) পদ্মা
গ) সুরমা
ঘ) মেঘনা

62318. সুন্দরবন কোন ধরনের বন?

ক) রেইন
খ) কনিয়ার
গ) ম্যানগ্রোভ
ঘ) কোনোটিই নয়

62319. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

ক) লর্ড মাউন্টব্যাটেন
খ) লর্ড মিন্টো
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড ওয়াভেল

62320. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?

ক) সুলতান সিকান্দার শাহ
খ) সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) নবাব আলীবর্দী খাঁ

62321. ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?

ক) ১৪৮৭ সালে
খ) ১৩৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে

62322. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

ক) সিরাজ শাহ
খ) মোহসীন আলী
গ) মজনু শাহ
ঘ) জহির শাহ

62323. মনিটরের কাজ হলো ----

ক) গাণিতিক সমাধান করা
খ) লেখা ও ছবি দেখানো
গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
ঘ) এর কোনোটিই নয়

62324. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---

ক) সেক্সট্যান্ট
খ) ম্যানোমিটার
গ) ক্রেসকোগ্রাফ
ঘ) সিসমোগ্রাফ

62325. কাজের একক ----

ক) জুল
খ) ওয়াট
গ) নিউটন
ঘ) এর কোনোটিই নয়

62327. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?

ক) আব্দুর রহমান
খ) মোহাম্মদ ইদ্রিস
গ) ব্রজেন দাস
ঘ) এদের কেউই না

62328. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

ক) স্পীকার
খ) রাষ্ট্রপতি
গ) প্রধান বিচারপতি
ঘ) প্রধানমন্ত্রী

62329. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?

ক) রাষ্ট্রপতির কাছে
খ) জনগণের কাছে
গ) প্রধানমন্ত্রীর কাছে
ঘ) জাতীয় সংসদের কাছে

62330. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?

ক) সিলেট
খ) রাঙামাটি
গ) রংপুর
ঘ) কুমিল্লা

62331. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?

ক) চারটি
খ) তিনটি
গ) দুইটি
ঘ) পাঁচটি

62332. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---

ক) মৌসুমী বায়ুর প্রভাবে
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ) স্থলবায়ুর প্রভাবে
ঘ) আয়ন বায়ুর প্রভাবে

62333. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----

ক) বিষুবরেখা
খ) সুমেরু
গ) কুমেরু
ঘ) দ্রাঘিমা রেখা

62334. একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল ---

ক) আরও ডুববে
খ) ভাসবে
গ) একই থাকবে
ঘ) ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর

62335. 'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) সৈয়দ হামজা
খ) আলাওল
গ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ) মীর মোহাম্মদ শফী

62336. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?

ক) আলালের ঘরের দুলাল
খ) সীতারাম
গ) চঞ্চলা
ঘ) কুহেলিকা

62337. সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?

ক) সেলিম আল দীন
খ) আবদুল্লাহ আল মামুন
গ) জিয়া হায়দার
ঘ) আলাউদ্দীন আল আজাদ

62338. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) মানুষের মানচিত্র
খ) নির্বাসিত নায়ক
গ) নারিন্দা লেন
ঘ) সাতনরী হার

62339. 'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?

ক) আকবর হোসেন
খ) অন্নদাশঙ্কর রায়
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ) শওকত আলী

62340. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?

ক) মমতাজ উদ্দিন আহমদ
খ) মামুনুর রশীদ
গ) ইব্রাহীম খলিল
ঘ) ওবায়েদ উল হক

62341. 'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----

ক) মন + তাপ
খ) মনস + তাপ
গ) মনঃ + তাপ
ঘ) মনো + তাপ

62342. নিচের কোনটি নিত্য সমাস?

ক) পঞ্চনদ
খ) বেয়াদব
গ) দেশান্তর
ঘ) ভালমন্দ

62343. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?

ক) বেহুস
খ) মুখে ভাত
গ) খেচর
ঘ) গায়ে হলুদ

62344. "প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) করণে ৩য়া
ঘ) কর্তায় ৭মী

62345. "আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অপাদানে ২য়া
খ) অধিকরণে ২য়া
গ) কর্মে শূন্য
ঘ) করণে ২য়া

62346. কোনটি শুদ্ধ বানান?...

ক) বাল্মীকি
খ) বাল্মীকী
গ) বাল্মিকি
ঘ) বাল্মিকী

62347. ...কোনটি শুদ্ধ বানান?

ক) নিরহংকারী
খ) নিরহংকার
গ) নিরহংকারি
ঘ) নিঃহংকারী

62348. .. কোনটি শুদ্ধ বানান?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মুমূর্ষু
ঘ) মূমুর্ষু

62349. আকাশ'এর সমার্থক শব্দ নয় ----

ক) গগন
খ) অন্তরীক্ষ
গ) অম্বর
ঘ) ভুবন

62350. 'কেশ'এর সমার্থক শব্দ নয় ----

ক) কুন্তল
খ) ললাট
গ) চুল
ঘ) অলক

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore