বিষয়ঃ Other

62801. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?

ক) বরাল
খ) কুমার
গ) ভৈরব
ঘ) মহানন্দা

62802. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারি
গ) লালমনির হাট
ঘ) পঞ্চগড়

62803. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

ক) ঠাকুরগাও
খ) দিনাজপুর
গ) পঞ্চগড়
ঘ) লালমনির হাট

62804. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

ক) বাংলা ১০৭৬
খ) বাংলা ১১৭৬
গ) বাংলা ১৩৭৬
ঘ) ইংরেজি ১৮৭৬

62805. ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

ক) এক রাজনৈতিক মতবাদের
খ) এক সাংস্কৃতিক আন্দোলনের
গ) এক নতুন জাতীয় চেতনার
ঘ) এক নতুন সমাজ ব্যবস্থার

62806. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

ক) তিতুমির
খ) ফকির মজনু শাহ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরীয়তুল্লাহ

62807. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?

ক) টি এস পি
খ) ইউরিয়া
গ) পটাশ
ঘ) অ্যামোনিয়া

62808. What is the meaning of ‘soft soap’?

ক) To speak high to others
খ) To speak ill of others
গ) Flatter for self motives
ঘ) To recognize other good deeds

62809. Paradise lost attempted to-

ক) Justify the ways of god to men
খ) Justify the ways of man to god
গ) Show that the satan and god have equal power
ঘ) Explain why god and evil are necessary

62812. What is the full name of the great American short story writer O’Henry?

ক) Walt Whitman
খ) Mark Twain
গ) William Sydney Porter
ঘ) None of the above

62814. Can you tell me where ___? Which of the following of the best clause in the above sentence?

ক) Does Mr. Ali live
খ) Mr. Ali doesn’t live
গ) Mr. Ali lives
ঘ) Lives Mr. Ali

62816. What kind of man is quite the opposite type of “supercilious”?

ক) Affable
খ) Haughty
গ) Disdainful
ঘ) Wicked

62817. ‘Dog day’ means-

ক) a period of being carefree
খ) a period of having youthful flings
গ) a period of misfortune
ঘ) hot weather

62820. People who assume that no evil can befall them are foolishly-

ক) Ardent
খ) Complacent
গ) confident
ঘ) apprehensive

62821. Not many people can commit such a heinous crime ‘in cold blood’. What does the italicized idiom mean?

ক) In cool brain and calculated thought
খ) So patiently and thoughtfully
গ) So impatiently and thoughtlessly
ঘ) Stirred by sudden emotion

62824. What is the meaning of the idiom ‘a round dozen’?

ক) A full dozen
খ) A little less than a dozen
গ) A little more than a dozen
ঘ) Round about a dozen

62825. ‘বাধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

ক) উপন্যাস
খ) নাটক
গ) কবিতা
ঘ) ভ্রমণ কাহিণী

62826. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?

ক) উপভােগ
খ) উপগ্রহ
গ) উপসাগর
ঘ) উপনেতা

62827. তুমি তাে ভারি সুন্দর ছবি আঁক!’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

ক) অনুকার অব্যয়
খ) পদান্বয়ী অব্যয়
গ) অনুসর্গ অব্যয়
ঘ) অনন্বয়ী অব্যয়

62828. ‘Hand out’- এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো:

ক) জ্ঞাপনপত্র
খ) তথাপত্র
গ) প্রচারপত্র
ঘ) হস্তপত্র

62829. ‘খনার বচন’- এর মূলভাব কি?

ক) শুদ্ধ জীবনযাপন রীতি
খ) সামাজিক মঙ্গলবােধ
গ) রাষ্ট্র পরিচালনা নীতি
ঘ) লৌকিক প্রণয়সঙ্গীত

62830. কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে?

ক) আষাঢ়
খ) আষাঢ়.
গ) আয়না
ঘ) আনন

62831. মীর মশাররফ হােসেন রচিত গ্রন্থ হচ্ছে:

ক) আলালের ঘরের দুলাল
খ) হতােম প্যাঁচার নক্সা
গ) কলিকাতা কমলালয়
ঘ) গাজী মিয়ার বস্তানী

62832. বেগম রোকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ কোনটি?

ক) পদ্মাবতী
খ) পদ্মগোখরা
গ) পদ্মরাগ
ঘ) পদ্মমণি

62833. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

ক) করেছি
খ) করছি
গ) করব
ঘ) করছিলাম

62835. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

ক) গােলকনাথ শৰ্মা
খ) রামরাম বসু
গ) মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) রাজা রামমোহন রায়

62836. জীবনানন্দ দাশকে নির্জনতার কবি’ বলে আখ্যায়িত করেন কে?

ক) বুদ্ধদেব বসু
খ) নবীন্দ্রনাথ ঠাকুর
গ) সৈয়দ শামসুল হক
ঘ) বিষ্ণু দে

62837. ‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি?

ক) অনল
খ) অংশু
গ) জ্যোতি
ঘ) ভাতি

62838. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নীচের কোনটি পাওয়া যায়?

ক) দুর+বস্থা
খ) দুর+বস্থা
গ) দুর+অবস্থা
ঘ) দুঃ+ অবস্থা

62839. কোনটি অপাদান কারক?

ক) জিজ্ঞাসিব জনে জনে
খ) ট্রেন স্টেশন ছেড়েছে
গ) বনে বাঘ আছে
ঘ) গৃহহীনে গৃহ দাও

62840. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:

ক) জামাই ৰারিক
খ) বিবাহ-বিভ্রাট
গ) হিতে বিপরীত
ঘ) বৈকুণ্ঠের খাতা

62841. সাধু ও চলিত ভাষাৰ মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ পদে
গ) ক্রিয়া ও সর্বনাম
ঘ) বিশেষ্য ও ক্রিয়া

62842. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

ক) দোতলা
খ) আশীবিষ
গ) কানাকানি
ঘ) অজানা

62843. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক) রুই
খ) পান-ব্যবসায়ী
গ) পর্ণকা
ঘ) তামসিক

62844. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

62845. ‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

ক) ফারসী
খ) পর্তুগীজ
গ) ওলন্দাজ
ঘ) পাঞ্জাবী

62847. To meet trouble half way means-

ক) To be puzzled
খ) To get nervous
গ) To be disappointed
ঘ) To bear up

62848. A speech full of too many words is-

ক) A big speech
খ) Maiden speech
গ) An unimportant speech
ঘ) A verbose speech

62850. কোন বানানটি শুদ্ধ?

ক) বিভীষিকা
খ) বিভিষীকা
গ) ভীভিষিকা
ঘ) বীভিষীকা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore