বিষয়ঃ Other

63002. Who is the author of ‘For Whom the Bell Tolls’?

ক) Charles Dickens
খ) Homer
গ) Lord Tennison
ঘ) Ernest Hemingway

63003. Who is the poet of the' Victorian age'?

ক) Helen keller
খ) Mathew Arnold
গ) Shakespeare
ঘ) Charles Dickens

63004. What is the verb of the word ‘ability’?

ক) ableness
খ) able
গ) ably
ঘ) enable

63005. What is the antonym ‘Honorary’?

ক) Official
খ) Honorable
গ) Salaried
ঘ) Literary

63006. What is the synonym of ‘Incite’ ?

ক) Instigate
খ) Permit
গ) Urge
ঘ) deceive

63007. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক–

ক) বঙ্গিমচন্দ্র
খ) শরৎচন্দ্র
গ) তারাশংকর
ঘ) নজরুল ইসলাম

63008. বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে—

ক) শব্দ
খ) কারক
গ) পদ
ঘ) ক্রিয়াপদ

63009. ‘চাচা কাহিনী’র লেখক কে?

ক) সৈয়দ সামসুল হক
খ) সৈয়দ মুজতবা আলী
গ) শওকত ওসমান
ঘ) ফররুখ আহমদ

63010. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা–

ক) মুহম্মদ আব্দুল হাই
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) আবুল মনসুর আহমদ
ঘ) আতাউর রহমান খান

63011. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা–

ক) মুহম্মদ আব্দুল হাই
খ) মোঃ বরকতউল্লাহ
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মওলানা আকরম খাঁ

63013. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন—

ক) ক্ষমার্হ
খ) ক্ষমাপ্রার্থী
গ) ক্ষমা
ঘ) ক্ষমাপ্রদ

63014. ‘সংশয়’– এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) নির্ভয়
খ) বিস্ময়
গ) প্রত্যয়
ঘ) দ্বিধা

63015. ‘শিষ্টাচার’– এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিষ্ঠা
খ) সদাচার
গ) সততা
ঘ) সংযম

63016. কোনটি শুদ্ধ বাক্য?

ক) একটা গোপনীয় কথা বলি
খ) একটি গোপন কথা বলি
গ) একটি গোপণ কথা বলি
ঘ) একটি গুপ্ত কথা বলি

63017. বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

ক) বিহারীলাল চক্রবর্তী
খ) প্যারিচাঁদ মিত্র
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

63018. বেগম রোকেয়ার রচনা কোনটি?

ক) ভাষা ও সাহিত্য
খ) আয়না
গ) লালসালু
ঘ) অবরোধবাসিনী

63019. কোনটি শুদ্ধ?

ক) সৌজন্নতা
খ) সৌজন্যতা
গ) সৌজনতা
ঘ) সৌজন্য

63020. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ—

ক) গলাধাক্কা দেয়া
খ) অমাবস্যা
গ) দ্বিতীয়ত
ঘ) কাস্তে

63021. ‘সূর্য’– এর প্রতিশব্দ-

ক) সধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য

63022. সমাস ভাষাকে কী করে?

ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ ক্ষুণ্ণ করে
ঘ) অর্থবোধক করে

63023. ‘বৈরাগ্য সাধনে___সে আমার নয়।’ শূণ্যস্থান পূরণ করুন।

ক) আনন্দ
খ) মুক্তি
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস

63024. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ

ক) এরা অনেক ছোট হয়
খ) এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
গ) এরা পানিতে জন্মে
ঘ) এদের পাতা অনেক কম থাকে

63025. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –

ক) আয়না বায়ু
খ) প্রত্যায়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু

63026. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা –

ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
খ) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
গ) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

63027. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?

ক) পেট্রোলিয়াম
খ) কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) বায়োগ্যাস

63028. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?

ক) মহাকর্ষণ বলের জন্য
খ) মধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

63029. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –

ক) অক্সিজেন ও গ্লূকোজ
খ) অক্সিজেন ও রক্তের আমিষ
গ) ইউরিয়া ও গ্লূকোজ
ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড

63030. সংকর ধাতু পিতলের উপাদান ?

ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা
গ) তামা ও নিকেল
ঘ) তামা ও সিসা

63031. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –

ক) বিদ্যুৎ এর অপচয় কম হয়
খ) পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ) প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

63032. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –

ক) তামার দন্ড ও দস্তার পাত
খ) তামার পাত ও দস্তার পাত
গ) কার্বন দন্ড ও দস্তার কৌটা
ঘ) তামার দন্ড ও দস্তার কৌটা

63033. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?

ক) আয়োডিন
খ) ভিটামিন
গ) লৌহ
ঘ) ক্যালসিয়াম

63034. মাছ অক্সিজেন নেয় –

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

63035. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে–

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

63036. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল –

ক) লাল, হলুদ, সবুজ
খ) লাল, কমলা , বেগুণী
গ) হলুদ, সবুজ , নীল
ঘ) লাল, নীল, সবুজ

63037. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি কারণ–

ক) রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
খ) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে

63038. নবায়নযোগ্য শক্তির উৎস –

ক) পারমাণবিক জ্বালানি
খ) পীট কয়লা
গ) পেট্রল
ঘ) সূর্য

63044. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?

ক) ১/ ৮০
খ) ১/ ৮০০
গ) ১/ ৮০০০
ঘ) ১/ ৮

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore