বিষয়ঃ Other

62851. ‘যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে?

ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
ঘ) ভূতপূর্ব

62852. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-

ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ) মধুসূদন ও কুমুদিনী
গ) গোবিন্দলাল ও রোহিনী
ঘ) সুরেশ ও অচলা

62853. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

ক) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কাজে লেগে যাও
খ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
গ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কী খাবে বল
ঘ) ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,নিজের পায়ে দাঁড়াও

62854. কোন দুটি অঘোষ ধ্বনি?

ক) চ,ছ
খ) ড,ঢ
গ) ব,ভ
ঘ) দ,ধ

62855. ‘গোঁফ-খেজুরে’ -এ বাগ্‌ধারাটির অর্থ কী?

ক) আরামপ্রিয়
খ) উদাসীন
গ) নিতান্ত অলস
ঘ) পরমুখাপেক্ষী

62856. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?

ক) সিঙ্গাপুর
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) দক্ষিণ কোরিয়া

62857. ১৯৯১ সনের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা জয় করে?

ক) মাইকেল চ্যং
খ) জিন ফিলিপস
গ) মাইকেল স্টিচ
ঘ) জিমি কেনোর্স

62859. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) জাপানের নাগাসাকিতে
খ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ) রাশিয়ার আশখাবাদে
ঘ) কানাডার ভেন্‌কুবার

62860. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?

ক) কুয়েত
খ) নাইজেরিয়া
গ) সৌদি আরব
ঘ) ভেনিজুয়েলা

62861. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

ক) ১৯৮৯ সাল থেকে
খ) ১৯৬৬ সাল থেকে
গ) ১৯৬৭ সাল থেকে
ঘ) ১৯৬৮ সাল থেকে

62862. ‘International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

ক) জেনভো
খ) রোম
গ) প্যারিস
ঘ) ভ্যালেটা

62864. UNIDO এর সদর দপ্তর কোথায়?

ক) ভিয়েনা
খ) হেগ
গ) জেনেভা
ঘ) সদর দপ্তরবিহীন
Note : UNIDO এর সদর দপ্তর কোথায়- UNIDO এর প্রধান কার্যালয় ভিয়েনায়। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর। অস্ট্রিয়ার সবথেকে বড় শহর। Vienna, Austria.

62865. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

ক) ২ অক্টোবর (সকাল)
খ) ২ অক্টোবর (মাঝরাতে)
গ) ১ অক্টোবর (দুপুরে)
ঘ) ৩ অক্টোবর (মাঝরাতে)

62869. 'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?

ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
খ) জেলখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্র্যব রপ্তানি
গ) পাকিস্তানের কাছে মিসা‌ইল বিক্রি
ঘ) আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্রর প্রযুক্তি বিক্রি

62872. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

ক) ভারতে
খ) পাকিস্তান
গ) শ্রীলঙ্কায়
ঘ) বাংলাদেশে

62873. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি?

ক) ইউরোপ
খ) উত্তর আমেরিকায়
গ) অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ) উত্তর নাই
Note : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট 2022 অনুসারে গড় আয়ুতে শীর্ষ দেশ Hong kong - 85.29 year

62874. উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা?

ক) আই বি এম
খ) জেনারেল মটরস
গ) রয়াল চাড়/শেল
ঘ) ইক্‌সন

62876. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়–

ক) আয়ন বায়ু
খ) প্রত্যায়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু

62877. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

62878. নিচের কোন উক্তিটি সঠিক?

ক) বায়ু একটি যৌগিক পদার্থ
খ) বায়ু একটি মৌলিক পদার্থ
গ) বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ) বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

62879. প্রবল জোয়ারের কারণ , এ সময়—

ক) সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

62880. ফিউশন প্রক্রিয়ায়—

ক) একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে
খ) একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
গ) ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়
ঘ) একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

62882. সাধারন স্ট্রোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল—

ক) নাইট্রিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) এমোনিয়াম ক্লোরাইড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড

62883. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো—

ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়
খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ) পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়

62884. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়—

ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
খ) রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
গ) কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন
ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

62885. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার—

ক) সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি
খ) তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
গ) প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা
ঘ) গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার

62886. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন—

ক) এটি হাল্কা ও দামে সস্তা
খ) এটি সব দেশেই পাওয়া যায়
গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

62887. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর—

ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ) প্রতিসরণ
গ) বিচ্ছুরণ
ঘ) পোলারায়ন

62888. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—

ক) ৭৫ ডি বি
খ) ৯০ ডি বি
গ) ১০৫ ডি বি
ঘ) ১২০ ডি বি

62889. আকাশে বিজলী চমকায়—

ক) মেঘের অসংখ্য জলকনা ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ) দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

62890. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন—

ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

62891. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে—

ক) অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ) পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ) ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ) স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
Note : 'পোলারয়েড' বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যম। এর মধ্যে দিয়ে সাধারণ আলো পাঠালে সমবর্তিত আলো পাওয়া যায়। এ সূত্র কাজে লাগিয়ে ফটোকপি মেশিন তৈরি করা হয়। রোদ চশমা, ক্যামেরার লেন্সের সামনে লাগানোর ফিল্টার ইত্যাদিতে আলোর ঝলসানোভাব কমানোর জন্য পোলারয়েডের ব্যবহার রয়েছে।

62893. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

ক) ৭২:১০৫
খ) ৭২:৩৫
গ) ৩৫:৭২
ঘ) ১০৫:৭২

62895. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?

ক) ২.০৫৭৩৪
খ) ০.০২৫৭৩৪
গ) ০.০২০৫৭৩৪
ঘ) ২০.৫৭৩৪৪০

62900. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত?

ক) ৬৪√৩ বর্গমিটার
খ) ১৯২বর্গমিটার
গ) ৬৪ বর্গমিটার
ঘ) ৩২√৩ বর্গমিটার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore